ক'দিন আগেই ৯১ ইয়ার্ড ক্লাবের বিরুদ্ধে এক ওভারে ৫টি ছক্কা ও ১টি চার-সহ মোট ৩৪ রান সংগ্রহ করে হইচই ফেলে দেন রিয়ান পরাগ। সেই রেশ কাটতে না কাটতে গুয়াহাটি প্রিমিয়র লিগে ব্যাট হাতে ফের ঝড় তুললেন রিয়ান। এবার গুয়াহাটি টাউন ক্লাবের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করে বাড সিসি-কে একাই ম্যাচ জেতান পরাগ। সব মিলিয়ে আইপিএলের আগে রজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার বুঝিয়ে দেন যে, ছন্দে রয়েছেন তিনি।
শনিবার গুয়াহাটির জাজেস ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টাউন ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন আকাশ সেনগুপ্ত। তিনি ৩০ বলে ৫৭ রান করে আউট হন। মারেন ৯টি চার ও ১টি ছক্কা।
এছাড়া আব্দুল আজিজ ৩৩, সাহিল জৈন ২৪, ধ্রুব বোরা ১৮, গোকুল শর্মা ৮ ও নাসির উল্লাহ ৫ রানের যোগদান রাখেন। বাড সিসি-র হয়ে রিয়ান পরাগ ৪ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। কৌশিক গিরি ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। ১৮ রানে ১টি উইকেট নিয়েছেন অভিলাশ গগৈ। ৩৬ রানে ১টি উইকেট নেন পুষ্পরাজ শর্মা।
পালটা ব্যাট করতে নেমে বাড সিসি ১৪.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। রিয়ান পরাগ ১০১ রান করে অপরাজিত থাকেন। ৪৫ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৫টি চার ও ১১টি ছক্কা মারেন। রিয়ান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ৪৪ বলে। এছাড়া ২৯ বলে ৩২ রান করেন কৌশিক গিরি। তিনি ৪টি চার ও ১টি ছক্ক মারেন। একসময় ২৫ রানে ৩ উইকেট হারানো বাড সিসি ৩৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে।
স্বরূপম ৮, হরদীপ সিং ৬ ও এরিক রায় ১ রান করে আউট হন। ৩৩ রানে ২টি উইকেট নিয়েছেন অভিনব চৌধুরী। ১৮ রানে ১টি উইকেট নেন রণজিৎ মালি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup