পাকিস্তান ফুটবল দলকে শেষ পর্যন্ত ভারত ভ্রমণ এবং বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ভিসা দেওয়া হয়েছে। ২১ জুন ভারতের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে পাকিস্তান বেঙ্গালুরুতে নামতে পারে।
পাকিস্তান দল বর্তমানে মরিশাসে একটি চার দেশের টুর্নামেন্ট খেলার পরে ১৮ জুন ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্বের কারণে আসতে পারেনি পাকিস্তান। এর কারণ প্রথমে পাকিস্তান স্পোর্টস বোর্ড থেকে ছাড়পত্র দেরীতে পাওয়া এবং তার পরে ভারত সরকারের ভিসা পেতে দেরী হওয়ায় পাকিস্তান রবিবার তাদের ফ্লাইট মিস করেছে।
তাদের টিম ম্যানেজার হাসনাইন হায়দার জানিয়েছেন, দলটি বুধবার ভারতে যাবে। পুরো বিষয়টাই জটিল বলে মনে হচ্ছে। মরিশাস থেকে মুম্বই হয়ে বেঙ্গালুরুতে যাওয়ার কথা পাকিস্তানের।
আরও পড়ুন: দল বদলের বাজারে বড় চমক, একই সঙ্গে খাবড়া, মন্দার, ভনসপালকে সই করাল ইস্টবেঙ্গল
হায়দার ইএসপিএনকে বলেছেন, ‘আমরা আগামী কাল ভ্রমণের পরিকল্পনা করছি। আমরা একটি সকালের ফ্লাইট খুঁজছি, যা আদর্শ হবে। যাই হোক যদি আমরা একটি সন্ধ্যের ফ্লাইট নিই, তা হলে রাত ১টায় আমরা মুম্বই পৌঁছব। যেহেতু কোনও ফ্লাইট নেই, তাই বেঙ্গালুরুর বিমান ধরার জন্য আমাদের ভোর ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমরা মূলত ২১ জুন সকাল ৮টার দিকে বেঙ্গালুরুতে পৌঁছব।’
তবে পাকিস্তান এই ক্ষেত্রে বড় সমস্যায় পড়ে যাবে। কারণ খেলা ২১ জুন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে। প্লেয়াররা ১৪ ঘন্টার বেশি সফর করে এসে মানসিক এবং শারীরিক ভাবে চনমনে হতে ১২ ঘন্টারও কম সময় পাবে। এতে তারা বেঙ্গালুরুর আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সময়ও পাবে না।
হায়দার যোগ করেছেন, ‘সোমবার সকালে দলটি প্রশিক্ষণ করেছে এবং ভারতের উদ্দেশ্যে রওনা হতে প্রস্তুত। গত দু'দিন ধরে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রেখেছি। মঙ্গবার আমাদের সন্ধ্যার ফ্লাইট হলে, আমরা সকালে ট্রেনিং করতে পারি।’ রবিবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ী ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এটাই হবে পাকিস্তানের শেষ অনুশীলন সেশন।
ইএসপিএন জানিয়েছে, ম্যাচটি পিছানো নিয়েও আলোচনা করা হয়েছে, তবে এটি সম্ভব হচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী, ‘ম্যাচটি পিছানোর জন্য কোনও আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি। এমন কী যদি এটি করা হয়, তবে সে বিষয়ে সিদ্ধান্ত সাফ নেবে।’
২০১৮ সালের সেপ্টেম্বরের পর ২১ জুন ভারত এবং পাকিস্তান প্রথম বার ফুটবল ম্য়াচে মুখোমুখি হবে। শেষ বার ভারত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল।
এ দিকে পাকিস্তান ২১ জুন ডিফেন্ডিং সাফ চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। তার পর ২৪ জুন কুয়েতের বিরুদ্ধে খেলবে এবং ২৭ জুন নেপালের মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।