শুভব্রত মুখার্জি: সবে মাত্র ফুটবলে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তাদের শিরোপা জয়ের খবর যেন কোথাও ঢাকা পড়ে গিয়েছে অপর আর একটি অনভিপ্রেত ঘটনার কারণে। পুরস্কার মঞ্চে স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রুবিয়ালেস দেশের এক মহিলা ফুটবলারকে আবেগঘন চুমু খেয়ে বসেন। ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়। ক্ষমা চাইতে বাধ্য হন রুবিয়ালেস। তার পরেও যে বরফ গলেনি, তা বোঝা গেল দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি স্পষ্ট করে দিলেন, এই ঘটনায় রুবিয়ালেসের ক্ষমা চাওয়ার পরেও তিনি একেবারেই খুশি নন।
ফলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস যে চরম সঙ্কটে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। মহিলা বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণের মঞ্চে স্প্যানিশ তারকা হেনি হেরমোসোকে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। যদিও পরবর্তীতে জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে বিতর্কে যে রুবিয়ালেসের পিছন ছাড়ছে না, তা স্পষ্ট দেশের প্রধানমন্ত্রীর কথাতেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। স্যাঞ্চেজ জানিয়েছেন, হেরমোসোকে চুম্বনের পরে রুবিয়ালেসের ক্ষমা চাওয়াটা ‘যথেষ্ট নয়’। স্পেনের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এর আগে রুবিয়ালেসকে ‘পদত্যাগ’ করার আহ্বানও জানিয়েছিলেন।
আরও পড়ুন: কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ সাংবাদিকদের বলেছেন ‘এটার (চুমু) মাধ্যমে বোঝা যায়, আমাদের দেশে মহিলা এবং পুরুষের মধ্যে সম্মান এবং সমতা আনতে এখনও আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। যা দেখেছি তা একেবারেই গ্রহণযোগ্য আচরণ নয়। আমার মতে, রুবিয়ালেসের ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। তাঁর আরও কিছু করা উচিত... আরএফইএফ তো স্প্যানিশ সরকারের অংশ নয়। সেখানে সভাপতি বাছা কিংবা বাদ দেওয়ার দায়িত্ব ফেডারেশনের সদস্যদের। রুবিয়ালেসকে অবশ্যই নিজের আচরণের আরও ব্যাখ্যা করতে হবে। এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। আরও স্পষ্ট ভাষায় ক্ষমা চাওয়া উচিত।যাতে সবাই সন্তুষ্ট হয়।’
প্রসঙ্গত দায়িত্বশীল পদে থেকে এই রকম আচরণ করা ঠিক হয়নি স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে রুবিয়ালেস বলেছিলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এই ঘটনা থেকে আমাকে শিক্ষা নিতে হবে। বুঝতে হবে, যখন সভাপতির মতো দায়িত্বে রয়েছি, তখন আমার আচরণ নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে।’
আমাকে দল ছাড়তে হয়েছে- মোহনবাগানের থেকে আলাদা হওয়াটা মানতে পারেননি প্রীতম
উল্লেখ্য সিডনিতে মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে হেরমোসোর মাথা ধরে তাঁর ঠোঁটে জোর করে আবেগঘন চুম্বন করেছিলেন রুবিয়ালেস। এর পরই চরম বিতর্কের মুখে পড়েন। প্রথমে অবশ্য সেসব সমালোচনা পাত্তা দেননি রুবিয়ালেস। উল্টো সমালোচকদের মূর্খও বলেছিলেন। শেষ পর্যন্ত বোধোদয় হয়েছিল তাঁর।
ঘটনাটি নিয়ে স্পেনের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ সোশ্যাল মিডিয়াতে রুবিয়ালেসের পদত্যাগ দাবি করে লিখেছিলেন, ‘একজন মহিলা অপমানিত ও নিগৃহীত হয়েছেন, তার পরে তাঁর কাছে ক্ষমা চাওয়ার কোনও মূল্য নেই। আমরা যা চাই তা হল, খেলাধুলার আইন ও ফেডারেশনের প্রয়োজনীয় বিধিনিষেধ প্রয়োগ করা হোক। এই ধরনের মানুষের পদত্যাগ করা উচিত।’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে চুমু-কান্ড নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসছে তারা। মঞ্চে রুবিয়ালেস স্পেনের অন্য ফুটবলারদের গালেও চুমু খেয়েছেন। ইনস্টাগ্রামে লাইভে মঞ্চের ঘটনা নিয়ে হেরমোসো বলেছিলেন, ‘আমার এটা ভালো লাগেনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।