মোহনবাগানে এসে ভারতের ‘সার্জিও র্যামোস’-কে খুঁজে পেলেন জেসন কামিংস। অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার তথা মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্রাইকার জানান, আনোয়ার আলির মধ্যে সার্জিও র্যামোসের ছায়া দেখতে পান। স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মতোই স্ট্রাইকারদের সঙ্গে সরাসরি লড়াইয়ে যেতে ভালোবাসেন আনোয়ার। স্ট্রাইকারদের থেকে বল ছিনিয়ে নেন। আবার ডিফেন্স ছেড়ে উঠে গিয়ে গোলও করতে পারেন। ঠিক যে কাজটা স্পেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্যবার করেছেন র্যামোস। সেভাবেই স্পেন এবং রিয়ালকে অসংখ্য ম্যাচে জিতিয়েছেন। বিশেষত ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় অতিরিক্ত সময়ের ৯২ মিনিট ৪৮ সেকেন্ডে র্যামোসের সেই হেডারটা ফুটবলপ্রেমীরা কোনওদিন ভুলবেন না। যে গোলের হাত ধরে সেই বছর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ তো জিতেছিল, সেইসঙ্গে ইউরোপের ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ান রোনাল্ডো, র্যামোসদের দাপট শুরু হয়েছিল।
আরও সেই র্যামোসের মতো খেলোয়াড়ের সঙ্গে আনোয়ারের তুলনা করে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) 'ইন দ্য স্ট্যান্ডস' অনুষ্ঠানে কামিংস বলেন, ‘ও (আনোয়ার) দারুণ মানুষ। ওর খেলায় মুগ্ধ আমি। ওর যা দক্ষতা, (সেটা দারুণ)। ভয়ডরহীনভাবে এগিয়ে এসে স্ট্রাইকারের পা থেকে বল ছিনিয়ে নেয়। ওকে দেখে আমার সার্জিও র্যামোসের কথা মনে পড়ে। আগেরদিন বলছিলাম যে তুমি ভারতের সার্জিও র্যামোস। (ডিফেন্স সামলে এসে) গোল করছ।’
কামিংস যে ম্যাচের প্রেক্ষিতে আনোয়ারকে সেই তকমা দিয়েছেন, সেই ম্যাচে (এএফসি কাপ সাউথ জোন প্লে-অফের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক রাউন্ডে নেপালের ক্লাব মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে ম্যাচ) জোড়া গোল করেছিলেন ভারতের সেন্টার-ব্যাক। ৩-১ গোলে জিতেছিল মোহনবাগান। ৩৮ মিনিটে হুগো বৌমাসের কর্নার থেকে র্যামোসের ধাঁচে হেডারে গোল করেছিলেন আনোয়ার। ৮৬ মিনিটে আবারও ছিটকে বেরিয়ে গিয়ে হেডার থেকে গোল করেছিলেন। সেক্ষেত্রে ফ্রি-কিক নিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। তারইমধ্যে ৫৮ মিনিটে মোহনবাগানের দ্বিতীয় গোল করেছিলেন কামিংস।
আরও পড়ুন: আরও ক্লিনিক্যাল হতে হবে- মোহনবাগানকে AFC Cup-এর মূল পর্বে মোহনবাগানকে তুলে দাবি কামিংসের
সেই ম্যাচের পর আনোয়ারের ভূয়সী প্রশংসা করেছিলেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। যে ২২ বছরের ডিফেন্ডারকে (সোমবার তাঁর বয়স ২৩ হতে চলেছে) লম্বা চুক্তিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই দলের হেডস্যার বলেছিলেন, ‘ভারতের তিনজন সেরা সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে আছে ও (আনোয়ার)। ও আক্রমণেও উঠে আসতে পারে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।