বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ রাঙিয়ে গেলেন ইফতিখার আহমেদ। শুক্রবার বিপিএলে নিজের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেললেন ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতেই দুইশোর কাছাকাছি রান তুলল বরিশাল। আর সেই রানের ক্ষমতায় ফরচুন বরিশাল সহজেই খুলনাকে হারিয়ে দিল।
আসলে বিপিএলের প্লে-অফের আগে পাকিস্তানে ফিরে যাচ্ছেন ইফতিখার আহমেদ। ফরচুন বরিশালের সাফল্যের পিছনে তাঁর আছে বড় অবদান। ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছেন ইফতিখার। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৩৪৭ রান রয়েছে তাঁর ঝুলিতে।
আরও পড়ুন… রোহিত-কোহলি নয়,পন্তের অনুপস্থিতিতে এই তারকাকেই দলের ‘মেরুদণ্ড’ মনে করেন অশ্বিন
দলের মিডিয়া ম্যানেজার সেকেন্দার আলি জানালেন, রাতেই ইফতিখারের দেশে ফেরার ফ্লাইট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশনা মেনে বিপিএল খেলা পাকিস্তানের আরও অনেক ক্রিকেটারই ফিরে গিয়েছেন। যে কয়জন আছেন তারাও ফিরে যাবেন কয়েকদিনের মধ্যেই।
ইফতিখারের জায়গায় বিদেশি কোনও ব্যাটার আনেনি ফরচুন বরিশাল। খুলনার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলা ফজলে মাহমুদ রাব্বি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান ইফতিখারের ভূমিকায় দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। শুক্রবার মাহমুদউল্লাহকে সাত নম্বরে খেলতে দেখা যায়। তিনি মাত্র ২ বল খেলেন এবং ৪ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে তাঁকে ৫ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। ইফতিখারের জায়গায় ব্যাট করতে পারেন তিনি।
আরও পড়ুন… কোনও অভিযোগ করছি না, তবে এটাই সত্যি- দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন ভারতের পেসার
এদিনের ম্যাচের কথা বললে, বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ১৯৫ রানের বড় লক্ষ্যে নেমে দেড়শ পেরিয়ে থামে শাই হোপের দল। ইয়াসির আলি ৩৮ বলে ৬০ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। ৪ উইকেট নেন বরিশালের পেসার করিম জানাত।
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।