আগামী মার্চ পর্যন্ত কি মাঠের বাইরে থাকছেন আনোয়ার আলি? দিনকয়েক ধরে সেই বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতেই মাঠে নামবেন ভারতের তারকা ডিফেন্ডার। খেলবেন সুপার কাপেও। শুধু তাই নয়, সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাদের চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা নিয়েও স্বস্তির খবর মিলেছে গঙ্গাপারের ক্লাবের তাঁবু থেকে। আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে না খেললেও আগামী ২০ ডিসেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নিশ্চিতভাবে তাঁকে পাওয়া যাবে। আর থাপার হাতের চোটও সেরে গিয়েছে। বুধবার একেবারে পুরোদমে তাঁকে অনুশীলনে নামতে দেখা গিয়েছে। দেখে মনে হয়নি যে কোনওরকম অস্বস্তিতে আছেন। শুধুমাত্র ডানহাতের কনুইয়ের কাছে হালকা এক স্ট্র্যাপ দেখা গিয়েছে। তবে সেইসবের মধ্যে জনি কাউকো এবং আশিক কুরিয়ানকে চলতি মরশুমে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
আনোয়ারের চোট নিয়ে আপডেট
গত ২৪ অক্টোবর এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পান আনোয়ার। তারপর থেকে আর সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে মোহনবাগান ডিফেন্সে একাধিক ফাঁকফোকর ধরা পড়েছে। এএফসি কাপে ওড়িশা এফসির কাছে পাঁচ গোল হজম করেছে। সেই পরিস্থিতিতে আনোয়ার কবে ফের মাঠে নামবেন, তা তুমুল জল্পনা তৈরি হয়েছিল। আনোয়ারের প্রত্যাবর্তনের আশায় হাপিত্যেশ করে বসে আছেন মোহনবাগান সর্মথকরা।
তারইমধ্যে একটি মহলের দাবি করা হতে থাকে যে আনোয়ার নাকি মার্চের আগে মাঠেই ফিরতে পারবেন না। যদিও সেটা নেহাতই যে ভিত্তিহীন খবর ছিল, তা বুধবার ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র কাছে স্পষ্ট করে দিয়েছেন মোহনবাগানের এক কর্তা। ওই কর্তা জানিয়েছেন যে আনোয়ার সুস্থ হয়ে উঠেছেন। চলতি মাস থেকেই পুরোদমে রিহ্যাব শুরু করবেন। তারপর জানুয়ারি থেকে মাঠে ফিরবেন। সেক্ষেত্রে সুপার কাপ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হতে পারে আনোয়ারের। যা শুরু হচ্ছে নয়া বছরের ৯ জানুয়ারি থেকে। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
মোহনবাগানের ওই কর্তা আরও জানিয়েছেন যে আনোয়ার এখনই মাঠে নেমে পড়তে চাইছেন। সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন। কিন্তু দলের মেডিক্যাল বোর্ডের সদস্যরা কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন। তাই আনোয়ারকে আরও কিছুটা সময় দেওয়া হবে। একেবারে ফিট হয়ে গেলে তবেই জানুয়ারিতে তাঁকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন মোহনবাগানের ওই কর্তা, যাতে পুরোদমে খেলতে পারেন ভারতের তারকা ডিফেন্ডার।
তারইমধ্যে চোট কাটিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। যিনি প্রায় মাসখানেক মাঠের বাইরে ছিলেন। বুধবার তিনি বলেন, ‘আমার ১৫ বছরের ফুটবল কেরিয়ারে কখনও এরকম চোট পাইনি। ফলে এই বিষয়টা আমার কাছে একেবারে নতুন ছিল। নতুন করে চোট সারানোর উপায় শিখতে হচ্ছিল।’ সেই পর্ব কাটিয়ে তিনি যে মাঠে নামতে মরিয়া, তা জানিয়েছেন মোহনবাগানের তারকা ফুটবলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।