চতুর্থ রাউন্ডে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করতে হল নোভক জোকোভিচকে। দু'দিন ধরে চলা ম্যাচে শেষ পর্যন্ত বেশ কসরত করেই জিততে হলে জোকারকে। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারাতে সার্বিয়ান তারকাকে বেশ বেগ পেতে হল। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমে হুবার্টকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টায় ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ। পরের রাউন্ডে তিনি খেলবেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে।
এ দিকে অঘটন ঘটালেন অখ্যাত ক্রিস্টোফার ইউব্যাঙ্কস। তিনি পঞ্চম বাছাই স্টেফানোস সিসিপাসকে হারিয়ে পৌঁছে গেলেন শেষ আটে। ম্য়াচ গড়াল পাঁচ সেটে। তবে সিসিপাসকে ৩-৬, ৭-৬, ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ হাসি হাসলেন ক্রিস্টোফার।
রবিরাত রাতে জোকোভিচ প্রথম দুই সেট জেতার পর ‘কারফিউ’-এর নিয়মের কারণে বন্ধ হয়ে গিয়েছিল খেলা। সোমবার খেলার শুরুতেই চলতি আসরে প্রথম কোনও সেট হেরে বসেন জোকার। তবে সেই ধাক্কা সামলে নিয়েই চতুর্থ সেটে প্রত্যাবর্তন করে ম্যাচ পকেটে পোড়েন।
গ্রাস কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে টানা ৩২ ম্যাচ জিতলেন সাত বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০১৭ সালে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকে এখানে কোনও ম্যাচ তিনি হারেননি। ২০১৮ থেকে চার বার জিতেছেন শিরোপা। মাঝে ২০২০ আসর হয়নি কোভিডের কারণে।
গোটা ম্যাচেই ১৭তম বাছাই হুরকাজের প্রতিরোধের মুখে পড়েন জোকোভিচ। পোল্যান্ডের প্লেয়ার কিন্তু বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিলেন জোকোভিচকে। জোকোভিচ প্রথম সেটে তিন বার সেট পয়েন্ট বাঁচিয়েছেন। প্রথম দু'টি সেট জোকার জিতলেও, প্রথম সার্ভের ক্ষেত্রে অপ্রতিরোধ্য ছিলেন হুরকাজ। ঘণ্টায় দুশো কিলোমিটার গতির সার্ভ করে সার্বিয়ান তারকাকে অস্বস্তিতে ফেলেছেন বারবার। তবে রিটার্ন করার ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়েছেন পোল্যান্ড হুরকাজ। যে কারণে তিনি পিছিয়ে পড়েন।
এই নিয়ে ১৪তম উইম্বলডন কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন জোকোভিচ। রজার ফেডেরারের পরেই যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জিমি কোনর্সের সঙ্গে (১৪)। উইম্বলডনে এই নিয়ে দ্বিতীয় বার জোকোভিচের কোনও ম্যাচের প্রথম দু’টি সেট গড়াল টাইব্রেকারে।
আমেরিকার তরুণ খেলোয়াড় ইউব্যাঙ্কস উইম্বলডনের মঞ্চে একেবারে পঞ্চম বাছাইকে হারিয়ে সকলকে কিছুটা চমকেই দিলেন। উইম্বলডনের আগে মাত্র একটিই এটিপি ট্যুর খেতাব রয়েছে তাঁর। মায়োরকা ওপেনে ট্রফি জিতেছিলেন। তবে ঘাসের কোর্টে তাঁর দাপট দেখে সকলেই চোখ কপালে তুলেছেন। সিসিপাসের বিরুদ্ধে চতুর্থ রাউন্ডে লড়াইটা মোটেও সহজ ছিল না ইউব্যাঙ্কসের। কিন্তু তিনি নিজের সেরাটা দিয়ে লড়ে গেলেন। সেই সঙ্গে উইম্বলডনে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে উঠলেন ইউব্যাঙ্কস। তৃতীয় বাছাই ডানিল মেদভেদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।