জো রুটের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে রাজি বেন স্টোকস। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক নিযুক্ত হতে চলেছেন তিনি। এমনটাই খবর ব্রিটিশ ক্রিকেটমহলে। খুব তাড়াতাড়িই তারকা অল-রাউন্ডারকে নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে।
অন্যদিকে, সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেনের মতো পৃথক কোচও নিয়োগ করতে চলেছে ইসিবি। সেই অনুযায়ী টেস্টে ইংল্যান্ডের নতুন হেড কোচ নিযুক্ত হতে চলেছেন গ্যারি কার্স্টেন।
কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেন এই মুহূর্তে আইপিএল দল গুজরাট টাইটানসের মেন্টরের দায়িত্ব পালন করছেন। শোনা যাচ্ছে যে, কার্স্টেনের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট টিমের নতুন ডিরেক্টর রব কি'র কথাবার্তা প্রায় সারা। কার্স্টেন ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তবে চুক্তির পথে একমাত্র কাঁটা হতে পারে গ্যারির আইপিএল ডিউটি।
শুধু তাই নয়, টেলিগ্রাফের খবর অনুযায়ী স্টোকস চাইছেন দুই সিনিয়র পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে টেস্টের আঙিনায় ফিরিয়ে নেওয়া হোক। সুতরাং, স্টোকস ক্যাপ্টেন হলে ব্রড-অ্যান্ডারসন জুটি ফের লাইফ-লাইন পেতে চলেছেন।
এর আগেও স্টোকস ইংল্যান্ডের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে পাকাপাকিভাবে নেতৃত্বের ব্যাটন আগে হাতে ওঠেনি তাঁর। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই জো রুট টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক খুঁজে নিতে হতো ইংল্যান্ডকে। সেই দৌড়ে এগিয়ে ছিলেন স্টোকসই।
আরও পড়ুন:- ধোনির সঙ্গে তুলনা টেনে পন্তকেই ভারতীয় টেস্ট অধিনায়ক করার দাবি যুবরাজের
গত অ্যাসেজ সিরিজের পরে ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সিলভারউড। তাঁর জায়গায় অস্থায়ী কোচ দিয়েই কাজ চালাচ্ছিল ইসিবি। এবার স্থায়ী কোচ নিয়োগের পথে হাঁটে তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।