বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Transfer News of Pritam Kotal: অধিনায়ক হিসেবে ISL জেতানোর 'পুরস্কার'? প্রীতম কোটালকে নিয়ে টালবাহানা মোহনবাগানের

Transfer News of Pritam Kotal: অধিনায়ক হিসেবে ISL জেতানোর 'পুরস্কার'? প্রীতম কোটালকে নিয়ে টালবাহানা মোহনবাগানের

প্রীতম কোটাল। ছবি-টুইটার

আগামী মরশুমে কেরাসা ব্লাস্টার্সের হয়ে খেলবেন নাকি মোহনবাগান জার্সিতেই দেখা যাবে প্রীতম কোটালকে? এই প্রশ্ন চলছেই। সাফ কাপের পর বাগান টিম ম্যানেজমেন্টর সঙ্গে বৈঠকে বসছেন প্রীতম।

গত মরশুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। অধিনায়ক প্রীতম কোটালের হাতে ওঠে চ্যাম্পিয়ন ট্রফি। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এই বছর আরও শক্তিশালী দল গঠন করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই দলগঠনে চমক দিয়েছে বাগান শিবির। নিয়ে আনা হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে। এছাড়াও একাধিক তারকা ফুটবলারকে নিয়ে চমক দিয়েছে কলকাতার এই প্রধান।

তবে শোনা যাচ্ছে বাগান শিবির ছাড়তে চলেছেন অধিনায়ক প্রীতম কোটাল। ভারতীয় দলের এই ফুটবলারকে নাকি কেরালা ব্লাস্টার্স মোটা অঙ্কের টাকা প্রস্তাব দিয়েছে। এছাড়াও একাধিক ক্লাবের নাম শোনা যাচ্ছে। যদিও প্রীতম এই বিষয়ে নিজে কোনও কিছুই বলেননি। তবে ফুটবল মহলে কান পাতলে এও শোনা গিয়েছে কেরালা ব্লাস্টার্সে সই করে ফেলেছেন প্রীতম। শুধুমাত্র বাগানের থেকে এনওসি পাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রীতম। এমন অনেক কথাই শোনা যাচ্ছে। তবে বাগান কর্তাও চেষ্টা চালাচ্ছেন প্রীতমকে রেখে দিতে।

যদিও মোহনবাগানের সঙ্গে এখনও দুই বছরের চুক্তি রয়েছে প্রীতমের। তাঁকে ক্লাব পরিবর্তন করতে হলে বাগানের থেকে এনওসি নিতেই হবে। সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী বাগান কোচ জুয়ান ফেরান্দোও প্রীতমকে রেখেই দল সাজাচ্ছেন। ফলে প্রীতমের বাগানে থাকা যে এক প্রকার পরিস্কার তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেরালার প্রস্তাবও ভাবাচ্ছে বাগান অধিনায়ককে। যদিও কেরালা ব্লাস্টার্স প্রীতমের সঙ্গে কথা না বলে প্রীতমের এজেন্টের মাধ্যমে মোহনবাগানের সঙ্গে আলোচনা করেছে। ফলে একটা ধোঁয়াশা এবং জল্পনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করলেও বাগান শিবির কেরালার সঙ্গে প্রীতমকে ছেড়ে দেওয়া বা রেখে দেওয়া নিয়ে এখনও চূড়ান্ত কথা বলেনি।

তবে এও জানা গিয়েছে যেহেতু প্রীতমের সঙ্গে মোহনবাগানের এখনও দুই বছর চুক্তি রয়েছে, তাই কেরালা ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত রয়েছে। তাদের এই মনোভাব বুঝিয়ে দিচ্ছে, প্রীতমকে তারা চাইছেই। তবে এটাও ঠিক প্রীতমকে নিতে হলে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে থাকতে হবে। বাগান ম্যানেজমেন্ট গ্রিন সিগন্যাল দিলেই কেরালায় খেলতে পারবেন প্রীতম। এই মুহূর্তে সাফ কাপের জন্য বেঙ্গালুরুতে রয়েছেন বাগান অধিনায়ক। কলকাতায় ফিরেই বাগান টিম ম্যানেজমেন্টর সঙ্গে বসে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করতে পারবে না সরকার, কুণালের মামলায় বড় রায় হাইকোর্টের জাস্টিসের নামে টাকা তুলছিলেন জুনিয়র ডাক্তার? সত্যিটা জেনে নিন, বিবৃতি দিল RDA IND vs BAN: দারুণ খেলল ভারত, তবু কেন আক্ষেপ করছেন সঞ্জয় মঞ্জরেকর গুরুগ্রামে Wrong Side দিয়ে আসা SUVর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু,জামিন নিয়ে প্রশ্ন ‘আমি জনসমক্ষে স্নানও করেছি…’,আবির-ঋতাভরীর রোম্যান্সে ভরা বহুরূপীর ‘আজ সারা বেলা’ টালার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, সন্দীপের নারকোতে বড় মোড় দেবাংশুর পুরুষত্ব নিয়ে প্রশ্ন মৌসুমীর! বদন বিগড়েছে নিয়ে টলিউডকে জবাব TMC নেতার ‘চিনের বাজারে আরও ভারতীয় পণ্যকে..’ ভিসা সহ একাধিক ইস্যুতে কৌশলী চিনা রাষ্ট্রদূত যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার কথা, কী বলছেন জয়জিৎ? এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন! রেগে লাল রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.