মাত্র দিন কয়েক আগেই ব্যাট হাতে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সুপার স্ম্যাশে নর্দান ব্রেভকে ম্যাচ জিতিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। এবার একই কাজ করে দেখালেন তাঁর কিউয়ি সতীর্থ ও প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা লকি ফার্গুসন। অকল্যান্ড এসেসের হয়ে দুই বলে পাঁচ রান বাকি থাকা অবস্থায় একেবারে এক হিটেই ম্যাচ শেষ করে দেন লকি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অকল্যান্ডের বিরুদ্ধে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট নিজেদের নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৮ রান করে। জবাবে অকল্যান্ডের একসময় ৫৪ বলে জয়ের জন্য ১০০ রান বাকি ছিল। তবে মার্টিন গাপ্তিল ও রবার্ট ও’ডনেলের (৩৪ রান) ৭০ রানের পার্টনারশিপ দলকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান। বেন হর্নের নয় বলে দুর্ধর্ষ ২৭ রানের সুবাদে জয়ের আরও কাছে চলে আসে অকল্যান্ড।
তবে ম্যাচ একদম শেষ অবধি গড়ায়। দুই বলে পাঁচ রান বাকি থাকা অবস্থায় সুন্দর কব্জির মোচড়ে ফ্লিকে ছক্কা হাঁকিয়ে অকল্যান্ডকে জয় এনে দেন লকি। অকল্যান্ডের হয়ে ম্যাচে সর্বাধিক ৫৮ বলে অপরাজিত ৭৯ রান করেন গাপ্তিল। লকির এই ছক্কার সঙ্গে বোল্টের ছয়ের তুলনা করে শটটির এক ভিডিয়ো পোস্ট করে Spark Sport। সেখানে ভিডিয়োর ক্যাপশনে তারা লেখেন, ‘লকি ফার্গুসন নিজের মধ্যেকার ট্রেন্ট বোল্টকে বাইরে বের করে আনলেন।’
ফার্গুসনকে অনেকেই রিটেন করার পরামর্শ দিলেও তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাঁকে রিটেন করেনি। তবে বল হাতে আইপিএলের ২০২১ মরশুমে দুরন্ত ছন্দে থাকা লকিকে পুনরায় কেকেআর নিলামে দলে কিনতে পারেন বলে অনেকেই মনে করছেন। লকি নিজেও কেকেআরে ফিরতে আগ্রহী। Amazon Video Prime-র আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে The Telegraph-কে লকি জানান, ‘পরের বারও আমি অবশ্যই কেকেআরের ফিরতে চাইব। আমি ওদের হয়ে খেলতে খুবই পছন্দ করি। আমার কেকেআর সতীর্থরা হোক বা কোচ ব্রেন্ডন ম্যাকালাম সকলেই খুবই ভাল।’