আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে আইএসএল। সেই টুর্নামেন্টের পাশাপাশি চলবে এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। আইএসএল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার হলেও এএফসি কাপের ম্যাচগুলি কোথায় দেখা যাবে তা নিয়ে কিন্তু বেশ চিন্তায় ছিলেন সমর্থকরা। কারণ কয়েক সপ্তাহ আগেই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ সরাসরি সম্প্রচার হয়নি। একমাত্র ফেসবুক লাইভে সেই ম্যাচ সম্প্রচার করা হয়। সেই ম্যাচ দেখতে সমর্থকদের বেশ সমস্যা হয়।
এবার এএফসি কাপের মূল পর্বের ম্যাচ বাড়ি বসেই দেখতে পারবেন সমর্থকরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে মুম্বই সিটি এফসি। পাশাপাশি এএফসি কাপ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি। ফলে উন্মাদনা রয়েছেই। তারমধ্যে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো মরশুম শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, এবার তাদের মূল ফোকাস এএফসি কাপ। স্বাভাবিক ভাবেই এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা।
এতদিন অর্থাৎ গত মরশুম পর্যন্তও আইএসএল সম্প্রচার করে এসেছে স্টার স্পোর্টস। কিন্তু এই মরশুম থেকে এই টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্পোর্টস ১৮। আইএসএলের পাশাপাশি এই সংস্থা এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও সম্প্রচার করবে। শুধু তাই নয়, দর্শকদের জন্য সুখবর আরও রয়েছে। ফ্রি-তেও দেখা যাবে এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। মোবাইলে জিও টিভিতে একেবারে ফ্রি-তে দেখা যাবে এই টুর্নামেন্ট। এছাড়াও ফ্যান কোড নামক একটি অ্যাপে দেখা যাবে এই টুর্নামেন্ট।
এএফসি কাপের গ্রুপ ডি-তে রয়েছে মোহনবাগান। সেই গ্রুপেই রয়েছে ভারতের আরও একটি ক্লাব ওড়িশা এফসি। একই সঙ্গে রয়েছে বসুন্ধরা কিংস এবং মাজিয়া। মোহনবাগান এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৯ সেপ্টেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরে। এরপর ২ অক্টোবর জুয়ান ফেরান্দোর দল ঘরের মাঠে মাজিয়ার বিরুদ্ধে খেলবে। ৭ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে হবে। ২৭ নভেম্বর ঘরের মাঠে ওড়িশার সঙ্গে ফিরতি ম্যাচে নামবে তারা। এছাড়াও ১১ ডিসেম্বর মাজিয়া বিরুদ্ধে নামবে সবুজ মেরুন ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।