মইন আলির কাঁধে চেপে সমতায় ফিরল ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক ইয়ন মর্গ্যানের চোট, সেই কারণে ইংল্যান্ডের দায়িত্ব সামলাচ্ছেন মইন আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পিছিয়ে যাওয়া সিরিজে সমতায় ফিরল মইন আলির নেতৃত্বাধীন ইংল্যান্ড। এদিন দায়িত্ব নিয়ে ম্যাচসেরা ইংনিস খেললেন তিনি। ওয়েস্ট ইন্ডিজেকে ৩৪ রানে হারিয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জেতার পাশাপাশি সিরিজে সমতায় ফিরল ব্রিটিশরা।
ব্রিজটাউনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় পোলার্ডের দল। ব্যাটিংয়ের শুরুতেই ইংলিশ ওপেনার টম বানটন ফিরলেও চাপ বাড়তে দেননি আরেক ওপেনার জেসন রয়। ৪২ বলে ৫২ রান করে রয় সাজঘরে ফিরলেও ব্যাটিংয়ে ঝড় তোলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মইন আলি। ২৮ বলে ৭ ছক্কায় বিনিময়ে মইন করেন ৬৩ রান। মইন সাজঘরে ফেরার পরে বড় স্কোর তৈরি করে ব্রিটিশরা। শেষ পর্যন্ত ইংল্যান্ড স্কোর বোর্ডে তোলে ৬ উইকেটে ১৯৩ রান। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেসন হোল্ডার।
ইংল্যান্ডের ১৯৩ রানের জবাব দিতে নেমে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন কাইল মায়ার্স। তিনি বাদে দলের বাকি ব্যাটারা এলেন আর গেলেন। ছোট ছোট ব্যক্তিগত ইংনিস হলেও লক্ষ্য বড় হওয়ায় তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩৪ রান হারতে হয় তাদের। ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে ফিরিয়েছেন ইংলিশ অধিনায়ক। সেই সাথে অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলে নেন মইন আলি। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখনও পর্যন্ত ২-২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।