ব্রাজিল এবং আর্জেন্তিনার মধ্যে ঝামেলার কথা কেই বা না জানে! বিশ্ব ফুটবলে দুই দলের বৈরিতা নিয়ে না জানি কত চাপানউতোর রয়েছে। তবে বড় প্লেয়াররা এই সব কিছুর উর্ধে থাকেন। তাঁরা ভালোর প্রশংসা যেমন মন খুলে করেন, তেমনই অন্য গ্রেট প্লেয়ারদের সম্মান করতেও ভোলেন না। যেমনটা পেলে ভুললেন না। নিজে অসুস্থ। তবু বিশ্বকাপের যাবতীয় খবর তিনি রেখেছেন। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে আর্জেন্তিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
এই ফাইনালের পর ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলে সোশ্যাল মিডিয়াতে মেসির জন্য মিলিয়ন ডলারের একটি বার্তা শেয়ার করেছেন এবং ‘প্রিয় বন্ধু’ এমবাপ্পের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিদায়বেলায় অধরা মাধুরী স্পর্শ- মেসির FIFA WC 2022-এর ট্রফি নেওয়ার মুহূর্ত ভাইরাল
পেলে আর্জেন্তিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে, মেসিই এই ট্রফি জয়ের যোগ্য। ১৯৬৬ সালের পর প্রথম বারের মতো বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার জন্য তিনি এমবাপেকে স্বাগত জানিয়েছেন। এমবাপের এই নজির নেই পেলে বা দিয়েগো মারাদোনারও। পাশাপাশি ব্রাজিলের কিংবদন্তি তারকা মরক্কোকেও শুভেচ্ছা জানিয়েছেন, যারা এ বার কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছে।
আরও পড়ুন: ইতিহাস লিখেও কর্ণ এমবাপে, মেসির দিনে নায়ক মার্টিনেজ, তৃতীয় বিশ্বকাপ আর্জেন্তিনার
পেলে তাঁর পোস্টে লিখেছেন, ‘আজ, ফুটবল তার গল্প বলে চলেছে, বরাবরের মতো, একটি চিত্তাকর্ষক উপায়ে। মেসি তাঁর প্রথম বিশ্বকাপ জিতেছে, যেটা তাঁর প্রাপ্য। আমার প্রিয় বন্ধু এমবাপে, ফাইনালে চার গোল করেছেন। আমাদের খেলাধুলার ভবিষ্যতের জন্য এই দুরন্ত একটি উপহার ছিল। এবং আমি মরক্কোর দুরন্ত পারফরম্যান্সের জন্য ওদের অভিনন্দন জানাতে চাই। আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে। অভিনন্দন আর্জেন্তিনা! নিশ্চয়ই দিয়েগো এখন হাসছে।’
রবিবার রাতে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে গঞ্জালো মন্টিয়েলের শট জালে জড়াতেই, বিস্ফোরণ ঘটল ৩৬ বছর ধরে জমে থাকা আবেগের। আনন্দে, উচ্ছ্বাসে, চোখের জলে, উদ্বেলতায় তখন ভেসে চলেছে আর্জেন্তাইন শিবির। শান্ত স্বভাবের লিওনেল মেসিও দু’হাত শূন্যে ছুড়ে সেলিব্রেশনে মাতেন। দীর্ঘ দিন ধরে মনের কোণে লালিত করা স্বপ্ন সফল হওয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েন মেসি।
পাঁচ বার বিশ্বকাপ খেললেও, এই প্রথম বার বিশ্ব জয়ের স্বাদ পেলেন লিও মেসি। তাও ক্যারিয়ারের শেষ বেলায় এসে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন না হতে পারলে, জীবনের বড় আক্ষেপ থেকে যেত। আধুনিক ফুটবলের অন্যতম মহাতারকা তিনি, তবে বিশ্বকাপ না পেলে ফুটবল জীবনটাই অপূর্ণ থাকত। মারাদোনার সঙ্গে তুলনায় কোথাও গিয়ে পিছিয়ে থাকতেন, কিন্তু সেটা হল না। মেসির শেষ বিশ্বকাপে পোয়েটিক জাস্টিস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।