ATK Mohun Bagan vs Hyderabad FC Highlights: আবার জয়ের সরণিতে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে দিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। তবে লেগে থাকল বিতর্কের আঁচ। ম্যাচের একেবারে শেষ লগ্নে নিশ্চিত পেনাল্টি পেল না হায়দরাবাদ। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে ম্যাচে যা সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান, সেটার অর্ধেক কাজ লাগাতে পারলেও কমপক্ষে ৩-৪ গোলে জিততেন হুগো বৌমাসরা। সেই এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
আর্জেন্তিনারও ফ্যান আপনি? নজর থাকুন হিন্দুস্তান টাইমস বাংলায়
এটিকে মোহনবাগান এবং আর্জেন্তিনাকে সমর্থন করেন, এমন কোনও সমর্থক আছেন? তাহলে নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। রাত ১২ টা ৩০ মিনিট থেকে আর্জেন্তিনা বনাম মেক্সিকোর খেলা আছে -- সেই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন এখানে
আপাতত আইএসএলের লিগ তালিকার কী অবস্থা?
আপাতত আইএসএলের লিগ তালিকার শীর্ষে আছে মুম্বই সিটি এফসি। আট ম্যাচে ১৮ পয়েন্ট আছে। হায়দরাবাদের পয়েন্ট আট ম্যাচে ১৬। চার নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। সাত ম্যাচে পয়েন্ট ১৩। সাত ম্যাচে ছয় পয়েন্ট নয় নম্বরে আছে ইস্টনেঙ্গল।
ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
যাই হোক, বিতর্কের মধ্যে দিয়ে আইএসএলের এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ শেষ হল। তবে ফুটবল শেষ হল না। আপাতত ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) ফ্রান্স বনাম ডেনমার্ক চলছে। সেই ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে – ক্লিক করুন
গোয়ার ধাক্কা সামলে হায়দরাবাদকে হারাল মোহনবাগান, উঠল ৪ নম্বরে
বাজল শেষ বাঁশি। হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। গোল করেন হুগো বৌমাস।
শেষ মুহূর্তে পেনাল্টি পেল না হায়দরাবাদ! ১ গোলে জিতল মোহনবাগান, উঠল ৪ নম্বরে
৯০+৮ মিনিট: পেনাল্টির জোরালো আবেদন হায়দরাবাদের। দিলেন না রেফারি। সম্ভবত পেনাল্টি ছিল। এক চোখে দেখে মনে হচ্ছে যে বক্সের মধ্যে আশিস রাইয়ের হাতে বল লেগেছিল। ঠিক, রিপ্লে'তে সেটাই দেখা গেল। নিশ্চিত পেনাল্টি পেল না হায়দরাবাদ। বিতর্কিত শেষ।
কর্নার মোহনবাগানের
৯০+৪ মিনিট: কর্নার এটিকে মোহনবাগানের। বাঁ-প্রান্ত থেকে আশিক বল নিয়ে উঠলেন। তবে তিনি বক্সের ভিতর ঢুকলেন না। বরং কর্নারের ফ্ল্যাগের দিকে চলে গেলেন। কিছুক্ষণ রেখে কর্নার আদায় করলেন। সময় কাটানোর ক্ষেত্রে সফল।
পরিবর্তন মোহনবাগানের
৯০+১ মিনিট: পরিবর্তন এটিকে মোহনবাগানের। সময় কিছুটা নষ্টের জন্য। হুগোকে তুললেন ফেরান্দো। নামলেন মহম্মদ ফারদিন আলি।
৭ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিট: সাত মিনিটের অতিরিক্ত সময়। লিড ধরে রাখতে পারবে মোহনবাগান নাকি হায়দরাবাদ কোনও ম্যাজিক দেখাতে পারবে?
চাপ বাড়াচ্ছে হায়দরাবাদ
৯০ মিনিট: মোহনবাগান বক্সে পায়ের জঙ্গল। শেষপর্যন্ত মোহনবাগানের জন্য কোনও বিপদ হয়নি। ডিফেন্স ক্লিয়ার করে দিল। তবে নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে হায়দরাবাদ। বিপজ্জনক ফুটবল খেলছে মোহনবাগান।
হায়দরাবাদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার সুযোগ হাতছাড়া
৮৯ মিনিট: হায়দরাবাদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার সুযোগ ছিল এটিকে মোহনবাগানেপ সামনে। কিন্তু হল না।
উঠে দাঁড়ালেন শুভাশিস বোস
উঠে দাঁড়ালেন শুভাশিস বোস। ফের শুরু খেলা। শেষ কয়েক মিনিট লিড ধরে রাখতে পারবে মোহনবাগান?
মাটিতে পড়ে শুভাশিস
৮৫ মিনিট: ফ্রি-কিক হায়দরাবাদের। বক্সের মধ্যে বল। ক্লিয়ার করল মোহনবাগান। তবে বল ক্লিয়ার করতে গিয়ে কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে শুভাশিস বোসের ধাক্কা। মাথায় লেগে পড়ে গেলেন শুভাশিস। প্রাথমিকভাবে হায়দরাবাদে অ্যাডভ্যান্টেজ খেলান রেফারি। তবে শেষপর্যন্ত বাঁশি বাজালেন। মাথার চোট।
ঝামলা মোহনবাগান-হায়দরাবাদের খেলোয়াড়দের
৮৩ মিনিট: মাঝমাঠের কাছে ফাউল ম্যাকইউয়ের। হলুদ কার্ড রেফারির। রেফারি হলুদ কার্ড দেখানোর আগেই ম্যাকহিউকে ধাক্কা হায়দরাবাদের খেলোয়াড়ের। উত্তেজনা তৈরি মাঠে। সবাই ছুটে এলেন। ধাক্কাধাক্কি।
হায়দরাবাদের কর্নার বাঁচালেন বিশাল
৮০ মিনিট: কর্নার হায়দরাবাদের। ক্লিয়ার করলেন বিশাল কেইথ। তারপর বক্সের মাথায় ফাউল।
সুযোগ নষ্ট শুভাশিসের
৭৯ মিনিট: এত সুযোগ ফস্কানোর খেসারত দিতে হবে না তো মোহনবাগানকে? ডানপ্রান্ত থেকে ক্রস কিয়ানের। শুভাশিস বোসের হেডার। তবে মিসটাইম করলেন। বল মাটিতে পড়ে ক্রসবারের উপর দিয়ে উড়ে গেল। ফ্রি হেডার ছিল। নিদেনপক্ষে গোলে রাখা উচিত ছিল।
পরিবর্তন হায়দরাবাদের
৭৬ মিনিট: পরিবর্তন হায়দরাবাদের। জোয়াও ভিক্টর উঠে গেলেন। মাঠে জেভিয়ার সিভেরিও।
লিস্টনকে তুললেন ফেরান্দো
৭৫ মিনিট: পরিবর্তন এটিকে মোহনবাগানের। লিস্টন কোলাসোকে তুলে নিলেন জুয়ান ফেরান্দো। নামালেন নামতেকে।
চাপ কাটল মোহনবাগানের
৭৪ মিনিট: পুরো বিপদ কাটেনি। এটিকে মোহনবাগানের ক্লিয়ার করা বল থেকে ফের উঠে এল হায়দরাবাদ। ডানপ্রাপ্ত থেকে ক্রস। ঝাঁপিয়ে পড়ে বল বের করে দিলেন বাগান গোলকিপার বিশাল কেইথ।
প্রথমবার তেকাঠিতে বল রাখল হায়দরাবাদ
৭৩ মিনিট: আর একটু হলেই গোল হজম করত মোহনবাগান। সরাসরি ফ্রি-কিক নয়। ওগেবেচেকে পাস। জোরালো বাঁক খাওয়া শট নিলেন হায়দরাবাদের গোলকিপার। ভালো সেভ বিশাল কেইথের। ম্যাচে প্রথমবার তেকাঠিতে বল রাখল হায়দরাবাদ।
বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক হায়দরাবাদের
৭২ মিনিট: হ্যান্ডবল বৌমাসের। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক হায়দরাবাদের।
স্টাইলিশ খেলার চেষ্টা কিয়ানের, ফের সুযোগ হাতছাড়া
৭০ মিনিট: সেই ফাইনাল থার্ডে ঝুলে গেল মোহনবাগান। মাঝমাঠ থেকে উঠে এল মোহনবাগান। বক্সের ঠিক বাইরে থেকে বৌমাস ডানদিকে বল বাড়ান। স্টাইলিশ খেলার চেষ্টা কিয়ানের। কিন্তু কোনও লাভ হল না। পিছন থেকে
গতিতে ছারখার হচ্ছে হায়দরাবাদ! কিন্তু গোলের সামনে ফেল লিস্টন
৬৩ মিনিট: ও লিস্টন!!!! কী করছন!!! ফাইনাল থার্ডে একেবারে খেই হারাচ্ছেন। গতিতে বাকিদের ছিটকে এসে ফিনিশ করতে পারছেন না। এবার ডানদিক থেকে ঢুকে আসেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে গেলেও দুরূহ কোণে চলে যান। পাস দেওয়ার চেষ্টা করেন। তবে মোহনবাগান খেলোয়াড় বল নেওয়ার সময় ফাউল।
আর্জেন্তিনার কী অবস্থা?
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২; আপাতত গ্রুপ সি'র শীর্ষস্থানে আছে পোল্যান্ড। দুই ম্যাচে পয়েন্ট চার। দ্বিতীয় স্থানে আছে সৌদি। পয়েন্ট তিন। এক ম্যাচে পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মেক্সিকো। চার নম্বরে আছে আর্জেন্তিনা। এখনও কোনও পয়েন্ট পায়নি।
দুর্দান্ত পাস আশিকের, তবে হল না গোল
৫৮ মিনিট: মাঝমাঠ থেকে বাঁ-প্রান্তের দিকে দারুণ ক্রস। বাঁ-প্রান্ত থেকে হেডে বল নামিয়ে ভিতর দিকে ঢুকে এলেন আশিক। দুর্দান্ত পাস। কিন্তু কিয়ান পৌঁছাতে পারলেন না সময়মতো। বলটা এমন জায়গায় ছিল যে পা ঠেকালেই গোল কার্যত নিশ্চিত ছিল। তবে সেটা হল না। কিয়ান গোলকিপারকে সোজা ধাক্কা মারলেন। ফাউল।
আবারও সুবর্ণ সুযোগ মিস লিস্টনের
৫১ মিনিট: এটা কী মিস করলেন লিস্টন!!!! একা গোলকিপারকে পেয়েও তাঁর গায়ে মারলেন। তবে দুর্দান্ত গোলকিপিং। আজ কমপক্ষে দুটি নিশ্চিত গোল বাঁচালেন। গোল করা উচিত ছিল লিস্টনের। তিনিই যে গোলগুলি মিস করেছেন, সেগুলি জালে ঢুকলে নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন এটিকে মোহনবাগান কোচ।
দ্বিতীয় কর্নার বাগানের
দ্বিতীয় কর্নার বাগানের। কিন্তু দ্বিতীয় কর্নার থেকে
দারুণ বল ম্যাকিউয়ের, কর্নার বাগানের
৪৮ মিনিট: হায়দরাবাদের ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে দুর্দান্ত বল ম্যাকহিউয়ের। কিন্তু কিয়ান বল ধরতে পারবেন না। আদায় করে নিলেন কর্নার।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
ATK Mohun Bagan vs Hyderabad FC Live Score: শুরু দ্বিতীয়ার্ধের খেলা। একটি পরিবর্তন করল হায়দরাবাদ। হোলিচরণ নামলেন। রিগান সিংকে তুলে নেওয়া হল।
সৌদিকে হারাল পোল্যান্ড! বার্সার তারকা চাপ বাড়ালেন মেসির আর্জেন্তিনার
সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দিল পোল্যান্ড। গোল করলেন জিয়েলিনস্কি (৩৯ মিনিট) এবং রবার্ট লেওয়ানডস্কি (৮২ মিনিট)। লেওয়ানডস্কি প্রথমবার বিশ্বকাপে গোল করলেন। সেই জয়ের ফলে চাপ বাড়ল লিওনেল মেসির আর্জেন্তিনার। আজ রাতে মেক্সিকোর বিরুদ্ধে হেরে গেলেই আর্জেন্তিনার ছুটি হয়ে যাবে। তবে হতাশ হবে সৌদি। ভালো খেলেও হারতে হল। প্রথমার্ধে একটি মাত্র গোলে শট মারে পোল্যান্ড। সেটা থেকেই গোল হয়। লেওয়ানডস্কির গোল সৌদির ভুলের জন্য।
বিরতিতে ১-০ গোলে এগিয়ে মোহনবাগান, হতে পারত আরও গোল
শেষ প্রথমার্ধের খেলা। ১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। তবে ফাইনাল-থার্ডে ব্যর্থতায় আরও গোল হল না এটিকে মোহনবাগানের।
গোওওওওওল লেওয়ানডস্কির, ২ গোলে এগিয়ে পোল্যান্ড
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২: গোওওওওওল রবার্ট লেওয়ানডস্কির। ৮২ মিনিটে গোল করলেন বার্সেলোনার মহাতারকা। খেলার ফল: পোল্যান্ড ২-০ সৌদি আরব।
পাঁচ মিনিটের অতিরিক্ত
৪৫ মিনিট: পাঁচ মিনিটের অতিরিক্ত সময়। ৫৩ শতাংশ পজেশন মোহনবাগানের। ৪৭ শতাংশ পজেশন হায়দরাবাদের।
তুলে নিতে হল মনবীরকে
৪৪ মিনিট: তুলে নিতে হল মনবীর সিংকে। নামলেন কিয়ান নাসিরি। কিছুটা ধাক্কা খাবে মোহনবাগান।
বাজে ফাউল মনবীরকে
৪১ মিনিট: বাজে ফাউল হিতেশ শর্মার। হায়দরাবাদের কর্নার থেকে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা মনবীর সিংয়ের। বাজে ফাউল হিতেশের। হলুদ কার্ড। মাঠে পড়ে আছেন মনবীর। দুই দলের কোচের সঙ্গে কথা রেফারির। তাহলে কি মনবীরকে তুলে নিতে হবে?
কী অবস্থা খেলার?
৪০ মিনিট: মুহূর্মুহূ আক্রমণ করছে এটিকে মোহনবাগান। দারুণ গতিতে আক্রমণ তুলছে। কিন্তু ফাইনাল-থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছে। ফলে ফিনিশিং হচ্ছে না। তবে কৃতিত্ব প্রাপ্য হায়দরাবাদ ডিফেন্ডারদেরও। বক্সের মধ্যে লোক বাড়িয়ে মোহনবাগানকে রুখে দিচ্ছে।
কর্নার হায়দরাবাদের
৩৪ মিনিট: কর্নার হায়দরাবাদের। বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ-পায়ে শট। এটিকে মোহনবাগানের গায়ে লেগে জালের উপর পড়ল। কর্নার থেকে কোনও লাভ হল না। কর্নারে বক্সের বাইরে থেকে বোরহার শট। কেউ ধরতে পারলেন না। গোল-কিক।
দ্বিতীয় কর্নারে কোনও লাভ হল না এটিকে মোহনবাগানের
৩৩ মিনিট: দ্বিতীয় কর্নারে কোনও লাভ হল না এটিকে মোহনবাগানের। বল ক্লিয়ার হায়দরাবাদের। মাঝমাঠে থেকে বাঁ-প্রান্তে পাস দেওয়ার চেষ্টা। তবে বিশাল দূর। গোলকিক হায়দরাবাদের।
ফের কর্নার মোহনবাগানের
দ্বিতীয় কর্নার এটিকে মোহনবাগানের। কর্নার ভালো ছিল। হেড মোহনবাগান খেলোয়াড়ের। কিন্তু সম্ভবত হামিলের গায়ে লেগে গোলমুখী হেড বেরিয়ে গেল। ও না! কর্নার দিলেন রেফারি।
দুর্দান্ত সুযোগ পেল মোহনবাগান
৩১ মিনিট: দুর্দান্ত কাউন্টার মোহনবাগানের। এবার ডানপ্রাপ্ত দিয়ে উঠলেন লিস্টন। লিস্টনের শট হায়দরাবাদ খেলোয়াড়ের গায়ে লেগে বেরিয়ে গেল। কর্নার।
আবার ভুল লিস্টনের
২৮ মিনিট: বৌমাসকে সেই দুর্দান্ত পাসের পর যেন হারিয়ে গেলেন লিস্টন। বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসল মোহনবাগান। চাপ বাড়াচ্ছিল। কিন্তু লিস্টনের পাস ঠিক হল না। বল বের করে দিল হায়দরাবাদ।
হাফ-চান্স হায়দরাবাদের
২৪ মিনিট: হাফ-চান্স হায়দরাবাদের। অবশেষে বাগানের বক্সে কিছুটা ইতিবাচকভাবে পা রাখল হায়দরাবাদ। ওগবেচে ক্রস তোলেন। নিখিল পূজারির বাডে হেডার। কোনও লাভ হল না।
বাজে ফুটবল লিস্টনের, দুর্দান্ত সুযোগ নষ্ট বাগানের
১৯ মিনিট: দুর্দান্ত সুযোগ নষ্ট এটিকে মোহনবাগানের। বাজে ফুটবল লিস্টন কোলাসোর। মাঝমাঠ দিয়ে দুর্দান্তভাবে উঠে আসেন বৌমাসকে। বাঁ-প্রান্তে লিস্টনকে বল বাড়ান। কিন্তু অফসাইড!!! লিস্টন ক্ষুব্ধ হলেও সঠিক সিদ্ধান্ত। বাজে ফুটবল লিস্টনের। এটা যেন উপহার দিলেন।
জঘন্য ট্যাকল প্রীতমের, হলুদ কার্ড
১৭ মিনিট: জঘন্য ট্যাকল। একেবারে জঘন্য। নিখিল পূজারিকে ট্যাকল করলেন প্রীতম কোটাল। হলুদ কার্ড। বেশি কিছু বললেন না এটিকে মোহনবাগানের অধিনায়ক। বলার কোনও জায়গাও ছিল না।
ম্যাচের প্রথম হলুদ কার্ড
১৬ মিনিট: ম্যাচের প্রথম হলুদ কার্ড। হায়দরাবাদের সানা সিংকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
ও লিস্টন! একটুর জন্য দ্বিতীয় গোল হল না বাগানের
১৪ মিনিট: গোল করে আরও মনোবল বেড়ে গিয়েছে বাগানের। বাঁ-প্রান্ত থেকে আশিক উঠে এলেন। সেখান থেকে লিস্টন বক্সে ঢুকে আসেন। তাঁর শট রুখে দিলেন হায়দরাবাদের গোলকিপার। ও হো!! কী করলেন লিস্টন! বল চিপ করলেই গোল হত। কিন্তু সোজা মারার সিদ্ধান্ত নেন লিস্টন। সোজা গোলকিপারের গায়ে লাগে।
গতিতে পরাস্ত হায়দরাবাদ, বৌমাসের হাত ধরে গোল মোহনবাগানের!
১১ মিনিট: দুর্দান্ত শুরু এটিকে মোহনবাগানের! গোওওওল। গোল করলেন হুগো বৌমাস। এটিকে মোহনবাগান ১-০ হায়দরাবাদ এফসি। মাঝমাঠের নীচ থেকে লিস্টনের দুর্দান্ত থ্রু বৌমাসকে। বাঁ-দিক দিয়ে উঠে আসেন বৌমাস। তিন ডিফেন্ডারের মধ্যে একা পড়ে যান। বল নিয়ে ভিতর দিকে ঢুকে আসেন। তারপর আশিককে পাস করেন। আশিকের পাস থেকে গোল বৌমাসের।
দারুণ আক্রমণ মোহনবাগানের
৮ মিনিট: দারুণ ইতিবাচক খেলা মোহনবাগানের। বিশাল কাইথের উপর চাপ বাড়ানোর চেষ্টা হায়দরাবাদের। তাঁর লম্বা পাসে দারুণ আক্রমণে উঠে এল বাগান। ক্রসের ঠিক আগে ভালো ভালো হেড হায়দরাবাদ ডিফেন্ডারের।
কর্নার হায়দরাবাদের
৭ মিনিট: অপরপ্রান্তে আক্রমণে হায়দরাবাদের। ডানপ্রাপ্ত থেকে ক্রস উড়ে গেল। বিপজ্জনক বল। বল ক্লিয়ার করল মোহনবাগান। কর্নার হায়দরাবাদের।
কর্নারে কোনও লাভ হল না বাগানের
৬ মিনিট: কর্নারে কোনও লাভ হল না মোহনবাগানের। বক্সের বহু বাইরে থেকে শট লিস্টনের। একেবারে দুর্বল শট। হাসতে-হাসতে বল ধরলেন গুরমিত সিং।
কর্নার এটিকে মোহনবাগানের
৬ মিনিট: ম্যাচের প্রথম কর্নার পেল এটিকে মোহনবাগান। বাঁ-প্রান্ত দিয়ে উঠে এসে ক্রস দেওয়ার চেষ্টা লিস্টন কোলাসোর। কর্নার।
প্রথম ফাউল ম্যাচের
৩ মিনিট: প্রথম ফাউল ম্যাচের। এটিকে মোহনবাগানের আশিক ফাউল করলেন। ফ্রি-কিক হায়দরাবাদের।
মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বেশ দুর্বল আজ
আজ এটিকে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বেশ দুর্বল। যেখানে হায়দরাবাদের হাতে প্রচুর সুযোগ আছে।
যুবভারতীতে কিক-অফ
যুবভারতীতে কিক-অফ। জিততে পারবে এটিকে মোহনবাগান? আজ জিতলেই চারে উঠবে।
কোন ফর্মেশনে খেলছে কোন দল?
আজ ৪-৩-৩ ফর্মেশনে খেলছে এটিকে মোহনবাগান। ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে হায়দারাবাদ এফসি।
সুবিধা করল বেঙ্গালুরু! কাজে লাগাতে পারবে মোহনবাগান?
হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই এটিকে মোহনবাগানের সুবিধা করে দিল বেঙ্গালুরু এফসি। জেভিয়ার হার্নান্দেজের জোড়া গোলে হারাল এফসি গোয়াকে। তার ফলে হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেই লিগ তালিকায় চার নম্বরে উঠে আসবে মোহনবাগান।
পেনাল্টি বাঁচালেন সেজনিক, বিরতিতে ১-০ গোলে এগিয়ে পোল্যান্ড
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২: বিরতিতে ১-০ গোলে এগিয়ে পোল্যান্ড। ৩৯ মিনিটে গোল করেন জিয়েলিনস্কি। সৌদি আরবও ভালো সুযোগ পেয়েছিল। তবে পোল্যান্ডের গোলকিপার সেজনিক দুর্ভেদ্য হয়ে দাঁড়ান। সৌদির পেনাল্টি রুখে দেন।
দ্বৈরথে এগিয়ে এটিকে মোহনবাগান, তবে আসল কাজ করেছিল হায়দরাবাদ
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি'র মুখোমুখি রেকর্ড: আইএসএসে মোট ছ'বার মুখোমুখি হয়েছে দুটি দল। দুটি ম্যাচে জিতেছে মোহনবাগান। একটি ম্যাচে জিতেছে হায়দরাবাদ। তবে ওই একটা জয়ই মোহনবাগানকে আইএসএল থেকে ছিটকে দিয়েছিল। গতবার সেমিফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল নিজামের শহর। দ্বিতীয় লেগে মোহনবাগান জিতলেও ছিটকে গিয়েছিল।
হায়দরাবাদ এফসির প্রথম একাদশ
হায়দরাবাদ এফসির প্রথম একাদশ: গুরমিত সিং (গোলকিপার), রেগান সিং, চিঙ্গলেনসানা সিং, ওডেই ওনাইন্ডিয়া, নিখিল পূজারি, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর (অধিনায়ক), মহম্মদ ইয়াসির, হিতেশ শর্মা, বোরহা হেরেরা এবং বার্থেলোমিউ ওগবেচে।
মোহনবাগানের হাতে বড় সুযোগ দিচ্ছে বেঙ্গালুরু
আপাতত আইএসএলের এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ চলছে। ৭৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে বেঙ্গালুরু। ২৭ মিনিট এবং ৫৭ মিনিটে গোল করেছেন জেভিয়ার হার্নান্দেজ। গোয়া হারলে এটিকে মোহনবাগানের সুবিধা। তাহলে চারে উঠে যেতে পারবে বাগান (আজ যদি জেতে)।
ফুটবল বিশ্বকাপের দিকে নজর আছে তো?
আজ ফুটবল বিশ্বকাপে চারটি ম্যাচে আছে। দিনের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া (গ্রুপ ডি)। আপাতত পোল্যান্ড বনাম সৌদি আরবের ম্যাচ চলছে (গ্রুপ সি)। ৩০ মিনিট পর্যন্ত খেলার ফল ০-০। রাত ৯ টা ৩০ মিনিট থেকে ফ্রান্স এবং ডেনমার্কের খেলা আছে (গ্রুপ ডি)। রাত ১২ টা ৩০ মিনিট থেকে আর্জেন্তিনা বনাম মেক্সিকো ম্যাচ আছে। — সব ম্যাচের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। – ক্লিক করুন এখানে
লিগ তালিকায় কত নম্বরে আছে মোহনবাগান এবং হায়দরাবাদ?
আপাতত (এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে পর্যন্ত) লিগ তালিকায় ছয় নম্বরে আছে এটিকে মোহনবাগান। ছয় ম্যাচে তিনটি জয়, একটি ড্র এবং দুটি হারের ফলে পয়েন্ট ১০। হায়দরাবাদ এফসি আছে দুই নম্বরে। সাত ম্যাচে পয়েন্ট ১৬। আজ জিতলে মুম্বই সিটিকে ছাপিয়ে এক নম্বরে উঠে যাবে। আট ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৮।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ: আজ জোড়া পরিবর্তন করেছেন ফেরান্দো। জনি কাউকো এবং দিমিত্রিয়স নেই। কাউকো চোটের জন্য নেই। প্রথম একাদশে আছেন - বিশাল কাইথ, হামিল, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরিয়ান, প্রীতম কোটাল (অধিনায়ক), দীপক টাংরি এবং আশিস রাই।
আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান
ATK Mohun Bagan vs Hyderabad FC Live Score: আজ যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া জুয়ান ফেরান্দোর ছেলেরা। অন্যদিকে, হায়দরাবাদের সামনে আইএসএলের লিগ তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে।