2/6এ মরশুমে লিগে ১৫টি গোল ও আটটি অ্যাসিস্ট করে লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিটির কেভিন ডি'ব্রুইন।
3/6লিগের সেরা তরুণ ফুটবলার হয়েছেন সিটিরই ফিল ফডেন। তিনি লিগে নয়টি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট প্রদান করেছেন।
4/6মরশুমে ২৩টি গোল করে যুগ্মভাবে ‘গোল্ডেন বুট’ জিতলেন লিভারপুলের মহম্মদ সালাহ ও টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিন।
5/6সর্বোচ্চ গোলদাতা তো বটেই, লিগে সর্বাধিক ১৩টি অ্যাসিস্টও প্রদান করেছেন মহম্মদ সালাহ, যা তাঁর লিভারপুল সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের থেকে এক বেশি। ফলে ‘গোল্ডেন বুট’ ভাগ করে নিতে হলেও, এককভাবেই সেরা প্লে-মেকারের পুরস্কার পেলেন মিশরীয় মহাতারকা।
6/6‘গোল্ডেন বুট’র মতো ‘গোল্ডেন গ্লাভস’র ক্ষেত্রেও এবারে একজন নয়, জয়ী দুই জন। লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক, যথাক্রমে অ্যালিসন ও এডারসন মোট ২০টি করে ক্লিনশিট রাখার যুগ্মভাবে ‘গোল্ডেন গ্লাভস’ পেলেন।