পয়েন্ট টেবিলের নিচের সারির দল নরউইচ সিটির বিরুদ্ধে জয় খুঁজে পাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে, খেলার একটা সময় ড্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে, শেষ পর্যন্ত কোনও অঘটন হয়নি। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। রেড ডেভিলসদের ত্রাতার ভূমিকায় আসেন দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর একমাত্র গোলে নরউইচ সিটির বিরুদ্ধে স্বস্তির জয় তুলে নিয় ম্যান ইউ বিরতির ঠিক আগে আবারও গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় নরিচ। ছয় গজ বক্সের মুখে ঠিকমতো হেড করতে পারেননি হ্যারি ম্যাগুইয়ার, তবে বল তার মাথায় লেগে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাচ্ছিল। শেষমুহূর্তে কোনও মতে কর্নারের বিনিময়ে ঠেকান ক্রুল।
এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেও সুবিধা করতে পারছিল না ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এ সময় ১৩ বার আক্রমণ করে। যার পাঁচটি ছিল অনটার্গেট। বিপরীতে ১১ আক্রমণে সমান পাঁচটি অনটার্গেট ছিল নরউইচ সিটিরও। কিন্তু, লম্বা সময় গোলহীন ছিল দুদলই। ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ধারহীন নরউইচ ৫৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। তবে ডি-বক্সের মুখ থেকে ফিনল্যান্ডের ফরোয়ার্ড তেমু পুক্কির জোরালো শটে ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনও মতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দাভিদ দে হেয়া। চার মিনিট পর অন্য পাশে মার্কাস র্যাশফোর্ডের নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭৫তম মিনিটে স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনাল্ডো। ছয় গজ বক্সের মুখে তাকেই ডিফেন্ডার ম্যাক্স অ্যারন্স ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পর্তুগিজ তারকার সপ্তম গোলটি করে ফেলেন।
জার্মান কোচ রাল্ফ রাংনিকের অধীনে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিনের জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠলল ম্যান ইউ। দিনের আগের ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে পঞ্চম স্থানে ওঠে আর্সেনাল। রাতে নরিচ সিটিকে হারিয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে জায়গা করে নেয় রোনাল্ডোরা। চলতি লিগে ১৬ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। এক ধাপ নিচে নামা আর্সেনালের পয়েন্ট ২৬। দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারানো লিভারপুল ৩৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর চেলসি আছে তিন নম্বরে। চারে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।