শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবল নানা সময়ে নানা অভিনবত্বের সাক্ষী থেকেছে। সাম্প্রতিক সময়ে ফিফার সবথেকে অভিনব বিষয়টি হল ভিএআর অর্থাৎ ভিডিয়ো রিভিউ সিস্টেম। খেলাটিকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে, স্বচ্ছ রাখতে সবসময়ে ফিফা সচেষ্ট। কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ‘নীল কার্ড’ চালু করার। এই প্রস্তাব একেবারেই পছন্দ হয়নি ফিফার। এমন কোন প্রস্তাব যে তারা গ্রহণ করছেন না, এই রকম কোনও কার্ড ম্যাচে যে ব্যবহার করা হবে না তা স্পষ্ট করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার তরফে। তাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনফান্তিনো জানিয়েছেন, ‘ফুটবলের এলিট(শীর্ষ) পর্যায়ে কোনো নীল কার্ড ব্যবহার করা হবে না। এই বিষয়টি এমন একটি বিষয়,আমি নিশ্চিতভাবে বলতে পারি যার কোনো অস্তিত্ব নেই আমাদের কাছে। ফিফা নীল কার্ডের পুরোদস্তুর বিরোধী। ফিফার সভাপতি হয়েও এই বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম না। আপনি যদি কোনো শিরোনাম চান তাহলে আমি বলব সেটা হল নীল কার্ডকে লাল কার্ড দেখালাম আমি। আমরা সবসময় বিভিন্ন মহল থেকে আসা ধ্যানধারণা এবং প্রস্তাবগুলো যেগুলো আসছে তা দেখার জন্য উন্মুক্ত রয়েছি। তবে ফুটবল খেলাটা ঐতিহ্যশালী খেলা।ফলে এই খেলার অস্তিত্ব ও ঐতিহ্যও রক্ষা করতে হবে। কোনও নীল কার্ডের ব্যবহার হবে না।’
আরও পড়ুন… কেএল রাহুল শেষ কবে রঞ্জি খেলেছিলেন? শ্রেয়সের পাশে দাঁড়িয়ে BCCI-কে একহাত নিলেন KKR কর্তা
বিশ্বজুড়ে ফুটবলে হলুদ এবং লাল কার্ড ব্যবহার করা হয়। দীর্ঘদিন এই দুই কার্ডের ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি নীল কার্ড চালুর প্রস্তাব দিয়েছিল আইএফএবি। তবে এই প্রস্তাবকে মানেননি ইনফান্তিনো। তিনি সোজাসাপ্টা উত্তর দিয়ে জানিয়েছেন এই বিষয়টি প্রকাশ্যে আসার আগে তারা এমন কিছুর কথা নাকি জানতেনই না!প্রস্তাব ছিল রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করলে কিংবা বাজেভাবে ফাউল করা ফুটবলারকে নীল কার্ড দেখাতে পারবেন রেফারিরা।
আরও পড়ুন… IND vs ENG: কেউ ধোনি হতে পারবেন না- জুরেলের প্রশংসা করার পরেই হঠাৎ কেন এমন বললেন গাভাসকর?
শাস্তি হিসেবে ওই ফুটবলারকে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে।স্কটল্যান্ডে আইএফএবি'র বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবিত নীল কার্ড নিয়ে ফিফার সঙ্গে আলোচনা হয়েছে। ওই সভার পরে ইনফান্তিনো সাংবাদিকদের বলেন, এমন কোনও কার্ড ব্যবহার করা আপাতত তারা ভাবছেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।