বাংলা নিউজ > ময়দান > BCCI unlikely to support Sourav for ICC: BCCI থেকে 'ছাঁটাইয়ের' পর ICC-তেও সৌরভের পাশে থাকবেন না জয় শাহরা, রিপোর্ট

BCCI unlikely to support Sourav for ICC: BCCI থেকে 'ছাঁটাইয়ের' পর ICC-তেও সৌরভের পাশে থাকবেন না জয় শাহরা, রিপোর্ট

সৌরভ গঙ্গোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

BCCI unlikely to support Sourav Ganguly for ICC election: নয়া নিয়ম অনুযায়ী, আইসিসির চেয়ারম্যানের নির্বাচনের জন্য কোনও বোর্ড মনোনীত প্রার্থীর প্রয়োজন হয় না। কিন্তু আদতে ভারতীয় বোর্ডের সমর্থন ছাড়া যে আইসিসির চেয়ারম্যান হওয়া অসম্ভব, তা নিয়ে কোনও দ্বিধা নেই সংশ্লিষ্ট মহলের। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভাবনাও কার্যত নেই বলে মত।

‘প্রাক্তন’ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আইসিসির চেয়ারম্যান পদেও সম্ভবত বসা হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কারণ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সৌরভকে সম্ভবত সমর্থন করবে না বিসিসিআই।

ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবারই সৌরভের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। পুরনো কর্তাদের প্রায় সকলে থাকলেও সৌরভের উপর কোপ নেমে এসেছে। নয়া বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। সেই পরিস্থিতিতে সৌরভ আইসিসির চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে। যে নির্বাচন আগামী ১৩ নভেম্বর (টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন) হতে চলেছে।

তবে সৌরভ আদৌও আইসিসির নির্বাচনে দাঁড়াবেন কিনা, তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ‘ছাঁটাই’ হওয়ার পর থেকে মুখ খোলেননি তিনি। তারইমধ্যে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌরভ যদি আইসিসির নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাঁকে ভারতীয় বোর্ডের তরফে সমর্থন করা হবে না।

আরও পড়ুন: BCCI Election: আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান সৌরভের, রিপোর্ট

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান নির্বাচনে সৌরভ যে ভারতীয় বোর্ডের ভোট পাবেন, সেই সম্ভাবনা কার্যত নেই। আর মাথার উপর থেকে বোর্ডের হাত উঠে যাওয়ার পরও যে সৌরভ আইসিসির চেয়ারম্যান হবেন, তেমন আশা করছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়কের অতি বড় সমর্থকরাও। ফলে সাময়িকভাবে ক্রিকেট প্রশাসন দুনিয়ার বাইরেই কাটাতে হবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।

সৌরভের সুযোগ খাতায়-কলমে

এমনিতে নয়া নিয়ম অনুযায়ী, আইসিসির চেয়ারম্যানের নির্বাচনের জন্য কোনও বোর্ড মনোনীত প্রার্থীর প্রয়োজন হয় না। অর্থাৎ যে কোনও ব্যক্তি স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সেই নিয়মের নিরিখে অন্য বোর্ডের সমর্থন জোগাড় করে খাতায়-কলমে সৌরভের সামনে আইসিসির চেয়ারম্যান হওয়ার সুযোগ আছে (সৌরভ নির্বাচনে দাঁড়ালে যদি বিসিসিআই সমর্থন না করে, সেই অঙ্ক বিচার করে)। 

আরও পড়ুন: Sourav reportedly looked disappointed: তাজ হাতছাড়া হচ্ছে বুঝে ক্ষুব্ধ সৌরভ, হয়ে পড়েন বিচলিত, নেপথ্যে শ্রীনি- রিপোর্ট

কিন্তু আদতে ভারতীয় বোর্ডের সমর্থন ছাড়া যে আইসিসির চেয়ারম্যান হওয়া অসম্ভব, তা নিয়ে কোনও দ্বিধা নেই সংশ্লিষ্ট মহলের। ওই মহলের বক্তব্য, বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সমর্থন না থাকলে কোনওভাবেই আইসিসির শীর্ষ পদে বসা সম্ভব নয়। ফলে খাতায়-কলমে সুযোগ থাকলেও আদতে যে মঙ্গলবার আরব সাগরে সেই সম্ভাবনার বিসর্জন হয়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই ওই মহলের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়ছে সরকারি কর্মীদের 'ডিএ উদ্বেগ', পুজোর মাঝে সামনে এল হিসেব সংক্রান্ত রিপোর্ট মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল মেসি ফিরলেও, জয় ফিরল না আর্জেন্তিনা! পিছিয়ে গিয়েও ১-১ ড্র করল ভেনেজুয়েলা মুম্বইয়ের আহত অলরাউন্ডার মুশির খান ও তাঁর বাবার সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা 'জুনিয়র ডক্তারদের দাবি কোনও বিলাসিতা নয়', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র ‘এই ভালো ছবিটা থাক, আমি জানি…’! অনশনে থাকা অনিকেত ভর্তি সিসিইউতে, লিখলেন কিঞ্জল গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.