২০২২ সালকে স্বাগত জানাল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে এই মুহূর্তে সেখানেই রয়েছে টিম ইন্ডিয়া। আর বছরের শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস তৈরি করেছে কোহলির দল। বিরাটের নেতৃত্বে দলটি ইতিমধ্যেই সেঞ্চুরিয়ন টেস্টে ১১৩ রানে জিতে ভক্তদের নতুন বছরের উপহার দিয়েছে। এরপরেই নতুন বছরের পার্টিতে মাততে দেখা গিয়েছে ক্রিকেট দলকে।
রবিচন্দ্রন অশ্বিন নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে পুরো দলকে সেলিব্রেট করতে দেখা গিয়েছে। সেই ছবিতে দেখা যায় দলের কোচ রাহুল দ্রাবিড় গোটা দলের সঙ্গে মাটিতেই বসে রয়েছে। দলের অধিনায়ক বিরাট কোহলিও মাটিতে বসে ছবি তুলেছেন। সকলের মুখেই খুশির ছাপ ধরা পড়েছে। তাদের পাশেই রয়েছে নতুন বছরের একটি কেক। ছবির ক্যাপশনে অশ্বিন লিখেছেন ‘নতুন বছরে নতুন আশা! 2022 সালে আপনাদের সকলের সুখী ও সমৃদ্ধি কামনা করছি।’ বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছে ভারতীয় দল। ফলে হোটেলের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা।
কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বিশেষ ভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝলক শেয়ার করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি।
অনুষ্কা শর্মা বর্তমানে তার স্বামী কোহলির সাথে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। খোদ দক্ষিণ আফ্রিকাতেই আনুশকার সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিরাট। অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে অনুষ্কা এবং বিরাট একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছেন, যার উপরে একটি কেক রাখা হয়েছে, তাতে লেখা রয়েছে নতুন বছর ২০২২। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, ‘এই বছর আমরা সবচেয়ে বড় সুখ পেয়েছি। সুতরাং 2021 সালের জন্য আমার সমস্ত হৃদয় দিয়ে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।