বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ভিডিয়ো- চ্যাম্পিয়ন হয়ে প্রেমিকাকে মাঠেই প্রপোজ মোহনবাগান অধিনায়ক প্রীতমের

ভিডিয়ো- চ্যাম্পিয়ন হয়ে প্রেমিকাকে মাঠেই প্রপোজ মোহনবাগান অধিনায়ক প্রীতমের

প্রীতম কোটাল ও সোনেলা পাল। ছবি- ইনস্টাগ্রাম 

প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। সেলিব্রেশনের মধ্যেই নিজের এনগেজমেন্ট সেরে ফেলেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। বান্ধবীকে আংটি পরিয়ে দেন বাগান অধিনায়ক।

প্রথমবার আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান। বাগান সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। ফুটবলাররা কী করবেন ভেবে পাচ্ছেন না। ফুটবলাররা নিজেদের সঙ্গীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিতে দেরি করেননি। এ যেন বিদেশের ফুটবল। মেসি-নেইমারদের খেলায় যা হামেশাই দেখা যায়। কিন্তু ভারতীয় ফুটবলে এই দৃশ্য বিরল। এরই ফাঁকে নিজের সঙ্গী সোনেলা পালের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। শুধু তাই নয়, বান্ধবীকে আংটিও পরিয়ে দেন প্রীতম। মাঠের মাঝ খানেই শুভ কাজটি সেরে ফেলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বান্ধবীকে আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি। তারপরে একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

বাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কান্ডারী উত্তরপাড়ার ছেলে প্রীতম। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রক্ষণের গুরুদায়িত্ব সামলেছেন নিজের কাঁধে। সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেছেন অক্ষরে অক্ষরে। এইবার পালা ব্যক্তিগত জীবনের কথা দেওয়া। আইএসএল জেতার পরেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিয়ে করার। খেলার মাঠেই আংটি পরিয়ে দেন বান্ধবী সোনেলাকে। তিনি ও তা প্রত্যাখ্যান করেননি হাসিমুখে জড়িয়ে ধরেছেন একে অপরকে। ১৭ এপ্রিল বিয়ে। বালির জেটিয়াতে মনোরম পরিবেশে বসবে বিয়ের আসর।

 

খুশির হাওয়া দুই পরিবারেই। হবু জামাই আইএসএল জিতেছেন আর তারপরেই দুই পরিবারের এক হবার পালা। স্বাভাবিকভাবেই খুশি পাল পরিবারে। কোটাল পরিবারে যেন খুশির মাত্রা দ্বিগুণ। একেতে ঘরের ছেলের কঠিন সাফল্য অন্যদিকে ঘরে বউ আশা শুধু সময়ের অপেক্ষা।

একটা সময় মোহনবাগান ফাইনালে উঠবে কিনা তা নিয়ে বেশ সংশয় দেখা দিয়েছিল। কিন্তু আত্মবিশ্বাসী ছিল গোটা দল তা জানিয়েছেন প্রীতম। খেলতে নামার আগে বলেছিলেন, ফাইনাল জেতার পুরো চেষ্টা করবেন। তা করেছেন। রুদ্ধশ্বাস ফাইনালে ট্রাইবেকারে জয়ী হয়েছে এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান আইএসএল জেতার পরেই দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, এটিকে মোহনবাগানের পরিবর্তে মোহনবাগান সুপার জয়ান্টস হিসেবে পরবর্তী মরশুমে খেলবে সবুজ মেরুন। স্বাভাবিকভাবে খুশি সমর্থকরা। ভারত সেরা হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের দীর্ঘদিনের দাবি মেনে এটিকে নাম সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দল থেকে অধিনায়কের বিবাহ সব মিলিয়ে খুশির জোয়ারে ভাসছে মোহনবাগান শিবির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.