HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কেউ ক্ষমা চেয়েছেন, কেউ হতাশা উগরেছেন- অনুমতি ছাড়াই ব্রাজিল সতীর্থদের হার পরবর্তী মেসেজ ফাঁস করলেন নেইমার

কেউ ক্ষমা চেয়েছেন, কেউ হতাশা উগরেছেন- অনুমতি ছাড়াই ব্রাজিল সতীর্থদের হার পরবর্তী মেসেজ ফাঁস করলেন নেইমার

সবাইকে চমকে দিয়ে ব্রাজিল দলের সতীর্থদের গোপন মেসেজ ফাঁস করে দিয়েছেন নেইমার। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্টোরিতে সতীর্থ থিয়াগো সিলভা, মারকুইনহোস এবং রদ্রিগোর সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন পিএসজি তারকা। এমন কী তাঁদের অনুমতি না নিয়েই যে এটা তিনি করেছেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন নেইমার।

সতীর্থদের মেসেজ ফাঁজ করলেন নেইমার।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে যন্ত্রণাদায়ক হারের পর নেইমারকে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল। পরে জানিয়েছিলেন, ব্রাজিলের এমন বিদায়ের পর তিনি মানসিক ভাবে বিধ্বস্ত। কষ্ট বুকে চেপে নিভৃতেই দেশে ফেরেন নেইমার। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কয়েকটা দিন গুটিয়ে থাকলেও, এ বার নেট পাড়ায় রীতিমত ঝড় তুলেছেন তিনি।

সবাইকে চমকে দিয়ে ব্রাজিল দলের সতীর্থদের গোপন মেসেজ ফাঁস করে দিয়েছেন নেইমার। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্টোরিতে সতীর্থ থিয়াগো সিলভা, মারকুইনহোস এবং রদ্রিগোর সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন পিএসজি তারকা। এমন কী তাঁদের অনুমতি না নিয়েই যে এটা তিনি করেছেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন নেইমার।

আরও পড়ুন: একাধিক নজিরের সামনে মেসি, চাই শুধু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়

চ্যাটের স্কিনশট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের উদ্দেশ্যে নেইমার লিখেছেন, ‘আমি (ওদের অনুমতি না নিয়েই) মেসেজগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি দেখাতে চেয়েছি, আমরা জেতার জন্য কতটা মরিয়া ছিলাম এবং আমরা কতটা ঐক্য়বদ্ধ। গ্রুপের সঙ্গে আমি যে সব মেসেজ আদান-প্রদান করেছি, সেগুলোর কিছু এখানে প্রকাশ করা হয়েছে।’

নেইমার মেসেজ ফাঁস করলেন সতীর্থদের।

এ ভাবেই নেইমার মেসেজের কথোপকথন ফাঁস করলেন সতীর্থদের।

সতীর্থদের উৎসাহ দেওয়ার এ ভাবেই চেষ্টা করে গিয়েছেন নেইমার।

পিএসজি ফরোয়ার্ড তাঁর ক্লাব সতীর্থ মার্কুইনহোসকে বার্তা দিয়েছেন, যাঁর স্ক্রিনশট তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। মার্কুইনহোস যিনি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। নেইমার তাঁকে লিখেছেন, ‘কেমন আছো? আমি তোমাকে বলতে চাই যে, আমি তোমার ভক্ত। একটি পেনাল্টি মিস তোমার সম্পর্কে আমার অনুভূতি পরিবর্তন করতে পারবে না। আমি সব সময়ে তোমার সঙ্গে আছি এবং তুমি জানো যে, আমি তোমাকে ভালোবাসি।’

মার্কুইনহোস উত্তরে লিখেছেন, ‘হে ব্রাদার, আমি একটু একটু করে উন্নতি করছি, পুরো পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সময় নিচ্ছি! তোমার খবর কী? কেমন আছো? এই বার্তার জন্য এবং আমার সম্পর্কে চিন্তা করার জন্য ধন্যবাদ। তুমি সত্যিই দারুণ মানুষ। আমি সব কিছু ঠিকঠাক করতে চেয়েছিলাম।’

অপরদিকে সিলভার উদ্দেশ্যে নেইমার লিখেছেন, ‘আমাদেরকে ঘুর দাঁড়াতে হবে। দুর্ভাগ্যবশত ব্যাপারটা ঘটে গিয়েছে! আমি তোমাকে এই বিশ্বকাপটা দিতে চেয়েছিলাম। তুমি, দানি (আলভেস) এবং আমি সবাই এটার যোগ্য। কিন্তু ঈশ্বরের নিশ্চয়ই অন্য একটা উদ্দেশ্য আছে। এবং তিনিই সবটা জানেন।’

আরও পড়ুন: মেসিকে আটকাতে আলাদা কোনও পরিকল্পনা? ফাঁস করলেন ক্রোয়েশিয়ার তারকা

চুতুর্থ বিশ্বকাপে খেলা সিলভা জবাবে লিখেছেন, ‘এটা আমার কল্পনার চেয়েও বাস্তবে কঠিন। সত্যি করে বলতে, আমি এখনও বিষয়টি মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না, আমরা হেরেছি। প্রতিটা সময় আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমি কাঁছি। তবে আমি ঠিক হয়ে যাব।’

রদ্রিগোকে আবার নেইমার লিখেছেন, ‘তুমি একজন সেরা খেলোয়াড়। তোমার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের। তোমার আইডল হিসেবে আমি তোমাকে বলতে চাই, ব্রাজিলের একজন ঐতিহাসিক ফুটবলার হিসেবে তোমাকে দেখতে চাই। পেনাল্টি তারাই মিস করে, যারা নেওয়ার সুযোগ পায়। আমি অনেক পেনাল্টি মিস করেছি এবং ঘুরেও দাঁড়িয়েছি। আমি এ সব ভুল থেকে শিখেছি।’

রদ্রিগো জবাবে লেখেন, ‘ধন্যবাদ আমার আইডল। আমি অনেক দুঃখিত তোমার স্বপ্নকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য। আমি আশা করি, তুমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টে মিস করার পর ভেঙে পড়েছিলেন রদ্রিগো। নেইমারের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন রিয়াল তারকা। তবে তরুণ সতীর্থকে সান্ত্বনা দিতে পিএসজি ফরোয়ার্ড লিখেছেন, ‘তুমি বলেছো তুমি দুঃখিত, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি দারুণ প্লেয়ার। একদিন ব্রাজিলকে ট্রফি জেতাবে। তোমার সাফল্য কামনা করি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির রিনাকে ভুলে কিরণকে বিয়ে! প্রসব যন্ত্রণায় কাতর প্রথম স্ত্রী চড় কষান আমিরের গালে সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় বার বার বিভ্রান্তি, অসন্তুষ্ট আদালত যৌন হেনস্থার অভিযোগ দেবগৌড়ার নাতির বিরুদ্ধে, তদন্ত শুরু, কোথায় তিনি ?

Latest IPL News

রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.