বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2021-22: পাঁচ মরশুম পর কেরালার ফাইনালে পৌঁছনোর পাঁচ কারণ জেনে নিন

ISL 2021-22: পাঁচ মরশুম পর কেরালার ফাইনালে পৌঁছনোর পাঁচ কারণ জেনে নিন

ফাইনালে পৌঁছে কেরালা ব্লাস্টার্স ফুটবলারদের সেলিব্রেশন। ছবি- আইএসএল।

নিজেদের তৃতীয় আইএসএল ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে কেরালা ব্লাস্টার্স।

প্রথম তিন মরশুমে দুইবার ফাইনালে পৌঁছেও খেতাব জয় হাতছাড়া, তারপর পাঁচ মরশুমের দীর্ঘ অপেক্ষা। অবশেষে রবিবার পাঁচ মরশুম পর আবার আইএসএলের ফাইনালে নামছে কেরালা ব্লাস্টার্স, লক্ষ্য প্রথম খেতাব জয়। গত চার মরশুমে দুইবার লিগ তালিকায় শেষ থেকে দ্বিতীয় স্থানে শেষ করার পর এই যাত্রাপথটা কিন্তু কেরালার জন্য একেবারেই সহজ ছিল না।

মরশুমের শুরুটাও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ২-৪ ব্যবধানে হেরে করেছিল কেরালা। তবে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচ কোনও সময়ই দলের খেলোয়াড়দের মাথা নীচু হতে দেননি। বরং পদে পদে তাদের উৎসাহিত করেছেন এবং ম্যাচের পর ম্যাচ আইএসএল সাক্ষী থেকেছে তাঁর কোচিং দক্ষতার। ঠিক কী কী কারণে এবার ফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছে দক্ষিণ ভারতের পাওয়ার হাউসরা?

ভাল প্রাক-মরশুম প্রস্তুতি:-

যে কোনও মরশুম শুরুর আগে ভাল প্রস্তুতিটা ভীষণ জরুরি। তাই তো বিশ্বের সমস্ত সেরা ক্লাবগুলি মরশুম শুরুর আগে বেশ কয়েকটা কঠিন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয়। হয়তো প্রাক মরশুম ম্যাচে দলগুলি নিজেদের সেরা খেলাটা খেলেনা, তবে গোটা মরশুমে যাতে নিজেদের সেরাটা দিতে পারে, সেই কারণে প্রাক মরশুমে কঠোর পরিশ্রমটা খুবই জরুরি।

এই জায়গাতেই জোর দিয়েছেন কেরালা কোচ ভুকোমানোভিচ। কেরালা ব্লাস্টার্স আইএসএল শুরুর আগে ডুরান্ড কাপে অংশগ্রহণ করে। ফল একদমই আশানুরূপ ছিল না। মাত্র একটি ম্যাচ জিতে সেমিতেই পৌঁছতে পারেনি তাঁরা। তবে দলের শক্তি-দুর্বলতা বুঝতে, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি করতে এই প্রাক মরশুম প্রস্তুতিটা ভীষণ জরুরি।

ভারতীয় খেলোয়াড়দের ওপর ভরসা:-

এ মরশুমের আইএসএলে পাঁচের বদলে চার বিদেশি খেলানোর নিয়ম চালু করা হয়েছিল। ফলে একদিকে যেমন ভাল ভারতীয় ফুটবলাররা থাকায় লাভ পেয়েছে কেরালার ফাইনালের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, তেমনি কেরালার মতো দলগুলিও ভারতীয় ফুটবলারদের প্রাধান্য দিয়েছে। যে সব দলে ভারতীয়রা ভাল খেলেছেন, সেই দলগুলিই ভাল করেছে, তা মোহনবাগান হোক বা কেরালা বা হায়দরাবাদ। রুইভা হরমিপাম, প্রভসুখন গিল,সাহাল আব্দুল সামাদরা এই মরশুমে নিজেদের জাত চিনিয়েছেন। ফলে কেরালার গাড়িও তড়তড়িয়ে এগিয়েছে।

মরশুমে সবথেকে বেশি ক্লিনশিট রাখা কেরালা গোলকিপার প্রভসুখন গিল। ছবি- আইএসএল।
মরশুমে সবথেকে বেশি ক্লিনশিট রাখা কেরালা গোলকিপার প্রভসুখন গিল। ছবি- আইএসএল।

তুখর ডিফেন্স ও দারুণ গোলরক্ষক:-

গত মরশুমে কেরালার ডিফেন্সিভ রেকর্ড একেবারে যাচ্ছেতাই ছিল, তবে এ মরশুমে তাঁর ভোল পুরোপুরি বদলে গিয়েছে। কথায় আছে, ‘আক্রমণ ম্যাচ জেতায়, কিন্তু রক্ষণ খেতাব জেতায়।’ কেরালার ক্ষেত্রে এই বিষয়টা একেবারে সত্যি। মার্কো লেসকোভিচ-রুইভাদের গোলের আগে প্রাচীর তৈরি করা হোক বা প্রভসুখনের তুখর মরশুম। সবাই দলের রক্ষণভাগকে মজবুত করতে বড় ভূমিকা নিয়েছেন, যা দলকে সাফল্য এনে দিয়েছে। এ মরশুমে যে প্রভসুখনের দখলে সবথেকে বেশি ক্লিনশিট (৭) রয়েছে, তা কেরালার রক্ষণের পরিচয়বাহক।

সাহাল আব্দুল সামাদ:-

২৪ বছর বয়সী সাহাল যে ভারতীয় ফুটবলের সেরা প্রতিভাদের মধ্যে পড়ে, তা নিশ্চয়ই কারুর অজানা নয়। তবে কোনও না কোনও ভাবে সাহাল বিগত কয়েক মরশুমে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারেননি। তবে এবার সেই ছবিটা বদলেছে। দলের আক্রমণ বিভাগের মধ্যমণি সাহাল ছয় গোল করেছেন। তাঁর সঙ্গে আদ্রিয়ান লুনার বোঝাপড়া চোখে পড়ার মতো। হালকা স্থান বদলেই সাহালের ভাগ্য করে দিয়েছে। এ মরশুমে একেবারে মাঝমাঠ নয়, বরং উইং ধরে সাহালকে খেলান ভুকোমানোভিচ। তাতে একদিকে যেমন সাহাল বাড়তি একটু সময় পেয়েছেন, তেমনই ম্যাচের ওপর অনেক বেশি প্রভাবও ফেলতে পেরেছেন।

বল পায়ে কেরালার সাহাল আব্দুল সামাদ। ছবি- আইএসএল।
বল পায়ে কেরালার সাহাল আব্দুল সামাদ। ছবি- আইএসএল।

ব্যক্তি নির্ভর নয়, দল নির্ভর পরিকল্পনা:-

এ মরশুমে আক্রমণ বিভাগে কেরালার প্রধান আকর্ষণ লুনা-সাহাল জুটি। খেলা তৈরি হোক, সেমিফাইনালে গোল হোক বা কঠিন ম্যাচে ব্যক্তিদত দক্ষতায় ম্যাচের রঙ বদলে ফেলা, এরা দুইজনেই এই কাজ করে এসেছেন। তবে সব থেকে বেশি ক্লিনশিট (৮) রাখা দলের মোট পাঁচটি ভিন্ন সেন্টার ব্যাক পার্টনারশিপ ব্যবহার বা, প্রথম পাঁচ সর্বোচ্চ গোলদাতার মধ্যে একজনও কেরালা ফুটবলারের নাম না থাকা, একটি জিনিস প্রমাণ করে দেয়, কেরালা, ব্যক্তি নির্ভর নয়, দল নির্ভর ফুটবল খেলে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে।

এইসব কারণগুলিতেই ভর করেই তো একসময় নাগাড়ে ১০ ম্যাচ অপরাজিত থেকে লিগ তালিকার শীর্ষে পৌঁছেছিল কেরালা ব্লাস্টার্স। হ্যাঁ, শেষমেশ তারা চতুর্থ হয় বটে, তবে ফাইনালে এই কারণগুলিই তাদের পৌঁছতে সাহায্য করেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গেম চেঞ্জার-পুষ্পা ২-র প্রযোজকদের বাড়িতে আয়কর বিভাগের হানা! ২০২৫-এ আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, কেরিয়ারও দারুণ! বাবা ভাঙ্গার মতে এই ৩ রাশি কারা আততায়ী যখন সইফের বাড়ি ঢোকে তখন অঘোরে ঘুমাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা! রোহিত ভুল করছিল, সিগন্যাল পাঠিয়ে ভারতকে T20 বিশ্বকাপ জেতান তিনিই, দাবি IIT বাবার ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ জানুয়ারির রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ জানুয়ারির রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ জানুয়ারির রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ জানুয়ারির রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ জানুয়ারির রাশিফল

IPL 2025 News in Bangla

ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.