HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Champions League: বায়ার্নের কাছে হেরে মুখ পোড়াল ম্যান ইউনাইটেড, শেষ মুহূর্তের গোলে জিতল রিয়াল, বড় জয় পেল আর্সেনাল

UEFA Champions League: বায়ার্নের কাছে হেরে মুখ পোড়াল ম্যান ইউনাইটেড, শেষ মুহূর্তের গোলে জিতল রিয়াল, বড় জয় পেল আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের কাছে ৩-৪ হেরে বসে থাকল তারা। তবে বড় জয় পেল আর্সেনাল। পিএসভি আইন্ডহোভেনকে ৪-০ উড়িয়েই দিল আর্সেনাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোলে নাপোলিকে হারাল রিয়াল মাদ্রিদ।

বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে জিতে স্বস্তি পেল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের কাছে হেরে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল ইউনাইটেডকে। তবে ইংল্যান্ডের অন্য দল আর্সেনাল অবশ্য বড় জয় পেল। তারা পিএসভি-কে ৪-০ গোলে উড়িয়ে দিল। এদিকে ম্যাচ শেষ হওয়ার আগের মুহূর্তে বেলিংহ্যামের গোলে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াল মাদ্রিদ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের কাছে তারা ৩-৪ গোলে হেরে বসে থাকল। বায়ার্নের ব্যবধান আরও বাড়তেই পারত। কোনও সময়েই মনে হয়নি এই ম্যাচ জিততে পারে ম্যান ইউনাইটেড। বায়ার্ন প্রথম গোল দেওয়ার আগে পর্যন্ত কিছুটা লড়াই হচ্ছিল। কিন্তু জার্মানির দলটির কাছে অল্প সময়ের মধ্যে পরপর গোল খেয়ে চাপে পড়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম ২৭ মিনিটে গোল হজম না করা ইউনাইটেড, পরের ২৭ মিনিটেই তিন গোলহজম করে বসে। পরে আরও একটি। ইউনাইটেড তিন গোল করলেও শেষ পর্যন্ত ৩-৪ হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। ইংলিশ ক্লাবটি ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ইউনাইটেড ইতিহাসে ১৯৭৮ সালের পর এই প্রথম।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ক্রিশ্চিয়ান এরিকসেনের কাছ থেকে নেওয়া শট দারুণ তৎপরতায় রুখে দেন বায়ার্ন গোলরক্ষক সেন উলরিয়েখ। ম্যাচের প্রথম আধ ঘণ্টায় ইউনাইটেড একটিই ভালো আক্রমণ করেছিল। এদিকে বায়ার্ন বারবার হানা দিচ্ছিল ইউনাইটেড রক্ষণে। তবে আন্দ্রে ওনানা ভুল না করলে হয়তো বায়ার্নকে প্রথম গোলের জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতো। ২৮ মিনিটে বায়ার্ন এগিয়ে যায় ইউনাইটেড গোলরক্ষক ওনানার ভুলের সুযোগ নিয়ে। কেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন সানে। বাঁ দিকে ঝাঁপিয়ে ওনানা বলের নাগালও পান, কিন্তু তারকা গোলরক্ষক তা নিয়ন্ত্রণে তো নিতে পারেনইনি, উল্টে হাত ফস্কে বল নিজেই গোলে ঠেলে দেন। ইউনাইটেডের গোলমুখ খোলার পর উজ্জীবিত বায়ার্ন চার মিনিট বাদে দ্বিতীয় গোলও পেয়ে যায়। বল নিয়ে হুহু করে বক্সে ঢুকে পড়েন জামাল মুসিয়ালা। তবে তাঁকে ইউনাইটেডের ডিফেন্ডাররা ঘিরে ধরলে তিনি বল বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকে জিনাব্রির দিকে। অরক্ষিত জার্মান ফরোয়ার্ড বল জালে পাঠাতে ভুল করেননি।

ম্যাচের ৫৩ মিনিটে কেন আর ৯২ মিনিটে ম্যাথিস তেল বায়ার্নের হয়ে বাকি দুই গোল করেন। এরিকসেনের হ্যান্ডবলের সূত্রে পাওয়া পেনাল্টিতে বায়ার্নের হয়ে নিজের পঞ্চম গোলটি করেন কেন। এদিকে ইউনাইটেডের তিনটি গোলই এসেছে পিছিয়ে থাকা অবস্থায়। প্রথমটি ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থাতে ৪৯ মিনিটে ব্য়বধান কমান রাসমাস। ২০ বছর ড্যানিশ ফরোয়ার্ড রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শট মারেন। কিম মিন-জায়ের পায়ে বলটি লেগে গতিপথ বদলে জালে জড়ায়। অন্য দু'টি গোল কাসেমিরোর, একটি ৮৮ মিনিটে, আর একটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে।

রিয়াল মাদ্রিদ বনাম নাপোলি

ম্যাচের একেবারে শেষে ইনজুরি টাইমে বেলিংহ্যামের গোলে মানরক্ষা করল রিয়াল মাদ্রিদ। রিয়াল যখন গোল হাতড়েও পায় না, তখন যেন বেলিংহ্যাম বারবার ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। এটা যেন একটা অভ্যেস হয়ে উঠেছে। সেল্টা ভিগোর বিপক্ষে গোল করেছেন ৮১ মিনিটে, হেতাফের বিপক্ষে ৯৫ মিনিটে এবং ইউনিয়ন বার্লিনের বিপক্ষে গোল করলেন ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে। ম্যাচের বয়স তখন ৯৪ মিনিট। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হয়ে নামা ভালভার্দের শট বক্সে জটলার মধ্যে ডিফেন্ডারদের গায়ে লেগেছিল। আর সেই বল ঠেকাতে ডাইভ দিয়েছিলেন ইউনিয়ন বার্লিনের গোলকিপার ফ্রেদেরিক রোনো। এই সুযোগে ফাঁকা পোস্টে গোল করেন বেলিংহ্যাম। এর আগে রিয়ালের হয়ে লা লিগা অভিষেকে গোল পেয়েছিলেন, এবার চ্যাম্পিয়ন্স লিগেও বাদ গেলেন না। তবে ঘরের মাঠে অনামী দল ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে গোল করতে সংযোজিত সময়ের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হল ১৪ বারের চ্যাম্পিয়নদের।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের খুব বেশি সুযোগ পায়নি। ম্যাচের শুরুতে হোসেলুর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। এর পর আর কোনও সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদ। ইউনিয়ন বার্লিন উল্লেখযোগ্য সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য ছবিটা বদলে যায়। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। রডরিগো এবং হোসেলুর চেষ্টা বারে লেগে ফিরে আসে। সেই সময় মনে হচ্ছিল ঘরের মাঠে হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম ক্লাবকে পয়েন্ট নষ্ট করতে হবে। তবে সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ৩ পয়েন্ট এনে দেন বেলিংহ্যাম। এই ম্যাচে ইউনিয়ন বার্লিনের গোল লক্ষ্য করে ৩২টি শট নেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। তার মধ্যে শেষ শটে গোল করতে সমর্থ হন বেলিংহ্যাম। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদেরই দাপট ছিল। কিন্তু অনেক সুযোগ পেলেও, কিছুতেই গোল হচ্ছিল না। ভাগ্যও রিয়াল মাদ্রিদের সঙ্গ দিচ্ছিল না। শেষমুহূর্তে গোল না হলে ২ পয়েন্ট নষ্ট করতে হত স্পেনের ক্লাবটিকে।

আর্সেনাল বনাম পিএসভি

আর্সেনাল এবং পিএসভি আইন্ডহোভেন- দুই দলের জন্যই ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের। আর্সেনালের ফেরা ছয় মরশুম পর, আর পিএসভি-র চার মরশুম পর। তবে এই ম্যাচে শেষ হাসি হাসে আর্সেনাল।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে গেলেও, ইংল্যান্ডের আর একটি দল আর্সেনাল সহজ জয় পেল। পিএসভি আইন্ডহোভেনকে ৪-০ উড়িয়েই দিল আর্সেনাল। পিএসভি-র বিরুদ্ধে ৮ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ২০ মিনিটে ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো ট্রসার্ড। ৩৮ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ৭০ মিনিটে চতুর্থ গোল করেন মার্টিন ওডেগার্ড।

চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচের ফল

  • এস সি ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। প্রথমার্ধের সংযোজিত সময়ে নাপোলিকে এগিয়ে দেন জিওভানি ডি লরেঞ্জো। ৮৪ মিনিটে ব্রাগার হয়ে গোল করে সমতা ফেরান ব্রুমা। কিন্তু ৮৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন সিকু নিয়াকাতে।
  • রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ ড্র করল ইন্টার মিলান। ৪ মিনিটেই সোসিয়েদাদকে এগিয়ে দেন ব্রেইস মেন্ডেজ। ৮৭ মিনিটে ইন্টারকে সমতায় ফেরান লটারো মার্টিনেজ।
  • ঘরের মাঠে আর বি স্যালজবার্গের কাছে ০-২ হেরে গেল বেনফিকা। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্যালজবার্গকে এগিয়ে দেন রোকো সিমিচ। এরপর ৫১ মিনিটে ব্যবধান বাড়ান অস্কার গ্লুখ।
  • লেন্সের সঙ্গে ১-১ ড্র করল সেভিয়া। ৯ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন লুকাস অকাম্পোস। ২৪ মিনিটে সমতা ফেরান অ্যাঞ্জেলো ফুলজিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘PoKর প্রতি ইঞ্চি ভারতের’, মণিশঙ্করের পরমাণু বোমা মন্তব্যের পাল্টা অমিত-বার্তা 'দুটি বিরাট কাজ রয়েছে' কেন ৪০০ আসন চাইছে বিজেপি? কারণটা খোলাখুলি জানালেন হিমন্ত ফুটেজ পেয়েই তলব, গরহাজির, 'এঁরা কে?' রাজভবনের কাছে স্ক্রিনশট পাঠাল পুলিশ আইপিএলের সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রোহিতের,কত নম্বরে বিরাট? অভিষেক শর্মা, সুনীল নারিনদের সঙ্গে ছয় মারার তালিকায় কত নম্বরে বিরাট? শতরানের ওপেনিং জুটি, তবু দেড়শোর কমেই অল-আউট, লজ্জার নতুন অধ্যায় লিখল বাংলাদেশ হয়েছিল দেরি! রাস্তায় দৌড়ে গিয়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছলেন বিজেপি প্রার্থী ত্রিপুরায় পেট্রলের বিরাট সংকট, দীর্ঘ লাইন, কড়া নির্দেশ মন্ত্রীর, কেন এমন হল? নতুন বউকে কোলে তুলে আদর আদৃতের, বিয়ের পর লিখলেন... আগামিকাল কি আপনার জন্য কোনও ভালো খবর আনবে? আজই জানুন ১১ মে’র রাশিফল

Latest IPL News

T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ