বাংলা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মরশুমে। চলতি মরশুমের আগে বাংলা শেষবার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে ২০১৯-২০ মরশুমে। তিন দশক পরে বাংলার রঞ্জি জেতা হয়নি সৌরাষ্ট্রের জন্যই। কেননা ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালে বাংলাকে হারতে হয় সৌরাষ্ট্রের কাছে। এবার সেই রঞ্জি ফাইনালেই সৌরাষ্ট্রকে হারিয়ে বদলা নেওয়ার সুযোগ মনোজদের সামনে। সেই সঙ্গে হাতছানি রঞ্জির দীর্ঘ ট্রফি খরা কাটানোর।
ছন্দে রয়েছে বাংলা। তা সত্ত্বেও প্রতিশোধের মানসিকতা নিয়ে মাঠে নামতে চান না মনোজরা। বরং ব্যর্থতার (ট্রফি জিততে না পারার) দীর্ঘ ধারাটাকে বদলে দিতে চান তাঁরা। দীর্ঘদিন বাংলা রঞ্জি চ্যাম্পিয়ন হয়নি, সে কথা মাথায় রেখে নিজেদের অযথা চাপে ফেলতে নারাজ বাংলা দল। ক্যাপ্টেন মনোজ বারেবারে ক্রিকেটারদের সতর্ক করেছেন এই বলে যে, লক্ষ্য থেকে এক চুলও সরা যাবে না।
ইডেনে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনাল শুরুর আগের দিন মনোজ তিওয়ারি বলেন, ‘দু-একজন ক্রিকেটারের মনে প্রতিশোধের ভাবনা থাকতে পারে, তবে বাকিদের লক্ষ্য হবে কোনও কিছু না ভেবে নিজেদের সেটারা মেলে ধরার। আমরা সব বিভাগেই যথাযথ প্রস্তুতি সেরেছি। এখন আমাদের পরিকল্পনার যথাযথ প্রয়োগ করতে হবে যাতে আমরা সপ্ন সত্যি করতে পারি।’
মনোজ মেনে নিলেন যে, ক্রিকেটার হিসেবে বরাবর রঞ্জি জয়ের স্বপ্ন দেখেছেন তিনি। তবে ক্যাপ্টেন হিসেবে ট্রফি জয়ের এত কাছে এসে পৌঁছবেন, সেটা কখনও ভাবেননি। চলতি মরশুমে বাংলা ছন্দবদ্ধ ক্রিকেট উপহার দিলেও সব সময়ই নিজেদের পরিণত করার অবকাশ থাকে বলে মত বাংলা দলনায়কের। তাঁর কথায়, ‘উন্নতি করার অবকাশ থাকে সবসময়। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ফাইনালে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। হতে পারে আমরা আগে সৌরাষ্ট্রের কাছে ফাইনালে হেরেছি। তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা। বাংলা ক্রিকেট বর্তমানে দারুণ জায়গায় দাঁড়িয়ে। সব প্লেয়াররা মরশুমে নিজেদের অবদান রেখেছে আর এটাই বাংলা দলের সব থেকে ইতিবাচক দিক।’
শেষে মনোজ যোগ করেন, ‘দীর্ঘদিন হয়ে গিয়েছে আমরা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা জানি সেকথা। তবে এই বিষয়ে এত না ভেবে আমাদের ফাইনাল ম্যাচে লক্ষ্য স্থির রাখতে হবে এবং চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।