বাংলা নিউজ > ময়দান > Jeremy Lalrinnunga Wins Gold: গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জেরেমি

Jeremy Lalrinnunga Wins Gold: গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জেরেমি

জেরেমি লালরিনুঙ্গা। ছবি- টুইটার।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে পঞ্চম পদক পেল ভারত, যার মধ্যে রয়েছে একজোড়া গোল্ড মেডেল।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে চারটি পদক জিতেছে ভারত। চারটি পদকই এসেছে ভারোত্তলন থেকে। তৃতীয় দিনেই সেই তালিকায় যোগ হল আরও ১টি মেডেল এবং সেটিও এল ভারোত্তলন থেকেই।

শনিবার মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন মীরাবাই চানু। মেয়েদের ৫৫ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো জেতেন। ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর। ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের গুরুরাজা পূজারি। এবার তৃতীয় দিনে ছেলেদের ৬৭ কেজি বিভাগে গেমস রেকর্ড করে সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা।

আরও পড়ুন:- রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই, কমনওয়েলথ গেমসে ভারতের প্রত্যাশা পূরণ চানুর

জেরেমি স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৬ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলতে ব্যর্থ হন ভারতীয় তারকা। সুতরাং, স্ন্যাচে জেরেমির সেরা প্রয়াস ১৪০ কেজি।

জেরেমির পারফর্ম্যান্স:-

বিভাগপ্রথম প্রচেষ্টাদ্বিতীয় প্রচেষ্টাতৃতীয় প্রচেষ্টা
স্ন্যাচ১৩৬ কেজি১৪০ কেজি১৪৩ কেজি তুলতে ব্যর্থ
ক্লিন অ্যান্ড জার্ক১৫৪ কেজি১৬০ কেজি১৬৫ কেজি তুলতে ব্যর্থ

আরও পড়ুন:- সঙ্কেতের হাত ধরে বার্মিংহ্যামে প্রথম পদক জিতল ভারত, চোট পেয়ে হাতছাড়া সোনা

ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় জেরেমি ১৫৪ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৬০ কেজি ভার তোলেন। তৃতীয় প্রচেষ্টায় ১৬৫ কেজি ভার তোলার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। সুতরাং, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা প্রচেষ্টা ১৬০ কেজি। অর্থাৎ, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩০০ কেজি ভার তুলে সোনা জেতেন জেরেমি, যা নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড।

বন্ধ করুন