বাংলা নিউজ > ময়দান > BAN vs IRE: রনি-লিটনের ঝড়,বৃষ্টি বিঘ্নিত T20-তে আয়ারল্যান্ডকে হেলায় হারাল বাংলাদেশ

BAN vs IRE: রনি-লিটনের ঝড়,বৃষ্টি বিঘ্নিত T20-তে আয়ারল্যান্ডকে হেলায় হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি- এএফপি 

বৃষ্টি না হলে বড় ব্যবধানে জিততেই পারত বাংলাদেশ। কিন্তু তা হল না। আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন সাকিব আল হাসানরা। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টোগ্রামে আইরিশদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে সাকিব আল হাসানের দল। এই ম্যাচের আগে থেকেই বৃষ্টির ভ্রুকুটি ছিল। সেই মতো বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দল প্রস্তুতও ছিল। ফলে যে টস জিতবে সেই দল যে প্রথমে ফিল্ডিং করবে, তার একটা আন্দাজ আগে থেকেও পাওয়া গিয়েছিল। আর সেই মতো টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। স্বাভাবিক ভাবেই রান দেখে স্পষ্ট বাংলাদেশের ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের নিয়ে কী অবস্থাটাই না করেছে। লিটন দাস এবং রনি তালুকদার এই দুই ব্যাটার দাপুটে ইনিংস শুরু করেন। ৯১ রানের পার্টনারশিপ গড়েন তারা। অবশ্য রনি অর্ধশতরান করলেও অল্পের জন্য তা হাতছাড়া করেন লিটন। ২৩ বলে ৪টি বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারি সংগ্রহ করে ৪৭ রান করেন। রনি তালুকদার করেন ৩৮ বলে ৬৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

এই দুই ব্যাটারই বাংলাদেশের ভিত গড়ে দিয়ে যান। বাকিটা এগিয়ে নিয়ে যান শামিম হোসেন (২০ বলে ৩০ রান) এবং সাকিব আল হাসান (১৩ বলে অপরাজিত ২০ রান)। ম্যাচের একেবারে শেষ ওভারে ফের বৃষ্টি নামে। ফলে ১৯.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ক্রাইগ ইয়ং।

বেশ কিছুক্ষণ ধরে চলে বৃষ্টি। একটা সময় মনে হয়েছিল, আর বোধহয় ম্যাচ শুরু হবে না। বৃষ্টি থামলে ফের ম্যাচ শুরু হয়। ডাকওয়ার্থ লুইস মাধ্যমে ওভার কমিয়ে আনা হয়। ৮ ওভারে ১০৪ রান টার্গেট দেওয়া হয়। যা বেশ চাপের ছিল আয়ারল্যান্ডের সামনে। অবশ্য যে রান বাংলাদেশ তুলেছিল, তাও আইরিশদের সামনে বেশ কঠিন ছিল। ১০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে বেশ ছন্দেই থাকেন পল স্টার্লিং। ৮ বলে ১৭ রান করেন। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে তারা ঠিক করে দাঁড়াতেই পারেননি। ম্যাচ জিততে মরিয়া হয়ে ওঠেন তারা। তাসকিন আহমেদ ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রানে থামতে হয় আয়ারল্যান্ডকে। ২২ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা হয়েছেন রনি তালুকদার। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্য়াচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ। এই সিরিজের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ চট্টোগ্রামে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায় আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.