এই প্রজন্মের ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবার এফসি গোয়াতে যোগ দিলেন। মঙ্গলবার ক্লাবের তরফে ঘোষণা করা হয়েছে সন্দেশের নাম। ২৯ বছর বয়সী সেন্টার-ব্যাক তিন বছরের চুক্তিতে যোগদান করেছেন। রাওলিন বর্জেস এবং উদান্ত সিং-এর পরে জাতীয় দলে খেলা তৃতীয় ফুটবলার হিসেবে এফসি গোয়াতে যোগ দিলেন।
এফসি গোয়ায় যোগ দিয়ে সন্দেশ বলেছেন, ‘গোয়ার মতো দুর্দান্ত দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুশি। এফসি গোয়ার অনেক ভালো দল। এবং ধারাবাহিক ভাবে ভালো করে চলেছে। তাই সেই প্রচেষ্টায় অবদান রাখতে আমিও উদগ্রীব হয়ে রয়েছি।’
তিনি যোগ করেছেন, ‘আমি আমার নতুন সতীর্থ, কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে চলেছি এবং তাদের সবার থেকে শেখার জন্য উত্তেজিত হয়ে রয়েছি। বলাই বাহুল্য, আমি এই ফুটবল ক্লাবের ভক্তদের সামনে খেলার অপেক্ষায় রয়েছি।’
এফসি গোয়ার ফুটবল ডিরেক্টর রবি পুস্কুর সন্দেশের চুক্তি নিয়ে বলেছেন, ‘আমরা সন্দেশ ঝিঙ্গানকে গোয়ায় ফেরাতে পেরে আনন্দিত। এখান থেকে ও শুরু করেছে। তার পর থেকে ওর সফল যাত্রা শুরু হয়েছে। এবং নিজেকে ও প্রতিষ্ঠিত করেছে। দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে এখন ওর অবস্থান।’
আরও পড়ুন: ভিসা সমস্যা মিটলেও, ভারতে এসে ম্যাচ খেলতে নামার আগে ১২ ঘণ্টাও সময় পাবে না পাকিস্তান
গত বেঙ্গালুরু এফসি-র সঙ্গে চুক্তি করেছিলেন সন্দেশ। এক বছরের সেই চুক্তি এবার শেষ হয়ে গিয়েছে। বেঙ্গালুরু সন্দেশে সঙ্গে চুক্তিও বাড়ায়নি। এবার তিনি তাই এফসি গোয়াতে যোগ দিলেন। ২৯ বছরের তারকা ডিফেন্ডার সন্দেশ এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছেন। এই মরশুমে বেঙ্গালুরুর হয়ে ২৪টি ম্যাচের মধ্যে ২২টি ম্যাচ খেলেছেন সন্দেশ ঝিঙ্গান। পরপর দুই মরশুম আইএসএলে ভালো ফল করতে পারেনি গোয়া। এবার সন্দেশকে এনে নক আউট পর্বে ওঠা নিশ্চিত করতে চাইছে এফসি গোয়া।
টানা ছ'টি মরশুম কেরালা ব্লাস্টার্স কাটানোর পর তিনি কলকাতায় এটিকে মোহনবাগানে যোগ দেন। প্ৰথম বছর সবুজ-মেরুন জার্সিতে তিরির সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন রক্ষণে। পরের মরশুমে তিনি ক্রোয়েশিয়ার সিবেনিকে চলে যান। চোট পেয়ে ক্রোয়েশিয়ার লিগে অধিকাংশ ম্যাচেই ডাগ আউটে বসে থাকতে হয়েছিল তাঁকে। পরের মরশুমে কলকাতায় ফিরেও সে ভাবে নজর কাড়তে পারেননি। তার পর গত বছর জাতীয় দলের সতীর্থ ক্যাপ্টেন সুনীল ছেত্রীর পরামর্শে যোগ দেন বেঙ্গালুরুতে। সেখান থেকেই এবার গেলেন এফসি গোয়ায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।