বাংলা নিউজ > ময়দান > ENG vs NZ: নটিংহ্যাম টেস্টে মুরলিধরনের অনন্য রেকর্ডে থাবা বসালেন ট্রেন্ট বোল্ট

ENG vs NZ: নটিংহ্যাম টেস্টে মুরলিধরনের অনন্য রেকর্ডে থাবা বসালেন ট্রেন্ট বোল্ট

দ্বিতীয় টেস্টে ব্যাটিংরত ট্রেন্ট বোল্ট। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই মুরলিধরনের সর্বকালীন রেকর্ডে ভাগ বসান বোল্ট।

নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে চেপে ম্যাচে সুবিধাজনক জায়গায় রয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচেই টেস্টে মুরলিধরনের এক সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট।

লাল বলের ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুরলিধরন। বল হাতে ট্রেন্ট বোল্টেরও সুখ্যাতি কম নয়। তবে শনিবার (১১ জুন) বল নয়, বরং ব্যাট হাতে মুরলিধরনের এক সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন বোল্ট। কিউয়ি তারকা মুরলিধরনের মতোই এক অদ্ভুত ব্যাটিং টেকনিকের জন্য বেশ খ্যাত। দুইজনেই ১১ নম্বরে দলের হয়ে ব্যাটে খেলেছেন সিংহভাগ সময়। টেস্টে ১১ নম্বর ব্যাটার হিসাবে এতদিন মুরলির ৬২৩ রান ছিল সর্বাধিক। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সেই রেকর্ডেই ভাগ বসালেন বোল্ট।

আরও পড়ুন:- মিচেল-ব্লান্ডেলের জোড়া শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউয়িরা

টেস্টে ১১ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রানসংগ্রাহকরা:-

ট্রেন্ট বোল্ট- ৬২৩

মুথাইয়া মুরলিধরন- ৬২৩

জেমস অ্যান্ডারসন- ৬০৯

গ্লেন ম্যাকগ্রা- ৬০৩

কর্টনি ওয়ালশ- ৫৫৩

আরও পড়ুন:- কিছু না ধরেই ক্রিজে সোজা করে রাখা ব্যাট! রুটের 'ভাইরাল ভিডিয়োয়' হতবাক নেটিজেনরা

এদিন ১৮ বলে চারটি চারের সহায়তায় ১৬ রান করেন বোল্ট। আর এক রান করলেই তিনি টপকে যেতেন মুরলিকে। তবে ডারিল মিচেল ১৯০ রানে আউট হয়ে যাওয়ায় রেকর্ড গড়া হল না। অপরাজিতই থেকে গেলেন বোল্ট। তবে এই সিরিজেই মুরলিকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাঁর সামনে। ব্যাট হাতে ১৬ রানের পর বল হাতেও ইংল্যান্ডের একমাত্র উইকেটটি নেন বোল্ট। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের ৫৫৩ রানের ৪৬৩ রান পিছিয়ে থাকা ইংল্যান্ডের স্কোর এক উইকেটের বিনিময়ে ৯০।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন