বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC Lionel Messi: ‘আমার শেষ বিশ্বকাপ, স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ’, চোট জল্পনা উড়িয়ে প্রত্যয়ী মেসি

FIFA WC Lionel Messi: ‘আমার শেষ বিশ্বকাপ, স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ’, চোট জল্পনা উড়িয়ে প্রত্যয়ী মেসি

লিওনেল মেসি (REUTERS)

মেসি জানিয়ে দিলেন, শেষ বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে তিনি প্রস্তুত।

আর কয়েক ঘণ্টা। তারপরই ২০২২ বিশ্বকাপের মঞ্চে পদার্পণ হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। তার আগে অবশ্য রবিবার থেকে তাঁর চোট নিয়ে জল্পনা চলছিল। তবে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। পাশাপাশি মেসি জানিয়ে দিলেন, শেষ বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে তিনি প্রস্তুত।

আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখখি হবে আর্জেন্টিনা। বিগত দিনে বেশ ভালো ফর্মে রয়েছে আর্জেন্টিনা। অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ফেলেছে তারা। এই আবহে বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী মেসি। মেসি বলেন, ‘আশা করছি, এতদিন যেভাবে খেলে এসেছি, বিশ্বকাপেও সে ভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের খেলার ফলেও দেখা যাচ্ছে। বিশ্বকাপ প্রথম ম্যাচ সবসময়ই কঠিন বয়। তার উপর এ বার অনেকে প্রথম বিশ্বকাপ খেলছে। তাই স্নায়ুর চাপ ধরে রাখা কঠিন। প্রথম পাঁচ মিনিটের পর আশা করি আমরা স্বাভাবিকভাবেই খেলতে পারব। প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামব আমরা।’ মেসি আরও বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।’

এদিকে চোট নিয়ে মেসি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। এখন আমি পুরোপুরি ফিট। কোনও সমস্যা নেই। শুনেছি আমি একা অনুশীলন করায় অনেকে অনেক কিছু বলেছে। আমার হালকা চোট ছিল। তাই সাবধানতা অবলম্বন করে একা অনুশীলন করেছিলাম। এটা অস্বাভাবিক কিছু নেই। এবার ভিন্ন সময় (নভেম্বর-ডিসেম্বর) বিশ্বকাপ হচ্ছে। তাই শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। এর আগের বিশ্বকাপগুলিকে এক মাস ধরে প্রস্তুতি নেওয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়। জানতাম এমনই হবে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।’

এর আগে গতবছর সেপ্টেম্বরে ফ্রান্সের লিঁয়তে এক খাদ্যমেলায় ম্যাঁক্রোকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। সেবার অবশ্য ডিমটি অল্পের জন্য ফরাসি প্রেসিডেন্টের মুখে লাগেনি। ডিমটি গিয়ে লাগে তাঁর কাঁধে। তাঁর কাঁধে লেগে ডিমটি না ফেটেই নিচে পড়ে যায়। এরপর চলতি বছরের এপ্রিলে ফের একবার নিজের দেশের মাটিতে আক্রান্ত হয়েছিলেন ম্যাক্রোঁ। ফ্রান্সে নির্বাচন জয়ের পর প্রথমবার জনসমক্ষে আসার পরই তাঁর দিকে উড়ে এসেছিল টমাটো। তবে সেই ঘটনায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গায়ে লাগেনি ওই টমাটো।

বন্ধ করুন