বাংলা নিউজ > ময়দান > Bhuvneshwar Kumar on Test comeback: ‘সুযোগ পেলে না বলব না’, সাদা বলে জাদু দেখিয়ে টেস্টে প্রত্যাবর্তন নিয়ে বললেন ভুবি

Bhuvneshwar Kumar on Test comeback: ‘সুযোগ পেলে না বলব না’, সাদা বলে জাদু দেখিয়ে টেস্টে প্রত্যাবর্তন নিয়ে বললেন ভুবি

এজবাস্টনে উচ্ছ্বাস ভুবনেশ্বর কুমারের। (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam)

Bhuvneshwar Kumar on Test comeback: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার। তিন ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। তাঁর সুইংয়ের সামনে কোনও জবাব খুঁজে পাননি ইংল্যান্ডের ব্যাটাররা।

চোট সারিয়ে ফেরার পর সাদা বলে দুরন্ত ছন্দে আছেন। এবার কি তাহলে লাল বলের ক্রিকেটেও প্রত্য়াবর্তন করতে চান? দু'চোখে সেই স্বপ্ন থাকলেও বাস্তব থেকে বেশি দূরে যেতে চাইলেন না ভুবনেশ্বর কুমার। তিনি জানালেন, আপাতত সেদিকে মনোযোগ দিচ্ছেন না। সেইসঙ্গে সুযোগ পেলে যে টেস্টেও নামতে তৈরি, তা বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: IND vs ENG: নয়া ধাঁচের ব্যাটিং, ভুবিদের বোলিং - ইংল্যান্ডে কোন ৫ বিষয় ভারতকে স্বস্তি দেবে?

শনিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভুবি। তিন ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। তাঁর সুইংয়ের সামনে কোনও জবাব খুঁজে পাননি ইংল্যান্ডের ব্যাটাররা। যিনি প্রথম ম্যাচেও দাপুটে বোলিং করেছিলেন। সবমিলিয়ে চলতি সিরিজে ছয় ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: IND vs ENG: 'T20 বিশ্বকাপের আগে সব ঠিক আছে', ইংল্যান্ডকে উড়িয়েও একটা বিষয় নিয়ে চাপে রোহিত

সেই পরিস্থিতিতে এজবাস্টনের ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভুবিকে প্রশ্ন করা হয়, এবার কি টেস্ট দলে ফেরার (এমনিতে এখন টেস্টে ভারতের বোলিং লাইন-আপ যথেষ্ট শক্তিশালী, ফলে ভুবি ফিরলেও সব ম্য়াচে সুযোগ পাওয়া দুষ্কর) চেষ্টা করছেন? সেই প্রসঙ্গে ভারতের তারকা পেসার বলেন, ‘সত্যি বলতে সেটা নিয়ে আমি এখন কিছু ভাবছি না। আমি আরও কয়েকজন ভারতের হয়ে খেলতে চাই। আমি যা সুযোগ পাচ্ছি, তাতেই ভালো করার চেষ্টা করছি। ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে যদি কোনও সুযোগ পাই, আমি না বলব না। (সুযোগ পেলে) ওখানেও ভালো করার চেষ্টা করব। তবে আমি সেই সুযোগ পাব কি পাব না, সেটা নিয়ে ভাবছি না।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.