এই মুহূর্তে ভারতীয় ফুটবলাররা ব্যস্ত 'এএফসি এশিয়ান কাপ' টুর্নামেন্ট নিয়ে। ইতিমধ্যেই, প্রথম দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে চাপে পড়ে গেছে ব্লু টাইগার্সরা। পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটাও বেশ কঠিন হয়ে গিয়েছে। এখন শুধু পয়েন্টের খেলাই নিয়ে যেতে পারে সুনীল ছেত্রীদের পরের রাউন্ডে। যদিও এখনও ভারতীয় ফুটবলে ঘরোয়া মরশুম শেষ হয়নি। আইএসএল এখনও বেশ কিছুটা বাকি। তার মাঝেই জানা গেল ২০২৪-২৫ সালের ক্রীড়া সূচি। যদিও এখনও সরকারি ভাবে সূচি প্রকাশ করেনি এআইএফএফ। লিগ কমিটি ফেডারেশনের কাছে একটি সুপারিশ করেছে। যেখানে তারা আগামী মরশুমের কবে থেকে কোন টুর্নামেন্ট শুরু হবে তা জানিয়েছে।
গত শুক্রবার, অর্থাৎ ১২ জানুয়ারি, শুরু হয়েছে 'এএফসি এশিয়ান কাপ'। তার জন্য বিরতি লেগেছে দেশের ঘরোয়া ফুটবল লিগগুলিতে। যদিও টুর্নামেন্টের ফল এখনও অবধি একেবারেই মনের মতো হয়নি ভারতের। গ্রুপ পর্বের পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে হারের পর, বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধেও মাথানত করতে বাধ্য হয়েছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। একেবারে ৩-০ ফলাফলে স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের।
তবে এরই মাঝে জানা গেল আগামী মরশুমের ঘরোয়া ফুটবল লিগগুলি কবে থেকে শুরু হতে পারে। মনে করা হচ্ছে, 'এএফসি এশিয়ান কাপ' শেষ হলেই দ্রুত শেষ করে দেওয়া হবে বিরতি লেগে থাকা টুর্নামেন্টগুলি। প্রথমেই শুরু হবে ডুরান্ড কাপ এবং মরশুম শেষ হবে ইন্ডিয়ান উইমেন্স লিগ। এই সূচি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। একাংশ মনে করছেন লাগাতার ফুটবল খেললে ফুটবলারদের উন্নতি হবে।
সব ঠিক ঠাক থাকলে চলতি বছরের ২৬ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি আইএসএল শুরু হতে পারে ২৫ অক্টোবর থেকে। অর্থাৎ কালী পুজোর আগেই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। শেষ হবে ২০২৫ সালের ৩০ এপ্রিল। এছাড়াও সন্তোষ ট্রফির মূল পর্ব শুরু হতে পারে ১ ডিসেম্বর থেকে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আইলিগ শুরু করার পরিকল্পনা রয়েছে ১৯ অক্টোবর। যা চলবে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে ১৯ অক্টোবর থেকে। শেষ হবে ৩০ এপ্রিল। আপাতত এমনই প্রস্তাব পাঠানো হয়েছে ফেডারেশনের কাছে। যদিও এখনও সরকারি ভাবে সূচি প্রকাশ করেনি এআইএফএফ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।