বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Kolkata Derby: আমি ডান পায়ে বেশি স্বচ্ছন্দ- বাঁ-পায়ে বাজিমাত করে দাবি নন্দের, তাঁর বিশ্বমানের গোলের ভিডিয়ো এখন ভাইরাল

Kolkata Derby: আমি ডান পায়ে বেশি স্বচ্ছন্দ- বাঁ-পায়ে বাজিমাত করে দাবি নন্দের, তাঁর বিশ্বমানের গোলের ভিডিয়ো এখন ভাইরাল

নন্দকুমারের গোলে সাড়ে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের।

ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন লাল-হলুদ সমর্থকেরা। কেউ নন্দকুমারকে কোলে তুলে নিচ্ছিলেন, আবার কেউ চুমু খাচ্ছিলেন, তো কেউ পায়ে পড়ছিলেন। মুষলধারে বৃষ্টির মাঝেও, লাল-হলুদের এমন উচ্ছ্বাসের কোলাজ বহুকাল বাদে দেখল যুবভারতী। আর সেটা নন্দের গোলের সৌজন্যে।

টানা আটটি ডার্বিতে হার। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসের মতো বিশ্বকাপার, ইউরো কাপারদের বিরুদ্ধে খেলতে নামার আগে ধারেভারে কিছুটা যেন পিছিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু নন্দকুমারের একটি গোলই সব রং বদলে দিল। বৃষ্টিস্নাত যুবভারতীতে সাড়ে চার বছর পর ডার্বিতে জ্বলল মশাল। উড়ল লাল-হলুদ পতাকা।

ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র অঝোর বৃষ্টির মধ্যে মাঠে ছুটে গেলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। বৃষ্টি মাথায় নিয়ে সেলিব্রেশনে মেতে উঠল লাল হলুদ। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল চেন্নাইয়ের ফুটবলারকে ঘিরে। আর হবে নাই বা কেন! তিনি যে এদিন শাপমুক্ত করেছেন ইস্টবেঙ্গলকে। চার বছরের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন।

আরও পড়ুন: ডুরান্ডে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে বাগান, নিয়ম ভাঙার অভিযোগ, AIFF-এর কাছে নালিশ জানাল লাল-হলুদ

গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন লাল-হলুদ সমর্থকেরাও। কেউ নন্দকুমারকে কোলে তুলে নিচ্ছিলেন, আবার কেউ চুমু খাচ্ছিলেন, তো কেউ পায়ে পড়ছিলেন। মুষলধারে বৃষ্টির মাঝেও, লাল-হলুদের এমন উচ্ছ্বাসের কোলাজ বহুকাল বাদে দেখল যুবভারতী। আর সেটা নন্দের গোলের সৌজন্যে।

মাঝমাঠ থেকে বল পেয়ে ফ্ল্যাঙ্ক ধরে দৌড়ে তড়তড়িয়ে উপরে ওঠেন নন্দকুমার। বক্সের মধ্যে ঢুকে অনিরুদ্ধ থাপাকে ডজ দিয়ে বাঁ-পায়ের দুরন্ত শট আছড়ে পড়ে দ্বিতীয় পোস্টে। বাগান কিপার বিশাল কাইথের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া, আর কিছু করারই ছিল না। একক দক্ষতায় একেবারে দৃষ্টিনন্দন গোল। যে গোল সত্যিই মনে করে রাখার মতোই।

ম্যাচ শেষে তাঁকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসে রোমাঞ্চিত হয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে এসে সেই রোমাঞ্চের ছোঁয়া ছিল তাঁর গলাতেও। লাল-হলুদের ডার্বি জয়ের নায়ক উচ্ছ্বসিত হয়ে বলছিলেন, ‘বলে বোঝাতে পারব না। এখানে আসার পর থেকেই সমর্থকদের উৎসাহ চোখে পড়ছে। আর আজকের মত পরিবেশে খেলা তো যে কোনও ফুটবলারের স্বপ্ন।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি খুব খুশি মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পেরে। আমার কেরিয়ারে এটা প্রথম ডার্বি আর প্রথম ডার্বিতে গোল করতে পেরে খুশি। আমার গোলে দল জিতেছে।’

আরও পড়ুন: বাগানের অজি বিশ্বকাপারও কিছুই করতে পারলেন না, সাড়ে ৪ বছরের খরা কাটিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের

নিজের গোল সম্পর্কে আবার নন্দ বলেন, ‘আমি ডান পায়ে খেলতে বেশি স্বচ্ছন্দ। তবে বিশাল কাইথ কিছুটা এগিয়ে এসেছিল, আর বলের প্লেসমেন্টটাও ভালো জায়গায় ছিল।’ তিনি আরও খোলসা করে বলেন, ‘আমাদের টার্গেট থাকে, ডি বক্সে গেলে শট নেওয়ার। সামনে কে থাকছে, সেটা বড় কথা নয়। আমার সামনে অনিরুদ্ধ, গোলে বিশাল ছিল, সে সব মাথায় আসেনি। আমার লক্ষ্য ছিল, শট নেওয়া। পছন্দ ডান পা হলেও, বাঁ পায়ে শট নিয়েছিলাম।’

২৭ বছরের নন্দকুমারের পেশদার ফুটবল শুরু হয়েছিল চেন্নাইয়িন এফসি-র জার্সিতে। গত বছর তিনি ওড়িশা এফসি-তে যোগ দেন তিনি। সেখান থেকেই এবার তাঁকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। আর অভিষেক ডার্বিতে গোল করেই লাল-হলুদের নয়নের মণি হয়ে উঠলেন নন্দ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাষ্ট্রপতির থেকে মুরলিকান্ত পেটকার পেলেন অর্জুন পুরষ্কার! পাশে থাকলেন কার্তিক সাজ্জাকের মতো দুষ্কৃতীকে সবক শেখাতে যোগীর উত্তর প্রদেশ মডেলেই আস্থা রাখলেন মমতা Papaya Benefits: কেন প্রতিদিন সকালে পেঁপে খাওয়া উচিত, জেনে নিন এর উপকারিতা কালসর্প দোষের অশুভ প্রভাব এড়াতে মৌনী অমাবস্যার বিশেষ সংযোগে করুন এই কাজ সইফকে ছুরি মারার সময়, কোথায় ছিল করিনা? পার্টি হচ্ছিল নাকি ঘুমিয়ে? হল বয়ান রেকর্ড উত্তর প্রদেশের স্টাইলে এনকাউন্টার পশ্চিমবঙ্গ পুলিশের, খতম দুষ্কৃতী সাজ্জাক আলম প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন? বাংলাদেশের ভোট নিয়ে জল্পনা তুঙ্গে, পড়শিদের নিয়ে প্রশ্নের মুখে কী বলল ভারত? ম্যাচ মোড অন! জাতীয় দলে ফিরেই কিটব্যাগের ধুলো ঝাড়লেন শামি, দিলেন সরাসরি বার্তা বেতন বৃদ্ধি, আয়কর ছাড়ের 'আশা'… কবে থেকে কবে পর্যন্ত চলবে এবারের বাজেট অধিবেশন?

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.