বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: মরশুমের শেষ ম্যাচেও প্যালেসের কাছে হারল করল ম্যান ইউনাইটেড, জিতল চেলসি, স্পার্স

EPL 2021-22: মরশুমের শেষ ম্যাচেও প্যালেসের কাছে হারল করল ম্যান ইউনাইটেড, জিতল চেলসি, স্পার্স

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পরাজয়ের পর হতাশ ম্যান ইউনাইটেড তারকারা। ছবি- এপি। (AP)

ব্রাইটনের কাছে ওয়েস্ট হ্যামও পরাজিত হওয়ায় লিগ তালিকায় ছয়েই শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

নিজেদের গত পাঁচটি প্রিমিয়র লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নিজেদের প্রিমিয়র লিগ ইতিহাসে সবথেকে কম পয়েন্ট নিয়ে যে রাল্ফ রাংনিকের দল শেষ করবে, তা আগেই নিশ্চিত ছিল। তবুও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ জিতে অন্তত মরশুমটা ভালভাবে শেষ করার লক্ষ্যে ছিল রেড ডেভিলস। সে গুড়ে বালি।

ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে পরাজিত হল ম্যান ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টাল প্যালেসের উইলফ্রেড জাহা। ডেভিড দে হেয়া না থাকলে ফলাফল আরও খারাপ হতে পারত। স্প্যানিশ গোলরক্ষক বেশ কয়েকটি ভাল সেভ করেন। তবে ম্যান ইউনাইটেডের হারের লাভ তুলতে পারল না ওয়েস্ট হ্যাম।

আরও পড়ুন:- EPL 2021-22: জোড়া গোলে পিছিয়ে থেকে ৫ মিনিটে ৩টি গোল, অবিশ্বাস্য কামব্যাকে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি

রেড ডেভিলসরা হারলে, হ্যামার্সরা জিতে ছয় নম্বরে শেষ করে ইউরোপা লিগ ফুটবল নিশ্চিত করতে পারত। ব্রাইটনের বিরুদ্ধে ডেভিড ময়েসের দল প্রথমার্ধে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে ম্যাচ হেরে যায়। ফলে তারা সাতে শেষ করল এবং পরবর্তী মরশুমে উয়েফা কনফারেন্স লিগে খেলবে। ম্যান ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যামের মতো অনেকটা একই অবস্থা ছিল উত্তর লন্ডনের দুই ক্লাব আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পারেরও।

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ব্রাইটনের তৃতীয় গোল করে ওয়েলব্যাকের উচ্ছ্বাস। ছবি- রয়টার্স।
ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ব্রাইটনের তৃতীয় গোল করে ওয়েলব্যাকের উচ্ছ্বাস। ছবি- রয়টার্স। (REUTERS)

চারে থাকা স্পার্স হারলে এবং আর্সেনাল জিতলে পরের মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত আর্সেনাল। তবে এদিন উত্তর লন্ডনের দুই ক্লাবই বিশাল ব্যবধানে নিজেদের ম্যাচ জিতল। এভারটনের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে নিজেদের ম্যাচ জেতে আর্সেনাল। মার্টিনেলি, এনকেতিয়া, সেডরিক, গ্যাব্রিয়েল এবং ওডেগার্ড গার্নাসদের হয়ে গোল করেন। এভারটনের একমাত্র গোলদাতা ভ্যান ডি'বিক।

আর্সেনালের হয়ে গোল করে মার্টিন ওডেগার্ডের সেলিব্রেশন। ছবি- এপি।
আর্সেনালের হয়ে গোল করে মার্টিন ওডেগার্ডের সেলিব্রেশন। ছবি- এপি। (AFP)

আরও পড়ুন:- EPL 2021-22: খেতাব জিতল ম্যান সিটি, তবে ‘গোল্ডেন বুট’, ‘গোল্ডেন গ্লাভস’সহ বাকি পুরস্কার পেলেন কারা?

স্পার্সও নরউইচকে পাঁচ গোলে হারায়। সন হিউং-মিন ও কুলুসেভস্কি উভয়েই জোড়া গোল করেন। অপর গোলটি আসে হ্যারি কেনের পা থেকে। নরউইচ গোল করতে পারেনি। চেলসি ২-১ ব্যবধানে অবনমিত ওয়াটফোর্ডকে হারিয়ে লিগে তিনে শেষ করে। ওয়াটফোর্ড, নরউইচের পাশাপাশি প্রিমিয়র লিগ থেকে অবনমিত হল বার্নলে। তারা নিউক্যাসেলের বিরুদ্ধে ১-২ ব্যবধানে পরাজিত হয়। লিডস ইউনাইটেড ২-১ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে বার্নলের থেকে তিন পয়েন্ট এবং এক ধাপ উপরে শেষ করে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেছে নেওয়া হল রতনের উত্তরসূরী, টাটা ট্রাস্টের মাথায় বসলেন কে? ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন ভাবে হারল! লজ্জার নজির গড়ল পাকিস্তান ‘সারা পৃথিবী ওঁর অভাবটা বুঝবে’, রতন টাটাকে নিয়ে সহজ ভাষায় বলেই দিলেন বিল গেটস কলকাতায় আসছেন IMA সভাপতি, আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন চিকিৎসকরা পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায় পাকিস্তানের বিরুদ্ধে জয়, WTC 2023-25 Points Table-এ কত স্থানে উঠে এল ইংল্যান্ড? তেরঙায় মুড়ে দেওয়া হল রতন টাটার মরদেহের কফিন, শেষশ্রদ্ধা জানালেন সচিন-রোহিতরা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রতন টাটার এই ১০ উক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.