সোমবার মলদ্বীপে অনুষ্ঠিত হতে চলা এএফসি কাপের ম্যাচে মাজিয়া এফসি-র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। এএফসি কাপের গ্রুপ পর্বের সোমবারের এই ম্যাচটির আর কোনও গুরুত্ব নেই দুই দলের কাছেই। ওড়িশা এফসির কাছে এএফসি কাপে নিজেদের আগের ম্যাচ হেরে বসায়, প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন হুগো বৌমাসরা। তাই, নিয়মরক্ষার এই ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছেও না সবুজ-মেরুন শিবির।
সোমবার মালেতে মোহনবাগান যে ম্যাচটি খেলবে, সেটার ছিটেফোঁটাও কোনও গুরুত্ব নেই। কারণ সবুজ-মেরুন ব্রিগেড শেষ ম্যাচে জিতলেও, তৃতীয় স্থানের উপরে শেষ করতে পারবে না। আর মাজিয়া জিতে গেলেও, তিন নম্বরেই শেষ করবে মোহনবাগান। কারণ মাজিয়ার ধরাছোঁয়ার বাইরে আছে সবুজ-মেরুন। ফলে জুয়ান ফেরান্দোর দলের কাছে সোমবারের ম্যাচটা নেহাৎ-ই এএফসি কাপের ফেয়ারওয়েল ম্যাচ।
যে কারণে এক ঝাঁক তরুণ ফুটবলারকে এই ম্যাচে পরখ করে নেওয়ার পালা। হেড কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে মলদ্বীপ যাননি। কোনও বিদেশিকেও নিয়ে যাওয়া হয়নি। অভিষেক সূর্যবংশী, সুমিত রাঠি-সহ মোট ১৩ জন ফুটবলার মলদ্বীপ উড়ে গিয়েছেন। চোট-আঘাতে জর্জরিত মোহনবাগান প্রধান একাদশকে মলদ্বীপ পাঠানো হয়নি। দলের সঙ্গে গিয়েছেন গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল।
কয়ে কদিন পরই শহরে পা রাখবেন টেকনিক্যাল ডিরেক্টর আন্তেনিও লোপেজ হাবাস। আগামী শুক্রবার আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ। ম্যাচের আগে চোট পাওয়া ফুটবলারদের দলে ফেরানোই এখন চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। কারণ আইএসএলেই এখন পুরো ফোকাস করেছে বাগান শিবির।
আরও পড়ুন: শেষমেশ তিন পয়েন্ট হারাতে হয়নি- ১১ নম্বর দলের সঙ্গে ড্র করেও স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচের
তবে এই ম্যাচ জিতে নিজেদের জয়ের অভ্যাসটা বজায় রাখতে চাইবে সবুজ-মেরুন ব্রিগেড। কী হবে এই ম্যাচের ফল? কোথায়, কখন কী ভাবে দেখবেন এই ম্যাচ, জেনে নিন বিস্তারিত-
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটি কোথায়, কবে অনুষ্ঠিত হবে?
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটি ১১ ডিসেম্বর মালেতে মলদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময়ে ম্যাচটি দুপুর সাড়ে তিনটের সময়ে অনুষ্ঠিত হতে চলেছে।
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটি কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?
২০২৩-২৪ এএফসি কাপের মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটি স্পোর্টস 18 চ্যানেলে (টিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
মাজিয়া বনাম মোহনবাগান ম্যাচটির লাইভ স্ট্রিমিং জিও টিভি মোবাইল অ্যাপে এবং ফ্যানকোডের মাধ্যমে দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।