বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > নিজের দমে কোনওদিন AFC কাপে খেলতে পারেনি মোহনবাগান, মন্তব্য ATKMB কর্তার

নিজের দমে কোনওদিন AFC কাপে খেলতে পারেনি মোহনবাগান, মন্তব্য ATKMB কর্তার

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @atkmohunbaganfc)

আগুনটা ধিকিধিকি করে জ্বলছিল। তাতেই ঘৃতাহুতি করল এটিকে-মোহনবাগানের উৎসব পারেখের মন্তব্য।

আগুনটা ধিকিধিকি করে জ্বলছিল। তাতেই ঘৃতাহুতি করল এটিকে-মোহনবাগানের উৎসব পারেখের মন্তব্য। রীতিমতো কটাক্ষের সুরে বললেন, মোহনবাগান তো নিজেদের ক্ষমতায় কোনওদিন এএফসি কাপে খেলতে পারেনি। তাই বিরোধিতা ছেড়ে মোহনবাগান সমর্থকদের সমর্থন করা উচিত এটিকে মোহনবাগানকে।

বৃহস্পতিবার দ্য ইন্ডিপেন্ডেট বাংলায় একটি সাক্ষাৎকারে পারেখ বলেন, ‘আমি মোহনবাগানের ফ্যানদের একটাই বলতে চাই, আমরা তো মোহনবাগানের নামটা আরও উপরে তুলে নিয়ে যাচ্ছি। মোহনবাগান কখনও এএফসি কাপে (খেলার কথাও ভাবেনি)। মানে ওদের পরিকল্পনাতেও ছিল না যে আমরা মোহনবাগান-এটিকে এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান তো নিজস্ব গায়ের জোরে তো আজ পর্যন্ত (এএফসি কাপে) খেলল না। কেন, ওই সুযোগ পায়নি। আমরা যেটা করেছি, সেটা হল যে মোহবাগানের নামটা আরও উঁচু করেছি।’

মোহনবাগান এবং এটিকের সংযুক্তিকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভপ্রকাশ করে আসছেন বাগান সমর্থকদের একাংশ। তাঁদের দাবি, নামের আগে থেকে এটিকে সরিয়ে দিতে হবে। সেইসঙ্গে একাধিক দাবি করা হচ্ছে। পরে সেই দাবি কিছুটা স্থিমিত হলেও ক্ষোভ পুরোপুরি মেটেনি। সেই পরিস্থিতিতে পারেখকে সেই প্রশ্ন করা হয়েছিল। তাতেই বিতর্কিত মন্তব্য করেছেন এটিকে-মোহনবাগান কর্তা। তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন বাগান সমর্থকরা।

তবে ইতিহাস বলছে, মোহনবাগান নিজের ‘গায়ের জোরেই’ এএফসি কাপে খেলেছিল। ২০১৬ সালে তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বেও খেলেছিল তৎকালীন বাগান কোচ সঞ্জয় সেনের দল। প্রবল ঠান্ডার মধ্যে অবশ্য শ্যানডং লুনেঙের কাছে হেরে গিয়েছিল। তবে সেইবার এএফসি কাপে একাধিক ম্যাচে জিতেছিল বাগান শিবির। নয়া নিয়ম শুরু হওয়ার পর অবশ্য বাগান এএফসি কাপে খেলার সুযোগ পায়নি। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে যায় মোহনবাগান। 

বন্ধ করুন