বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA Women's World Cup 2023: অক্ষত পেলেদের রেকর্ড, বিশ্বকাপ থেকে ছিটকে গেল US, ইতিহাসে প্রথমবার উঠল না সেমিতে

FIFA Women's World Cup 2023: অক্ষত পেলেদের রেকর্ড, বিশ্বকাপ থেকে ছিটকে গেল US, ইতিহাসে প্রথমবার উঠল না সেমিতে

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্না আমেরিকার। (ছবি সৌজন্যে এপি)

FIFA Women's World Cup 2023: মহিলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনালে উঠতে পারল না আমেরিকা। ১২০ মিনিটে ম্যাচের ফল ০-০ থাকার পর পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জিতে যায় সুইডেন। তার ফলে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক হল না আমেরিকার।

মহিলা ফুটবল বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকা। রবিবার মেলবোর্নে নাটকীয় পেনাল্টি শ্যুট-আউটে মেগান রাপিনো, অ্যালেক্স মর্গ্যানদের হারিয়ে দিল সুইডেন। নির্ধারিত ৯০ মিনিট এবং ৩০ মিনিটের অতিরিক্ত সময়ের পরও খেলার ফলাফল গোলশূন্য ছিল। পেনাল্টি শ্যুট-আউটে চরম নাটকীয়তার সাক্ষী থাকে মেলবোর্নের রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম। একটা সময় গোল করতে পারলেই কোয়ার্টার-ফাইনালে উঠে যেত বিশ্বের এক নম্বর দল আমেরিকা। কিন্তু সেটা হয়নি। উলটে ৫-৪ ব্যবধানে পেনাল্টিতে জিতে যান সুইডিশরা। পেনাল্টি এতটাই নাটকীয় হয় যে আমেরিকার গোলকিপারের অ্যালিসা নাহরেরে শটে গোল (ষষ্ঠ শট) হয়েছে কিনা, তা দেখার জন্য ভারের সাহায্য নেওয়া হয়। যা গোল হিসেবে দেন রেফারি। আর যে শটে বিশ্বের তিন নম্বর সুইডেন জেতে, সেই শটটা প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন অ্যালিসা। কিন্তু বলটা ঘুরে গোললাইনে ঢুকে যায়। যা গোল হয়েছে বলে জানিয়ে দেন রেফারি। 

আরও পড়ুন: EB vs BAF, Durand 2023 Live: বড় ধাক্কা লাল-হলুদে,৬৭ মিনিটে লালকার্ড দেখলেন নিশু

কোন কোন রেকর্ড অধরা থাকল আমেরিকার, কোন কোন ধাক্কা খেল?

১) টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডে এসেছিল আমেরিকা (২০১৫ সাল এবং ২০১৯ সাল), তা ভেঙে গেল। পুরুষ বা মহিলা বিশ্বকাপ - কোনও দেশই টানা তিনবার বিশ্বকাপ জিততে পারেনি। পরপর দু'বার বিশ্বকাপ জিতেছে আমেরিকা মহিলা দল। পুরুষদের ক্ষেত্রে টানা দু'বার বিশ্বজয় জয় করেছে ইতালি (১৯৩৪ সাল এবং ১৯৩৮ সাল) এবং পেলেদের ব্রাজিল (১৯৫৮ সাল এবং ১৯৬২ সাল)।

২) শুধু তাই নয়, এই প্রথমবার বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’ পর্ব থেকে ছিটকে গেল আমেরিকা। এতদিন বিশ্বকাপে আমেরিকার সবথেকে খারাপ ফল ছিল তৃতীয়। তিনবার তৃতীয় হয়েছিল আমেরিকা। আগের আটটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলেন মার্কিন মেয়েরা। 

আরও পড়ুন: FIFA Women's World Cup: জামাইকার কাছে ব্রাজিলের হার, খালি হাতেই বিশ্বকাপের মঞ্চ থেকে ফিরলেন মার্তা

আর আমেরিকার স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সেটার বেশিরভাগ কৃতিত্ব প্রাপ্য সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচের। যিনি আমেরিকার ২২টি শটের মধ্যে ১১টি শটই রুখে দিয়েছেন। ১২০ মিনিটে যে আমেরিকার নামের পাশে কোনও গোল যুক্ত হয়নি, সেটার পুরো কৃতিত্ব প্রাপ্য তাঁর। দ্বিতীয়ার্ধে দুটি দুর্দান্ত সেভ করেন। ৮৯ মিনিটে বাঁ-দিকে ঝাঁপিয়ে মর্গ্যানের হেডার রুখে দেন। ৫৩ মিনিটে দুরন্ত প্রতিক্রিয়ায় লিন্ডসে হুরানের নীচু শট বাঁ-হাত দিয়ে রুখে দেন। যে দুটি কার্যত অবরাধিত গোল ছিল। 

সেখানে সুইডেন কার্যত কোনও গোলের সুযোগ পায়নি। আমেরিকার গোলকিপারকে ম্যাচের একমাত্র সেভ করতে হয় ৮৫ মিনিটে। ১০ গজ দূর থেকে সোফিয়া জেকবসনের শট রুখে দেন অ্যালিসা। সবমিলিয়ে পুরো ম্যাচে মাত্র একটি শট তেকাঠিতে রাখতে পারেন সুইডিশরা। পুরো ম্যাচেই আধিপত্য ছিল মর্গ্যানদের আমেরিকার। কিন্তু পেনাল্টিতে সব অঙ্ক উলটে যায়। আমেরিকাকে হারিয়ে কোয়ার্টারে উঠে যায় সুইডেন। আগামী শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ড জাপানের বিরুদ্ধে কোয়ার্টারে নামবেন সোফিয়ারা।

আমেরিকা বনাম সুইডেনের পেনাল্টি শ্যুট-আউট

১) প্রথম শট: গোল করে দুই দলই (১-১)। 

২) দ্বিতীয় শট: গোল আমেরিকার, গোল সুইডেনের (২-২)। 

৩) তৃতীয় শট: গোল আমেরিকার, ফস্কে দেয় সুইডেন (৩-২)। 

৪) চতুর্থ শট: গোল করতে ব্যর্থ হয় দু'দলই (৩-২)। 

৫) পঞ্চম শট: আমেরিকার মিস, গোল সুইডেনের (৩-৩)। 

৬) ষষ্ঠ শট: গোল আমেরিকার, গোল সুইডেনের (৪-৪)। 

৭) সপ্তম শট: আমেরিকার মিস, গোল সুইডেনের (৪-৫)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলা ফুটবলে লক্ষ্মীলাভ, IFA-র সঙ্গে সাড়ে সাত কোটি টাকার চুক্তি করল শ্রাচী গ্রুপ রাখির জরায়ুতে টিউমার, অস্ত্রোপচার সফল, OTতে যাওয়ার ভিডিয়ো পোস্ট প্রাক্তন স্বামীর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো পুরো টুর্নামেন্টে ১টাও গেম হারেননি, থাইল্যান্ড ওপেন জিতলেন সাত্ত্বিক ও চিরাগ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি নয়া সপ্তাহে, বাংলায় কবে ঢুকছে বর্ষা? খালি বালতি এবং হাতা নিয়ে লঙ্গর পরিবেশনের নাটক করেছেন কি প্রধানমন্ত্রী শাহজাহাঁকে বাঁচাতে সন্দেশখালিদের বোনেদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল: মোদী ভিডিয়ো: LSG-র সাজঘরে এক ফ্রেমে রাহুল-গোয়েঙ্কা! মরশুম শেষে দলকে দিলেন বিশেষবার্তা নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল পুরসভা মনে হয় না, ধোনিকে শেষ বার IPL-এ খেলতে দেখলাম- বড় দাবি প্রাক্তনীদের

Latest IPL News

'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো ভিডিয়ো: LSG-র সাজঘরে এক ফ্রেমে রাহুল-গোয়েঙ্কা! মরশুম শেষে দলকে দিলেন বিশেষবার্তা মনে হয় না, ধোনিকে শেষ বার IPL-এ খেলতে দেখলাম- বড় দাবি প্রাক্তনীদের '১% আশা থাকলেও সবটা উজাড় করে দাও', RCB প্লে-অফে উঠতেই ভাইরাল বিরাটের পেপটক শূন্যে শরীর ভাসিয়ে এক হাতে ফ্যাফের ক্যাচ নেওয়া দেখে, অধিনায়কের গালে চুমু কোহলির প্লে-অফে যেতেই ‘মদ খেয়ে অসভ্যতামি RCB ফ্যানদের, ঘিরে ধরে CSK ফ্যানদের গালিগালাজ’ ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.