মহমেডান স্পোর্টিং ক্লাবও কি তাহলে এবার আইএসএলে খেলবে। গত বছর থেকেই একাধিকবার এই কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটাই করে দেখাতে চলেছেন তিনি। দুবাইতে বসে মহমেডানের জন্য কার্যত ইনভেস্টরের ব্যবস্থা করেই দিলেন মুখ্যমন্ত্রী। দুবাইয়ের কর্পোরেট সংস্থা ‘লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল’ -এর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এই নিয়ে আলোচনা করার জন্য ক্লাবের পক্ষ থেকে ছিলেন মহমেডানের সচিব ইসতিয়াক আহমেদ।
সূত্রের খবর ‘লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল’ সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এনেকে বিষয়টিক চূড়ান্তও ধরে নিয়েছেন। এই বৈঠকে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বড় ধরনের অঘটন না ঘটলে লুলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে মহমেডান। এর আগে ISL খেলার জন্য ইস্টবেঙ্গলেরও ইনভেস্টরের ব্যবস্থা করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শ্রীসিমেন্ট ও পরে ইমামিকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মহমেডানের জন্যও ইনভেস্টর আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রথম বৈঠকেই ‘লুলু’ মহমেডানকে ইনভেস্ট করতে রাজি হয়ে গিয়েছে। চুক্তি হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘হ্যাঁ, মুখ্যমন্ত্রীই উদ্যোগ নিয়ে দুবাইয়ের লুলু গ্রুপের সঙ্গে কথা বলেন। এই সংস্থা মহমেডানের লগ্নিকারী হতে রাজি হয়েছে। খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে।’ এ বার নতুন লগ্নিকারীর আগমন যদি মহমেডানকেএ চনমনে করে তুলতে পারে, কলকাতা ফুটবলের পুরনো জৌলুস ফিরে আসতেই পারে।
এই বছর আইএসএল শুরু হয়ে গিয়েছে। তাই আগামী বছর আইএসএলে খেলতে দেখা যেতে পারে মহমেডানকে। সমর্থকদের দিক দিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গলের থেকেও এগিয়ে মহমেডান। গোটা বিশ্বে মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক ছড়িয়ে আছে। কাজেই আইএসএলে মহমেডান খেললে এফএসডিলের লাভ ছাড়া ক্ষতি যে হবে না সেটা বলাই যায়। এদিকে আইএসএল-এ যদি বাংলার তিনটে ক্লাব খেলার সুযোগ পায় তাহলে আবারও বাংলার ফুটবল এগিয়ে যাবে সেটাও পরিষ্কার। এখন দেখার ‘লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল’ কবে কলকাতায় আসে এবং মহমেডানের সঙ্গে নিজেদের সম্পর্কের কথা বলেন।
তবে এমনটা হলে আবার বাংলা তথা ভারতীয় ফুটবলের পুরনো শক্তিতে আবির্ভূত হতে পারে মহমেডান স্পোর্টিং। সেই সঙ্গে ফিরিয়ে আনতে পারে প্রায় হারিয়ে যেতে বসা তিন প্রধানের গৌরব ও আবেগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহমেডানে নতুন লগ্নিকারী আসা কার্যত নিশ্চিত বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের পরে জানা গিয়েছিল যে লা লিগা কর্তারা কলকাতায় একটি অ্যাকাডেমি করতে পারেন। কিশোর ভারতীতে সেই অ্যাকাডেমি হওয়া কথা। এই অ্যাকাডেমিতে কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দিতে আসবেন লা লিগার বাছাই করা কোচ এবং বিশেষজ্ঞরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।