বাংলা নিউজ > ময়দান > ম্যাচ জেতার পরও রোলাঁ গারো থেকে এ বার সরে দাঁড়াতে পারেন ফেডেক্স

ম্যাচ জেতার পরও রোলাঁ গারো থেকে এ বার সরে দাঁড়াতে পারেন ফেডেক্স

রজার ফেজেরার।

২০টি গ্র্যান্ডস্লামের মালিকের ২০২০ সালে দু'বারে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। গত বারের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই নিয়ে মাত্র তিনটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি।

রোলাঁ গারো যেন এ বার অঘটনের টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে। একের পর এক প্রতিযোগী নানা কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। এ বার রজার ফেডেরারও সরে দাঁড়াতে পারেন বলে, নিজেই জানিয়েছেন। তাঁর সরে দাঁড়ানোর কারণ অবশ্য হাঁটুর চোট।

শনিবার রাতে জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন ফেডেরার। লড়াই চলেছিল ৩ ঘন্টা ৩৬ মিনিট ধরে। এই প্রথম ফেডেরারের কোনও ম্যাচে প্রথম তিনটি সেটই টাইব্রেকারে গেল। আসলে পুরো ম্যাচের সব সেটেরই ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। দীর্ঘ লড়াইয়ের পর ফেডেরার জিতলেন ঠিকই, তবে নিজের ফর্ম নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে চোটের সমস্যাও যে তাঁকে ভোগাচ্ছে, সেটাও পরিষ্কার করে জানিয়েছেন ফেডেক্স। সে কারণেই সম্ভবত জেতার পরও নাম তুলে নিতে চাইছেন ফেডেরার।

ম্যাচের পর তিনি বলেন, ‘জানি না আমি পরবর্তী ম্যাচ খেলতে পারব কিনা। এই নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হাঁটুর উপর বাড়তি চাপ দেওয়াটা কি খুবই ঝুঁকিপূর্ণ হবে? এখন কি বিশ্রাম নেওয়াই উচিত?’

২০টি গ্র্যান্ডস্লামের মালিকের ২০২০ সালে দু'বারে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। গত বারের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই নিয়ে মাত্র তিনটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। তবে তাঁর এই বছর প্রধান লক্ষ্যই ছিল, উইম্বলডনে অংশ নেওয়া। আর তার জন্যই সম্ভবত ফ্রেঞ্চ ওপেনে খেলে হাঁটুতে বাড়তি চাপ দেবেন কিনা, সেটা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন। খেলতে গিয়ে যদি চোট বাড়ে, সে ক্ষেত্রে হয়তো উইম্বলডনে তিনি অংশ নিতে পারবেন না।  আর এই বছর কোনও ভাবেই উইম্বলডন হাতছাড়া করতে চাইছেন না ফেডেরার। সে কারণেই সম্ভবত মাঝ পথেই রোলাঁ গারোকে বিদায় জানাতে পারেন ফেডেক্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.