শুক্রবারই এক সঙ্গে পাঁচ জন বিদেশির নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। আর শনিবারই শহরে চলে এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার কারালাম্বোস কিরিয়াকু। শনিবার সকাল ৭:১৫ নাগাদ কলকাতায় পৌঁছে যান কিরিয়াকু। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান হয়। সকালে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরাও।
শহরে পা রেখেই কিরিয়াকু বলেন, ‘আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। মাঠে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেব। ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। এই দলের জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
৩২ বছরের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। সাইপ্রাসের ঘরোয়া লিগে প্রায় সব ট্রফি জিতেছেন। আপোলন লিমাসল, ওমোনিয়া, আচনাসের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রক্ষণে বিভিন্ন জায়গায় খেলতে পারেন তিনি। তবে এই পাঁচ ফুটবলারের চূড়ান্ত কাগজপত্রে সই এখনও বাকি।
আরও পড়ুন: হাউসফুল যুবভারতীতেই সম্ভবত ডার্বি, ইস্ট-মোহন ম্যাচের টিকিট নিয়ে বড় ঘোষণা
শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে ইমামি ইস্টবেঙ্গলের তরফে পাঁচ বিদেশি সই করানোর কথা ঘোষণা করা হয়েছিল। আইএসএলে খেলা অভিজ্ঞ এবং নতুন মুখ মিলিয়ে মোট ৫ জন বিদেশিকে সই করানো হয়েছে।
ইভান গঞ্জালেজকে নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। তিনি তো তালিকায় রয়েছেনই। এ ছাড়া আইএসএলে খেলে যাওয়া অ্যালেক্স লিমা এবং ক্লেটন সিলভাকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল। সঙ্গে নতুন দুই বিদেশিদের মধ্যে একজন কারালাম্বোস কিরিয়াকু। এবং অন্য জন এলিয়ান্দ্রো।
আরও পড়ুন: এক-আধ জন নয়, একেবারে ৫ বিদেশি সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের, ডার্বির আগে জমে গেল লড়াই
ইভান গঞ্জালেস হলেন রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির ফুটবলার। যিনি এর আগে এফসি গোয়ার জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। ৪২টির মধ্যে ৩৬টি ম্যাচেই খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর ডুরান্ড কাপও জিতেছেন।
অ্যালেক্স লিমা ইস্টবেঙ্গলের আবার খেলেছেন জামশেদপুরে। লিমার স্কিল এবং পাস বাড়ানোর ক্ষমতা সকলেরই জানা। বাঁ -পায়ের এই মিডফিল্ডার যথেষ্ট অভিজ্ঞ। লিগ উইনার্স শিল্ড জয়ী দলের সদস্য তিনি।
এ দিকে ক্লেটন সিলভা বেঙ্গালুরুতে খেলেছেন সুনীল ছেত্রীর পাশে। অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী ফুটবলার। গত দুই মরশুমে ৩৭টি ম্যাচে তিনি ১৬টি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেছেন। তাইল্যান্ডে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম বিদেশি ফুটবলার হিসাবে তাইল্যান্ডের ঘরোয়া লিগে ১০০টি গোল করেছেন।
নতুন মুখ ব্রাজিলের এলিয়ান্দ্রোর বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিথুয়ানিয়া এবং মাল্টার বিভিন্ন ক্লাবের হয়ে ঘরোয়া লিগ জিতেছেন তিনি। এ ছাড়া তাইল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত দুই মরসুমে ২৩টি গোল করেছেন তিনি। সামুত প্রাকান সিটি থেকে যোগ দিচ্ছেন লাল-হলুদে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।