বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কিংবদন্তি মারাদোনার ৮৬'র বিশ্বকাপ ফাইনালের জার্সি ফেরালেন লোথার ম্যাথিউস

কিংবদন্তি মারাদোনার ৮৬'র বিশ্বকাপ ফাইনালের জার্সি ফেরালেন লোথার ম্যাথিউস

কিংবদন্তি মারাদোনার ৮৬'র বিশ্বকাপ জার্সির সামনে লোথার ম্যাথিউস (ছবি-এপি)

১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি। মারাদোনার বিশ্বকাপ জয়ের সেই অমূল্য জার্সি ফেরত এল আর্জেন্তিনাতে। মাদ্রিদে বৃহস্পতিবার আর্জেন্তিনার দূতাবাসে উপস্থিত হন লোথার।

শুভব্রত মুখার্জি: ১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্তিনাকে কার্যত একার দক্ষতায় জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ঠিক তার চার বছর বাদে যখন ইতালিয়া বিশ্বকাপে নেমেছিল মারাদোনার আর্জেন্তিনা, দর্শকদের প্রত্যাশা ছিল কয়েকগুণ বেশি। সেবার ফাইনালে পৌঁছালেও মারাদোনাদের হারতে হয়েছিল লোথার ম্যাথিউসের জার্মানির কাছে। সেই ঘটনার পর প্রায় কয়েক দশক কেটে গিয়েছে। কিংবদন্তি মারাদোনা বেশ কয়েকদিন হল মারা গিয়েছেন। এবার সেই ৮৬'র বিশ্বকাপ ফাইনালে তাঁর জার্সি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস।

আরও পড়ুন… ৪ ঘণ্টায় শেষ হল ৯০ মিনিটের খেলা! বোমা-মিসাইলের মাঝে শুরু ইউক্রেনের ঘরোয়া লিগ

১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি। মারাদোনার বিশ্বকাপ জয়ের সেই অমূল্য জার্সি ফেরত এল আর্জেন্তিনাতে। মাদ্রিদে বৃহস্পতিবার আর্জেন্তিনার দূতাবাসে উপস্থিত হন লোথার। সেখানে উপস্থিত থেকে কিংবদন্তির বিশ্বকাপ জয়ের জার্সি ফেরান জার্মানির প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাদ্রিদে নতুন ফুটবল সংগ্রহশালায় এই জার্সিটি রাখা হবে।

ফুটবল জীবনে খেলার প্রতি অবদানের জন্য আর্জেন্তিনার দূতাবাসের তরফে ম্যাথিউসকে একটি ফলক দেওয়া হয়েছে। পশ্চিম জার্মানির বিরুদ্ধে সেই ম্যাচে দু’অর্ধে দু’টি জার্সি পরে খেলেছিলেন মারাদোনা। তার কারণ বিরতির সময় ম্যাথিউসের সঙ্গে জার্সি বদল করেন তিনি। তারপর থেকে সেই অমূল্য সম্পদটি ছিল জার্মান ফুটবলারের জিম্মাতে। এত বছর পরে তা ফেরত পেল আর্জেন্তিনা।

আরও পড়ুন… মোহনবাগান এখন ATK নাকি ATKMB! কার ভুলে সোশ্যাল মিডিয়াতে উঠল বিতর্কের ঝড়

জার্সি ফিরিয়ে দেওয়ার পরে ম্যাথিউস জানিয়েছেন, 'ওর (মারাদোনার) বিরুদ্ধে খেলা ছিল বিরাট সম্মানের। ফুটবলার এবং মানুষ হিসাবে সারাজীবন আমার কাছে গুরুত্বপূর্ণ একজন হয়ে থেকে যাবে ও । সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে।' ১৯৮৬ ফাইনালের ঠিক চার বছর বাদে ১৯৯০'র ফাইনালেও পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলেছিল আর্জেন্তিনা। ঘটনাচক্রে সেদিনও মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ম্যাথিউস। তিনি জানিয়েছেন, সেই জার্সি জার্মানির একটি সংগ্রহশালায় রাখা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন