ভারত মোট ৬১ পদক জিতল ২০২২ কমনওয়েলথ গেমস থেকে।
CWG 2022 India Medal Tally: চার নম্বরে শেষ করল ভারত, দেখুন পুরো তালিকা
3 মিনিটে পড়ুন 08 Aug 2022- কমনওয়েলথ গেমসের শেষ দিনে ভারত ব্যাডমিন্টনে তিনটি সোনার পদক জিতেছে এবং শরথ কমল টেবিল টেনিসে একটি সোনা পেয়েছেন। ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক নিয়ে এ বারের গেমসে ইতি টানলেন।