ব্রেন্ডন কিং ঝড়ে একেবারে উড়ে গেল বার্বাডোজ রয়্যালস। যোগ্য সঙ্গত করেন শামারাহ ব্রুকস। যার নিট ফল ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল জামাইকা তালাওয়াজ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করে বার্বাডোজ। জামাইকা ২৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে।
আরও পড়ুন: ১৪০ কেজি ওজনের রাহকিমের ১১ ছক্কা! ওয়ারিয়র্সদের উড়িয়ে ফাইনালে বার্বাডোজ
সিপিএল ফাইনালে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বার্বাডোজ রয়্যালস। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার রাহকিম কর্নওয়াল এবং কাইল মায়ার্স। ২১ বলে ৩৬ করেন রাহকিম। আর মায়ার্স ১৯ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে আজম খানের ৪০ বলে ৫১ রান বার্বাডোজকে বড় অক্সিজেন দেয়। এ ছাড়া ১৯ বলে ১৭ রান করেন জেসন হোল্ডার। বাকিরা অবশ্য কেউই দুই অঙ্কের ঘর পৌঁছতে পারেননি। জামাইকা তালাওয়াজের হয়ে ফ্যাবিয়ান অ্যালেন এবং নিকলসন গর্ডন ৩টি করে উইকেট নেন। ইমাদ ওয়াসিম নেন ১টি উইকেট।
আরও পড়ুন: শেষ ২৯ বলে ১০৩ রান ইমাদ ও ব্রুকসের - শাকিবদের উড়িয়ে CPL ফাইনালে জামাইকা
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জামাইকা তালাওয়াজ। প্রথম ওভারেই কেনার লুইসের উইকেট হারায় তারা। তখন দলের রান মাত্র ১। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন কেনার লুইস। তবে দলের হাল ধরেন ব্রেন্ডন কিং। তাঁকে যোগ্য সঙ্গত করেন শামারাহ ব্রুকস। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। তাঁর এই ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ২টি ছক্কা। ৩৩ বলে ৪৭ করে আউট হন শামারাহ ব্রুকস। তাঁর এই ইনিংসটি সাজানো ২টি ছয় এবং ছ'টি চারের সাহায্যে। এই জুটিই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় জামাইকাকে। এর পরে ব্রুকস আউট হলে ক্রিজে আসেন রভম্যান পাওয়েল। তিনি একটি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ করে অপরাজিত থাকেন।
জামাইকা তালাওয়াজ ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। এটি তাদের তৃতীয় সিপিএল শিরোপা। বার্বাডোজের হয়ে কাইল মায়ার্স এবং জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছেন।