HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 202-22: কৃষ্ণর ব্যর্থতা থেকে করোনা কাঁটা, কী কী কারণে সেমিতেই থমকে গেল ATK MB-র দৌড়?

ISL 202-22: কৃষ্ণর ব্যর্থতা থেকে করোনা কাঁটা, কী কী কারণে সেমিতেই থমকে গেল ATK MB-র দৌড়?

লিগ পর্যায়ে প্রথমে শেষ করে শিল্ড জয়ের হাতছানি থাকলেও, শেষমেশ তিনে শেষ করল এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগান দল। ছবি- আইএসএল।

লিগ পর্বে নাগাড়ে ১৫ ম্যাচ অপরাজিত থেকে তুখর ফর্মে ছিল এটিকে মোহনবাগান। এটি আইএসএলের রেকর্ডও বটে। তবে একেবারে তীরে এসে তরী ডুবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে পরাজয়ে প্রথমে শিল্ড জয় হাতছাড়া এবং হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও, সেমির প্রথম লেগে ৩-১ হারই হৃদয়ভঙ্গ করে দেয় সবুজ-মেরুনের।

গতবার ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল। এবার সেমিফাইনালেই সেই খালি হাতেই ছুটি হয়ে গেল এটিকে মোহনবাগানের। কিন্তু তারকাখচিত দল, দুরন্ত সব নাম, জমাট রক্ষণ, এসব সত্ত্বেও হঠাৎ শেষ মুহূর্তে এসে কেন এমন বির্যযয় ঘটল জুয়ান ফেরান্দোর দলের? এর পিছনের সম্ভাব্য কারণগুলি ঠিক কী কী হতে পারে, একবার খতিয়ে দেখা যাক।

কৃষ্ণ-বৌমাসের ফ্লপ শো:-

এটিকে মোহনবাগানের তারকাদের তারকা হলেন রয় কৃষ্ণ। ম্যাচের পর ম্যাচ, মরশুমের পর মরশুম তিনি গোলের সামনে অসামান্য ক্ষিপ্রতা দেখিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছেন। দুই সেমিফাইনালেই গোলসহ, গোটা মরশুম সাত গোল ও চার অ্যাসিস্ট, কৃষ্ণর যোগ্যতার সঠিক পরিচয়বাহক নয়। উপরন্তু, চোট আঘাতে তিনি বারংবার ফিটনেস সমস্যায় ভুগে মাত্র ১৬টি ম্যাচই খেলেছেন, যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে।

কৃষ্ণর মতো আরেক তারকা ফুটবলার হুগো বৌমাসও কিন্তু তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি। হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে মিডফিল্ড থেকে পাঁচ গোল, পাঁচ অ্যাসিস্ট খারাপ নয়। কিন্তু এ পারফরম্যান্স ২০১৯-২০ মরশুমে ১১ গোল ও ১০ অ্যাসিস্ট দেওয়া লিগ সেরা খেলোয়াড়ের ধারেকাছেও নয়। বেশিরভাগ ম্যাচের উপর প্রভাবই ফেলতে পারেননি তিনি।

হতাশ হুগো বৌমাস। ছবি- আইএসএল

করোনা কাঁটা:-

মরশুমের মাঝপথে একসময় হু হু করে গোয়ার জৈব বলয়ের মধ্যেই বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। এটিকে মোহনবাগান দলে তীব্রভাবে আছড়ে পড়ে করোনা তুফান। কৃষ্ণসহ একগাদা ফুটবলার করোনা আক্রান্ত হন। তারপর থেকে তো আর ফিজিয়ান স্ট্রাইকারকে ছন্দেই দেখায়নি।

গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের চোট:-

চোট আঘাত সারাতে সারাতেই এটিকে মোহনবাগান ফুটবলারদের গোটা মরশুম কেটে গেল। মরশুম জুড়ে একের পর এক তারকা ফুটবলার চোট পেতেই থাকেন। দলের উপর তো এর প্রভাব পড়বেই। যেমন তিরির না থাকায় প্রভাব দেখা গেল। এমনকী সেমিতে বৌমাস চোট সারিয়ে মাঠে নামলেও, আবার তাঁকে মাঝপথে উঠতে হয়েছিল। বারবার চোট পেতে থাকায় ম্যাচ ফিটই তো হওয়ার সময় পাননি ফুটবলাররা।

রক্ষণে দুর্বলতা:-

এই মোহনবাগান দলে রক্ষণে দুর্বলতাও, তাও মানা যায় নাকি? হ্যাঁ, রক্ষণে ফাঁক-ফোঁকর ছিল সবুজ মেরুনের। গোটা মরশুমে মোহনবাগান রক্ষণকে ধরে রেখেছিলেন তিরি। তবে তিনি আহত হয়েই রক্ষণের দুর্বলতাটা সামনে উঠে আসে। সেমির প্রথম লেগে ছয় মিনিটে দুই গোল খাওয়া এবং তার থেকেও বড় কথা যেভাবে গোল খেয়েছিল ফেরান্দোর দল, তাতে তাদের রক্ষণের দুর্বলতা স্পষ্ট।

সন্দেশ ঝিঙ্গান সদা নির্ভরশীল হলেও, অনেকটা সময় তিনি এইএনকে সিবেনিকে না খেলেই মরশুমের মাঝপথে যোগ দিয়েছেন দলে। তাই তাঁকে চেনা ফর্মে দেখা যায়নি। এমনকী গত মরশুমের সেরা গোলকিপার অমরিন্দর সিংকেও কিন্তু মোহনবাগান তেকাঠির নীচে নড়বড়ে দেখিয়েছে। তিনি প্রচুর শট বাঁচালেও, অনেক সময়ই তাঁর ক্লিয়ারেন্স বা চাপের মধ্যে বল দখলে আনার অক্ষমতা, দলকে সমস্যায় ফেলেছে।

এটিকে মোহনবাগান গোলকিপার অমরিন্দর। ছবি- আইএসএল।

মাঝমাঠে থেকে খেলা তৈরির লোকের অভাব:-

এই পয়েন্টটা সরাসরি বৌমাসের অফফর্মের সঙ্গে যুক্ত। ফরাসি মিডফিল্ডার ছন্দে থাকলে এই প্রশ্নই উঠত না। তবে দুর্ভাগ্যবশত তিনি ছন্দে ছিলেন না। যা মোহনবাগানের মাঝমাঠের সুযোগ তৈরির ক্ষমতাকে অনেকটাই সীমাবদ্ধ করে দেয়। জনি কাউকো প্রয়াস করেছিলেন বটে, তবে তিনি সত্যি বলতে ১০ নম্বর নন, বক্স টু বক্স মিডফিল্ডার। লিস্টন কোলাসোর তুখর ফর্ম এই ব্যাপারটা কিছুটা ঢেকে দিলেও, সবচেয়ে প্রয়োজনের সময় এই সমস্যাটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠে যা দলের বিপরীতে যায়। 

তবে পারফরম্যান্সগত দিক থেকে এত সমস্যার পরেও ২০ ম্যাচে ১০টি জয় ও সাতটি ড্র করে তৃতীয় হয়ে সেমিফাইনালে যাওয়াটা, শুধুমাত্র এই এটিকে মোহনবাগান দল বলেই সম্ভব হয়েছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জুটল ‘অপেশাদার’ তকমা! মঞ্চে নখ কাটছেন অরিজিৎ, গায়কের আচরণ ঘিরে সমালোচনার ঝড় হারের হ্যাটট্রিক করল জিম্বাবোয়ে, ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল বাংলাদেশ ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী, কারণটা জেনে নিন ১৩ বছরের কিশোরীকে বিয়ে করায় গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ শাহী পনির, কোরমা আর…! বিশ্বের সেরা ৫০ খাবারের তালিকায় ৯টি ভারতের মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন পাইলট সংখ্য়াগরিষ্ঠতা হারাচ্ছে হরিয়ানা সরকার! ৩ নির্দল বিধায়কের কংগ্রেসকে সমর্থন বিচার বিভাগকে অসম্মানের অভিযোগ! শুরুতেই আইনি জটে অক্ষয়-আরশাদের জলি এলএলবি ৩ চলন্ত ট্রেনের মধ্যেই যুবকের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ RPF জওয়ানের বিরুদ্ধে মোদীকে মেসেজ করলে কতক্ষণে উত্তর পান, ব্যক্তিগত সম্পর্কই বা কেমন? জানালেন মিঠুন

Latest IPL News

৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ