২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির জের।ছেঁটে ফেলা হল বিসিসিআই-এর নির্বাচক কমিটিকে। নির্বাচক প্রধান চেতন শর্মা-সহ তাঁর গোটা কমিটিকেই ছেঁটে ফেলল বোর্ড। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চেতন শর্মাদের ছেঁটে ফেলার পিছনে শুধু সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি নয়, এর পিছনে রয়েছে একাধিক কারণ।
সেই কারণগুলি দেখে নিন এক নজরে:
- একাধিক পরীক্ষানিরীক্ষার পর একটি স্থায়ী স্কোয়াড তৈরি করতে না পারা। মাত্র এক বছরে ৮ জন অধিনায়ক নিয়ে চলেছে পরীক্ষানিরীক্ষা।
- এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারডুবি।
- ৮ মাস দলের বাইরে থাকলেও, কেএল রাহুলকে বেছে নেওয়া।
- ঘরোয়া এবং আইপিএলে যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, তাদের বাছাই না করা।
- ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভুল নীতি।
আরও পড়ুন: T20 না খেলেও হওয়া যাবে জাতীয় নির্বাচক, জানুন BCCI-এর মানদণ্ড
বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায়ের পরেই ভারতীয় দলের নির্বাচক প্রধান চেতন শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পর চেতনের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার বিসিসিআই সেই জল্পনাতেই সিলমোহর দিল। কিন্তু প্রশ্ন থাকছে, দলের ব্যর্থতার দায় কি শুধুই নির্বাচকদের উপর বর্তায়? নির্বাচকদের চাকরি গেলে তো টিম ম্যানেজমেন্টের উপরও আঙুল ওঠা উচিত।
আরও পড়ুন: T20 অধিনায়কের পদ থেকে সরানো হতে চলেছে রোহিতকে, হার্দিক নতুন ক্যাপ্টেন- রিপোর্ট
আসলে চেতনের গোটা কার্যকালটাই বিতর্কে ঘেরা। বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পাশাপাশি তাঁর আমলেই বিরাট কোহলির সঙ্গে বোর্ডের সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছয়। সেই সময়েও নির্বাচক প্রধান হিসাবে চেতনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। আবার অভিযোগ উঠেছিল, তাঁর আমলে নির্বাচক কমিটির বৈঠকে নাকি বোর্ড প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতেন। যদিও পরে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সেই অভিযোগ উড়িয়ে দেন। তাতে অবশ্য বিতর্ক থামেনি।
আগে কবে গোটা নির্বাচক কমিটিকে এ ভাবে ছেঁটে ফেলা হয়েছে, সে কথা কেউই মনে করতে পারছেন না। অতীতে বার বার নির্বাচক কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিযোগিতায় বিতর্কিত দল নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। এ বারও বিশ্বকাপে শুভমন গিল, সঞ্জু স্যামসনদের মতো তরুণ ক্রিকেটারদের না নেওয়ায় নির্বাচকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।