বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro 2020 Final: বিনা টিকিটে স্টেডিয়ামে, ছোড়া হল বোতল-গ্লাস, বিশৃঙ্খলার অভিযোগ ইংরেজদের বিরুদ্ধে

Euro 2020 Final: বিনা টিকিটে স্টেডিয়ামে, ছোড়া হল বোতল-গ্লাস, বিশৃঙ্খলার অভিযোগ ইংরেজদের বিরুদ্ধে

বিনা টিকিটে স্টেডিয়ামে, ছোড়া হল বোতল-গ্লাস, বিশৃঙ্খলার অভিযোগ ইংরেজদের বিরুদ্ধে। (ছবি সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো)

ইতিহাসিক ম্যাচ শুরু হওয়ার আগেই ইংল্যান্ডের সমর্থকদের বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ উঠল।

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ। কিন্তু সেই ঐতিহাসিক ম্যাচ শুরু হওয়ার আগেই ইংল্যান্ডের সমর্থকদের বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ উঠল। অভিযোগ, বিনা টিকিটে ওয়েম্বলি স্টেডিয়ামে ঢুকে পড়েন একদল সমর্থক। রাস্তায় ছোড়া হয়েছে বিয়ারের গ্লাস, বোতল। উন্মত্ত জনতাকে সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।

একাধিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ফাইনাল দেখার জন্য বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন একদল সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করছেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সমর্থকদের। কিন্তু উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগে পেতে হয়। সেই সুযোগে অনেককেই বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে। স্টেডিয়ামের ভিতরে থাকা এক ইংরেজ সমর্থককে উদ্ধৃত করে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির চারপাশে বিনা টিকিটের প্রচুর লোকজন আছেন। সেইসঙ্গে মদ্যপ ইংরেজ সমর্থকদের রাস্তায় বিয়ারের গ্লাস, বোতল ছুড়তে দেখা গিয়েছে। স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় ভাঙা কাঁচ, ক্যান ছড়িয়ে-ছিটিয়ে আছে।

যদিও ওয়েম্বলি স্টেডিয়ামের এক মুখপাত্র দাবি করেছেন, যা বিশৃঙ্খলা হয়েছে, তা স্টেডিয়াম চত্বরের বাইরে হয়েছে। সেখানকার নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওই এলাকায় দ্রুত নিরাপত্তা বাড়ানো হয়। বিনা টিকিটে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারেননি। মেট্রোপলিটন পুলিশের তরফে টুইটারে জানানো হযেছে, ওয়েম্বলির নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন যে স্টেডিয়ামের ভিতর কেউ ঢুকতে পারেননি। তারইমধ্যে অবশ্য নির্ধারিত সময় ফাইনাল শুরু হয়েছে। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.