HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লাস্টবয় হওয়ার তকমা মুছতে নর্থইস্টকে হারাতে মরিয়া SC EB, চোট নিয়ে চিন্তায় রিভেরা

লাস্টবয় হওয়ার তকমা মুছতে নর্থইস্টকে হারাতে মরিয়া SC EB, চোট নিয়ে চিন্তায় রিভেরা

১৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের। তারা এখন আইএসএল তালিকার লাস্টবয়। ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড একধাপ উপরে ১০ নম্বরে রয়েছে।

মারিয়ো রিভেরা।

আইএসএল তালিকার লাস্টবয় এবং সেকেন্ড লাস্টবয় আজ মুখোমুখি হতে চলেছে। দুই দলেরই হারানোর আর কিছু নেই। বাকি ম্যাচ এখন নিয়ম রক্ষারই। কারণ বহু আগেই তারা আইএসএলের প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও লিগ টেবলের একেবারে তলানি থেকে নিজেদের তুলে আনতে নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা।

প্রথম লেগের ম্যাচে নর্থইস্টের কাছে ০-২ হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। সে দিক থেকে দেখতে গেলে আজ লাল-হলুদের বদলা নেওয়ারও পালা। নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন রিভেরা: 

সবার নীচে থেকে লিগ শেষ করার হতাশা কাটাতে এই ম্যাচটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ?

অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এই ম্যাচ জিতলে লিগ টেবলে একধাপ উপরে উঠে আসব এবং আমরা সেটাই চাই। লিগের শেষ দিকে আমরা ভালো খেলছি। কিন্তু এখনও আমাদের ভাল ফল পাওয়া বাকি আছে।

এখন আপনাদের কিছু হারানোর নেই। তা হলে শেষ দু'টো ম্যাচে আপনারা কী ধরনের খেলা দেখাতে চান?

গত দুটো ম্যাচেই আমরা জেতার জন্য মরিয়া ছিলাম। এই ম্যাচেও আমরা জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রতিটা ম্যাচই আমরা জিততে চাই। এই ম্যাচেও সেই ভাবনা মাথায় নিয়েই মাঠে নামব।

দলের ফুটবলারদের সঙ্গে আপনার কী কথা হয়েছে? কী ভাবে উজ্জীবিত করবেন ওঁদের?

আমাদের গত চার-পাঁচটা ম্যাচ যদি দেখে থাকেন, তা হলে নিশ্চয়ই আলাদা করে বুঝিয়ে দিতে হবে না যে, কী ভাবে ওদের উজ্জীবিত রাখছি। প্রতি ম্যাচেই দল উন্নত পারফরম্যান্স করছে। উন্নত মানসিকতা, উন্নত পারফরম্যান্স, উন্নত আক্রমণাত্মক ফুটবল। সব দিক দিয়েই আমরা ভাল খেলছি। দলের মেজাজও সত্যিই খুব ভাল। অনুশীলনে সবাই খুব পরিশ্রম করছে, উপভোগও করছে। ওদের তাই আলাদা করে উজ্জীবিত করার প্রয়োজন আছে বলে মন হয় না।

দলে এখনও কোনও চোট-আঘাত সমস্যা আছে?

হ্যাঁ, এখনও কয়েকজনের চোট আছে। ফলে তারা খেলতে পারছে না। জ্যাকি সম্ভবত খেলতে পারবে না। ও গত কাল অনুশীলন করতে পারেনি। আজ আরও একবার পরীক্ষা করা হবে সবার, ক’জন খেলতে পারে দেখার জন্য।

এত পরে নেপালের ডিফেন্ডার অনন্ত তামাংকে দলে নেওয়ার কারণ কী?

কারণটা খুব সোজা। আমাদের একজন এশিয়ান কোটার খেলোয়াড় দরকার। টমিস্লাভ (মর্চেলা) অস্ট্রেলিয়া থেকে ভালো প্রস্তাব পেয়ে চলে গিয়েছে। সে জন্য আমাদের একজন এশিয়ান খেলোয়াড় দরকার। সেই জন্যই এই সেন্টার ব্যাককে নেওয়া হল।

গত কয়েকটি ম্যাচে আপনারা একাধিক ফর্মেশনে খেলেছেন। কালকের ম্যাচের ফর্মেশন বদল করবেন, নাকি বিপক্ষের কৌশলের ওপর নির্ভর করছে আপনাদের ফর্মেশন?

কৌশল ২০-৩০ শতাংশ নির্ভর করে বিপক্ষের ওপর। আধুনিক ফুটবলে একই ম্যাচে বিভিন্ন ফর্মেশন বদলে খেলা হয়। এতে ভাল খেলতে সুবিধা হয় এবং বিপক্ষের কাজ কঠিন করে তোলা যায়। গত তিনটি ম্যাচে যেমন ১৮জন খেলোয়াড় নিয়ে মাঠে গিয়েছিলাম আমরা। প্রতি ম্যাচেই পারফরম্যান্সে উন্নতি হচ্ছে। এটা ভাল ইঙ্গিত। এ থেকেই বোঝা যায় দলের অনুশীলন ভাল হচ্ছে। সবাই খেলার জন্য প্রস্তুত। আর যখন সবাই খেলার জন্য তৈরি থাকে, তখন বিভিন্ন ফর্মেশনে খেলা যায়। পরের ম্যাচে আশা করি সবচেয়ে ভাল ফর্মেশনে খেলতে পারব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সত্যজিতের জন্মবার্ষিকীতে ফাঁস লালমোহনের গল্প! বাঁকুড়া মিমসের উন্মেষ লিখলেন কী? ভূগোলে ৬৬, ইতিহাসে ৮৪! মাধ্যমিকে অঙ্ক আর বিজ্ঞানে কত পেয়েছিলেন বং গাই কিরণ দত্ত? জিটিএ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি ইলাইয়ারাজার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু হিট, না ফেরার দেশে উমা রামানন ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে ৭০ শতাংশ লোক চুপ করে বসে থাকবে না, বললেন তৃণমূল বিধায়ক কুণালের অপসারণের মাঝেই ফাঁস সুদীপের হোয়াটসঅ্যাপ চ্যাট, জোর চর্চা রাজনৈতিক মহলে জীবন বীমা করানো কি খুব দরকারি? এই ৭টি বিষয় আগে জেনে সিদ্ধান্ত নিন সন্দেশখালি তদন্ত রিপোর্ট জমা দিল CBI, রাজ্যকে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ আদালতের রিচা, কঙ্গনা, শাবানাদের সঙ্গে আড্ডায় মশগুল দিয়া, কেন এলেন না বিদ্যা-তানভিরা 'কোনও সরকারই আলোচনার ঊর্ধ্বে নয়...' ভোট দেওয়ার আগে কী মনে রাখতে বললেন সৌমিতৃষা

Latest IPL News

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.