HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: ওড়িশাকে বাড়তি গুরুত্ব দিলেও ৯০ মিনিটে ‘খেল খতম’ করতে চান ATKMB কোচ ফেরান্দো

ISL 2022-23: ওড়িশাকে বাড়তি গুরুত্ব দিলেও ৯০ মিনিটে ‘খেল খতম’ করতে চান ATKMB কোচ ফেরান্দো

প্লে-অফের প্রথম বাধা পার করতে নামছে গত বারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ প্রথম বার আইএসএল প্লে অফে ওঠা ওড়িশা এফসি, যারা লিগ টেবলের ছ’নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। তিন নম্বর দলের বিরুদ্ধে তারা খাতায় কলমে খুব একটা এগিয়ে না থাকলেও, আইএসএলে কিন্তু অঘটনের শেষ নেই।

জুয়ান ফেরান্দো।

অতিরিক্ত সময় বা টাই-ব্রেকারে ম্যাচ নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাঁর এবং তাঁর দলের ফুটবলারদের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত ৯০ মিনিটেই জিতে মাঠ ছাড়তে চান এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ানেরও সে রকমই ইচ্ছে।

শনিবার ঘরের মাঠে প্লে-অফের প্রথম বাধা পার করতে নামছে গত বারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ প্রথম বার আইএসএল প্লে অফে ওঠা ওড়িশা এফসি, যারা লিগ টেবলের ছ’নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। তিন নম্বর দলের বিরুদ্ধে তারা খাতায় কলমে খুব একটা এগিয়ে না থাকলেও, আইএসএলে কিন্তু অঘটনের শেষ নেই। তাই প্রতিপক্ষকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তবে ৯০ মিনিটের মধ্যেই যে খেলা শেষ করতে চান তিনি, সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফেরান্দো।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অতিরিক্ত সময়ে খেলা গড়ালে তার জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে। তার খুঁটিনাটিও ভাবা হয়ে গিয়েছে। তবে ৯০ মিনিটে ম্যাচটা জেতাই আমাদের মূল লক্ষ্য। নক আউট ম্যাচ হলেও পরিকল্পনা একই থাকবে। ৯০ মিনিটের মধ্যে আমাদের যা করার করতে হবে। তবে সারা মরশুমে আমাদের পরিকল্পনা যে রকম ছিল, সে রকমই থাকবে। অযথা অনেক কিছু বদলে কোনও লাভ হবে বলে মনে হয় না। কিছু খুঁটিনাটি ব্যাপারে আরও সড়গড় হতে হবে আমাদের।’

আরও পড়ুন: প্লে-অফের আগে জেনে নিন ATKMB-কে কী কী বিষয় সমস্যায় ফেলতে পারে, দলের শক্তিই বা কী?

কৌশলে বড় কোনও পরিবর্তন আনতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করে ফেরান্দো বলেন, ‘আমরা দলের খেলায় বা কৌশলে বড় কিছু পরিবর্তন আনতে চাই না। কারণ, নিজেদের স্টাইল ও কৌশলের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। এই নিয়েই আমরা নক আউট পর্বেও এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস। আরও উন্নতি দরকার ঠিকই। কিন্তু বাকি সব ঠিকই আছে। বদলানোর প্রয়োজন নেই।’

শুরু থেকে আক্রমণ ওঠার পরিকল্পনা নিয়েই যে তাঁর দল নামবে, তার ইঙ্গিত দিয়ে ফেরান্দো বলেন, ‘বরাবরের মতো শুরু থেকেই ম্যাচটা যখন আমাদের জিততেই হবে, তখন আক্রমণে ওঠাই উচিত হবে। দুই দলই যেখানে শূন্য থেকে শুরু করবে, সেখানে আমাদের আক্রমণে যেতেই হবে। কারণ, এই ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে উঠতে চাই।’

সারা মরশুমে দলের খেলোয়াড়দের চোট-আঘাত সমস্যা নিয়ে অনেক ভুগতে হয়েছে এটিকে মোহনবাগান শিবিরকে। এই প্লে অফের সময় তেমন কোনও চিন্তার কারণ নেই বলেই জানালেন ফেরান্দো। বলেন, ‘চোট-আঘাত নিয়ে বলতে গেলে এখনও পর্যন্ত সব ঠিক আছে। তবে এর পরে যে অনুশীলনে নামব আমরা, সেখানে দেখব, কে কী অবস্থায় রয়েছে। তবে ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। কারণ, কয়েক জনের কিছু সমস্যা থাকেই। সে রকম কিছু আছে কি না দেখে নিয়ে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন: ISL-এর ম্যাচ ঘিরে বিতর্কের ঝড়, দল তুলে নিল কেরালা, সেমিতে সুনীলরা- ভিডিয়ো

চোট না থাকলেও দলের অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল পারিবারিক সমস্যার কারণে কিছু দিনের জন্য দেশে ফিরে গিয়েছেন। শনিবার তিনি খেলতে পারবেন না। ডার্বিতেও তিনি কার্ড সমস্যা থাকায় খেলতে পারেননি। তাঁর জায়গায় যিনি নেমেছিলেন, সেই স্লাভকো দামিয়ানোভিচ সেই ম্যাচে গোল করে দলকে এগিয়ে দেন। শনিবারও সম্ভবত স্লাভকোকেই মাঠে নামাবেন ফেরান্দো। হ্যামিলের দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘পরিবার আমাদের কাছে সবার আগে। ব্রেন্ডনকে পারিবারিক কারণে ফিরে যেতে হয়েছে সঙ্গত কারণেই। এক্ষেত্রে এই ম্যাচটা গুরুত্বের দিক থেকে তার পরে আসে। ওকে এখন পরিবারের কথা ভাবতেই হবে। কাল পর্যন্ত দেখব, ওর জায়গায় কাকে খেলানো প্রয়োজন। কাল ম্যাচের আগে পর্যন্ত এগারো জনকে বেছে নেওয়ার সময় আমাদের হাতে আছে।’

প্রতিপক্ষ ওডিশা এফসি লিগ টেবলের ছ’নম্বর দল হলেও তাদের যথেষ্ট শ্রদ্ধা করছেন সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, ‘ওডিশার পারফরম্যান্স ভালো। ওদের কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। উঁচু মানের ফুটবল খেলে ওরা। তবে নিজেদের দল নিয়েই আমরা বেশি ভাবছি। প্রতিপক্ষ কীরকম খেলে, তা আমরা জানি। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু ওরা কাল কেমন খেলবে, তা তো আর আমাদের হাতে নেই। তাই ওদের নিয়ে বেশি ভেবে লাভ নেই। তার চেয়ে বরং নিজেদের প্রস্তুতিতে বেশি মন দেওয়াই ভাল।’

প্রচুর গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার রোগ ডার্বিতেও দেখা গিয়েছে সবুজ-মেরুন শিবিরে। নক আউট পর্বে যেহেতু পরীক্ষা আরও কঠিন হতে চলেছে, তাই এই রোগ সারার সম্ভাবনা কতটা, তা নিয়ে কোচ বলেন, ‘আগেও বলেছি, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই একেবারে শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছি। আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে আশা করি, প্লে অফে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা। পরের ম্যাচগুলিতে নিশ্চয়ই প্রতিপক্ষের গোলের আরও কাছে পৌঁছতে পারব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার ৭ দিনে ৪ দফায় কমার পর আজ লং জাম্প সোনার দামে, কলকাতায় আজ হলুদ ধাতুর দর কত? বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ এবং শিলান্যাস অনুষ্ঠান থমকে, তাহলে কবে হবে?‌ 'বাবা ওই লোকটা গ্রেগ চ্যাপেল…',ছোট্ট সানার প্রশ্নে ঘাবড়ে যান সৌরভ, তারপর… বৈশাখ অমাবস্যায় এই কাজগুলি করা উচিত নয়, এতে ধনবানও হয়ে যায় দরিদ্র মাঝে আর মাত্র ১ দিন, বৃহস্পতি থেকেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য আসছে বড় বদল KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে ‘দুয়ারে জল প্রকল্প’! বাঁচতে হাঁটু পর্যন্ত পোশাক তুলতে হল ঋতুপর্ণাকে একী পোশাক, এতো শুধুই আঁচল! ২৩ ফুট লম্বা! সব্যসাচীর শাড়ি পরে মেট গালায় আলিয়া ‘লাওয়ারিশ বাচ্চাগুলোকে সরাও!’ ভিড় নিয়ন্ত্রণে মঞ্চ থেকে এসব কী বললেন মহুয়া!

Latest IPL News

CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ