EB vs KSC Highlights:খিদিরপুরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। বিষ্ণু এবং মহীতোষের হ্যাটট্রিকে ১০-১ ব্যবধানে জিতল লাল-হলুদ। গত ম্যাচের হারের ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারল বিনো জর্জের ছেলেরা।
EB vs KSC Highlights: খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সের লড়াই জমে উঠল
গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হারতে হয়েছে। খেলাব দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে লাল-হলুদ শিবির। খেতাবের দৌড়ে থাকতে হলে জিততে হত ইস্টবেঙ্গলকে। সেটাই করে দেখালেন তারা। বিপক্ষকে ১০ গোলের মালা পরালেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।এর আগে কলকাতা ফুটবল লিগে দুবার ইস্টবেঙ্গল ক্লাব ১০ গোল করেছিল।১০ জুন ১৯৪৩ - ইস্টবেঙ্গল ১০-০ ডালহৌসি২৮ জুন ১৯৪৯ - ইস্টবেঙ্গল ১০-০ ক্যালকাটা গ্যারিসনএছাড়াও ইস্টবেঙ্গল ১০ গোল দিয়েছিলো -২৩ সেপ্টেম্বর ১৯৪৫ (রোভার্সে) ইস্টবেঙ্গল ১১-০ বি বি এন্ড সি আই রেল২৬ ডিসেম্বর ১৯৭২ (ডুরান্ডে) ইস্টবেঙ্গল ১০-০ বি বি ষ্টারএকই ম্যাচে দুজনের হ্যাট্রিক ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ৩৪ বছর পর করলেন বিষ্ণু ও মহিতোষ। এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে করেছিলেন চিমা ও কুলজিৎ।
EB vs KSC Live: ফুট টাইম
খিদিরপুরের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের। ১০-১ ব্যবধানে জিতে খেলাবের কিছুটা সামনে এগিয়ে গেল বিনো জর্জের দল। গত ম্যাচে ব্যর্থতা কিছুটা হলেও গোল পার্থক্যে এগিয়ে গেল তারা।
EB vs KSC Live: ১ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৯০ মিনিট- রেগুলেশন টাইমের খেলা শেষ। ১ মিনিট ইনজুরি টাইম দেওয়া হল।
EB vs KSC Live: গোওওলললল…
৮০ মিনিট- ফের একটি গোল করলেন সুহের। ১০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
EB vs KSC Live: কিছুটা হলেও ডিফিন্সিভ খেলা শুরু ইস্টবেঙ্গলের
৭০ মিনিট- ৯-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ প্রায় জিতেই গিয়েছে বিনো জর্জের ছেলেরা। তাই কিছুটা ডিফেন্সিভ মেজাজে চলে গিয়েছে তারা।
EB vs KSC Live: গোলরক্ষক পরিবর্তন করেও কোনও লাভ হল না
৫৬ মিনিট- গোলরক্ষক পরিবর্তন করেও কোনও কাজের কাজ কিছু হল না। এবার গোল করলেন সুহের। আর তাতেই ৯ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এবারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।
EB vs KSC Live: ৮ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
৫৪ মিনিট- আট গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এবার গোল করলেন জেসিন টিকে। তবে গোল করতে সাহায্য করেন বিষ্ণু।
EB vs KSC Live: গোওওলললল…
৫১ মিনিট- ফের গোল করলেন বিষ্ণু। নিজের চারটি গোল করলেন তিনি। খিদিরপুরের ডিফেন্স কোথায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। গা-ছাড়া মনোভাব। সাত গোলে এগিয়ে গেল লাল-হলুদ।
EB vs KSC Live: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
৪৬ মিনিট-৬-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও গোলের সংখ্যা বাড়ে কিনা সেটাই দেখার। সেই সঙ্গে খিদিরপুর ব্যবধান কমাতে পারে কিনা সেই দিতে তাকিয়ে সমর্থকরা।
EB vs KSC Live: হ্যাটট্রিক মহিতোষের
৪৫+৩- ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করলেন মহিতোষ। প্রথামর্ধের শেষ ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
EB vs KSC Live: ফের গোওওওলললল মহিতোষের
৪৪ মিনিট- ফের গোল করে দলকে এগিয়ে দিলেন মহিতোষ। জোড়া গোল করলেন তিনি। প্রথমার্ধের আগেই ৫ গোলে এগিয়ে গেল তারা। ম্যাচের ফলাফল ৫-১। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
EB vs KSC Live: গোওওললল….
৪৩ মিনিট- গোলরক্ষকের ভুলে ব্যবধান কমাল খিদিরপুর। প্রদীপ পালের গোলে ম্যাচের ফলাফল ৪-১।
EB vs KSC Live: গোওওললললল…..
৩৮ মিনিট- মহিতোষের গোলে ব্যবধান বাড়াল ইস্টবেঙ্গল। ৪-০ গোলে এগিয়ে রয়েছে তারা। বেশ চাপে খিদিরপুর।
EB vs KSC Live: গোওওওলললল….
৩৬ মিনিট- বিষ্ণুর হ্যাটট্রিক। খিদিরপুরের দুর্বল ডিফেন্সকে কোনও রকম তোয়াক্কাই করলেন না। বলা ভালো দায়িত্ব নিয়ে দলকে ৩ গোলে এগিয়ে দিলেন তিনি।
EB vs KSC Live: ম্যাচে ফেরার চেষ্টার খিদিরপুর
৩০ মিনিট- তীর্থঙ্কর মাঠে নামতেই ম্যাচে ফেরার চেষ্টা খিদিরপুরের। বল দখলে কিছুটা হলেও নিজেদের অধিপত্য বাড়াল খিদিরপুর। তবে ২ গোলে পিছিয়ে থাকায় অনেকটাই চাপে তারা।
EB vs KSC Live: অল্পের জন্য গোল হাতছাড়া ইস্টবেঙ্গলের
২২ মিনিট- খিদিরপুরের ডিফেন্স যে কোনও কিছুই নেই, ফের একবার প্রমাণিত হল। গুইতে একটি দুর্দান্ত সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য দ্বিতীয় পোস্টের ধার ঘেসে বের হয়ে গেল।
EB vs KSC Live: চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
১৫ মিনিট- এখনও পর্যন্ত ১৫ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে গিয়েছে লাল হলুদ। স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে গিয়েছে খিদিরপুর। এই পরিস্থিতি থেকে ফিরে আসাটা বেশ কঠিন খিদিরপুরের কাছে।
EB vs KSC Live: গোওওলললল….
১০ মিনিট- ফের গোল করলেন বিষ্ণু। খিদিরপুরের ডিফেন্সের ভুলে গোল করে দলকে এগিয়ে দিলেন লাল-হলুদের এই ফুটবলার। জোড়া গোল করে এখন দলকে ভরসা দিচ্ছেন বিষ্ণু।
EB vs KSC Live: গোওওললললল……
৬ মিনিট- ফ্রি-কিক থেকে গোল বিষ্ণুর। আর তাতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই চাপে খিদিরপুর। যদিও খিদিরপুরের গোলরক্ষকের হাতে বল লাগে। কিন্তু তালু বন্দি করতে পারেননি তিনি।
EB vs KSC Live: শুরুতেই ফ্রি-কিক আদায় ইস্টবেঙ্গলের
৪ মিনিট- হলুদ কার্ড দেখলেন মুস্তাফা। আর তাতেই ফ্রি-কিক পেয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করতে পারে কিনা সেটাই দেখার।
EB vs KSC Live: ম্যাচ শুরু
অবশেষে বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করলেন রেফারি। শুরু থেকেই দাপিয়ে খেলার চেষ্টা লাল হলুদে। এই ম্যাচে কিছুটা হলেও ফর্মেশন বদলেছেন বিনো জর্জ।
EB vs KSC Live: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
কলকাতা লিগের সুপার সিক্সে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং খিদিরপুর। মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা।
EB vs KSC Live: খিদিরপুরের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
অমিত মান্ডি, আমোদ মাহাতো, অভিজিৎ সরকার, অভিক গুহ, সুমিত, এসকে আজহারউদ্দিন, চন্দন কুমার যাদব, শেখ মুস্তফা আলি, দেবাশিস প্রামাণিক, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ পাল।
EB vs KSC Live: ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আদিত্য পাত্র, এডউইন, অতুল উনিকৃষ্ণন, গুরসিমরৎ সিং গিল, তুহিন দাস, তন্ময় দাস, গুইতে, মুহম্মদ রোসাল, মহিতোশ রায়, জেসিন টিকে, বিষ্ণু পিভি।
EB vs KSC Live: আজ কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল?
কলকাতা লিগের খেতাব জিততে মরিয়া ইস্টবেঙ্গল। তাই খিদিরপুরের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবে বিনো জর্জের দল।
EB vs KSC Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
নমস্কার, হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল নামছে খিদিরপুরের বিরুদ্ধে। জিততে পারলেও খেতাবের অনেকটা কাছে পৌঁছে যাবে লাল-হলুদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।