India vs Chinese Taipei: করোনার থাবা ভারতীয় ক্যাম্পে, বাতিল হল ম্যাচ
1 মিনিটে পড়ুন . Updated: 23 Jan 2022, 07:04 PM IST- ১২ জন ভারতীয় ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে খবর।
ঘরের মাঠে এফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ফুটবল দল ড্র করার পর। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল ভারতের। তবে করোনা আতঙ্কে শেষমেশ ম্যাচই বাতিল হয়ে গেল।
ম্যাচের আগে সাধারণত দুই দলের ফুটবলাররাই মাঠে গা ঘামাতে নামেন। কিন্তু চাইনিজ তাইপের কিছু মহিলা ফুটবলার গা ঘামাতে মাঠে নামলেও, কোনো ভারতীয় ফুটবলার মাঠে নামেননি। আশালতা দেবীর নেতৃত্বাধীন ভারতীয় দলে করোনার হানার খবর শোনা যাচ্ছিল। প্রায় ম্যাচ শুরুর হওয়ার সময় হয়ে গেলেও ভারতীয় মহিলা দল ঘোষণা না হওয়ায় আশঙ্কা ঘনীভূত হয়। অবশেষে আশঙ্কা সত্যি করেই ম্যাট বাতিল হয়ে যাওয়ার কথা জানানো হয় এএফসির তরফে।
এএফসির তরফে সরকারি বিবৃতিতে বলা হয়, ‘একগুচ্ছ ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দল প্রয়োজনীয় অন্তত ১৩ জন ফুটবলারসমেত দল ঘোষণা করতে ব্যর্থ হয়। সুতরাং, করোনকালে এএফসি প্রতিযোগিতার ৪.১ ধারা অনুযায়ী ভারতীয় দল ম্যাচ খেলতে ব্যর্থ হয়। এক্ষেত্রে গোটা ৪.১ ধারাটি কার্যকর হবে। উপরন্তু, এর জেরে ভারতে অনুুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের ৬ নম্বর ধারাটিও লাগু হতে চলেছে।’
রিপোর্ট অনুযায়ী ১২ জন ভারতীয় ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এবং দুইজন চোটের কবলে। ৪.১ ধারা অনুযায়ী ভারতীয় দলকেই ম্যাচ না হওয়ার কারণ হিসেবে ধরা হবে। কোয়ার্টারে পৌঁছতে ম্যাচ ড্র করার পর, বাকি দুই ম্যাচই কার্যত মরণ-বাঁচন। এমন অবস্থায় পুরোপুরি বাতিল হয়ে যাওয়ায় ভারতীয় দলের নক আউট পর্বে যাওয়ার আশা কার্যত শেষ। কমিটি চাইলে পুনরায় অন্যদিনে এই ম্যাচ অনুষ্ঠিত হতেই পারে। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে।