আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টোগ্রামে আইরিশদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে সাকিব আল হাসানের দল। এই ম্যাচের আগে থেকেই বৃষ্টির ভ্রুকুটি ছিল। সেই মতো বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দল প্রস্তুতও ছিল। ফলে যে টস জিতবে সেই দল যে প্রথমে ফিল্ডিং করবে, তার একটা আন্দাজ আগে থেকেও পাওয়া গিয়েছিল। আর সেই মতো টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। স্বাভাবিক ভাবেই রান দেখে স্পষ্ট বাংলাদেশের ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের নিয়ে কী অবস্থাটাই না করেছে। লিটন দাস এবং রনি তালুকদার এই দুই ব্যাটার দাপুটে ইনিংস শুরু করেন। ৯১ রানের পার্টনারশিপ গড়েন তারা। অবশ্য রনি অর্ধশতরান করলেও অল্পের জন্য তা হাতছাড়া করেন লিটন। ২৩ বলে ৪টি বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারি সংগ্রহ করে ৪৭ রান করেন। রনি তালুকদার করেন ৩৮ বলে ৬৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
এই দুই ব্যাটারই বাংলাদেশের ভিত গড়ে দিয়ে যান। বাকিটা এগিয়ে নিয়ে যান শামিম হোসেন (২০ বলে ৩০ রান) এবং সাকিব আল হাসান (১৩ বলে অপরাজিত ২০ রান)। ম্যাচের একেবারে শেষ ওভারে ফের বৃষ্টি নামে। ফলে ১৯.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ক্রাইগ ইয়ং।
বেশ কিছুক্ষণ ধরে চলে বৃষ্টি। একটা সময় মনে হয়েছিল, আর বোধহয় ম্যাচ শুরু হবে না। বৃষ্টি থামলে ফের ম্যাচ শুরু হয়। ডাকওয়ার্থ লুইস মাধ্যমে ওভার কমিয়ে আনা হয়। ৮ ওভারে ১০৪ রান টার্গেট দেওয়া হয়। যা বেশ চাপের ছিল আয়ারল্যান্ডের সামনে। অবশ্য যে রান বাংলাদেশ তুলেছিল, তাও আইরিশদের সামনে বেশ কঠিন ছিল। ১০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে বেশ ছন্দেই থাকেন পল স্টার্লিং। ৮ বলে ১৭ রান করেন। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে তারা ঠিক করে দাঁড়াতেই পারেননি। ম্যাচ জিততে মরিয়া হয়ে ওঠেন তারা। তাসকিন আহমেদ ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রানে থামতে হয় আয়ারল্যান্ডকে। ২২ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা হয়েছেন রনি তালুকদার। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্য়াচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ। এই সিরিজের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ চট্টোগ্রামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।