বাংলা নিউজ > ময়দান > তিন ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে হ্যাটট্রিক, IPL-এর ভরা মরশুমে T20 ক্রিকেটে চার বলে ৪ উইকেট অনামী পেসারের: ভিডিয়ো

তিন ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে হ্যাটট্রিক, IPL-এর ভরা মরশুমে T20 ক্রিকেটে চার বলে ৪ উইকেট অনামী পেসারের: ভিডিয়ো

পররপর চার বলে চার উইকেট বিলালের। ছবি- স্ক্রিনগ্র্যাব।

পরপর চার বলে চারজন ব্যাটসম্যানকে বোল্ড করেন হজরত বিলাল।

আইপিএলের ভরা মরশুমে টি-২০ ক্রিকটে দুর্দান্ত নজির গড়লেন হজরত বিলাল। অনবদ্য হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট নেন অখ্যাত পেসার। উল্লেখযোগ্য বিষয় হল, চারজনকেই বোল্ড করেন তিনি।

শারজা রমজান টি-২০ লিগে এমন অসাধারণ নজির গড়েন হজরত। শারজায় মিড-ইস্ট মেটালসের সঙ্গে ম্যাচ ছিল রেহান খান ইভেন্টসের। প্রথমে ব্যাট করে মিড-ইস্ট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে। তেহরান খান ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আলি আনোয়ার ২৫ ও আওয়াইস নূর ২৬ রান করেন। মুজামিল খান ৩টি ও ওয়াসি-উর-রহমান ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রেহান খান ইভেন্টস শুরুতেই পরপর উইকেট হারায়। তৃতীয় ওভারে পরপর চার বলে চারটি উইকেট নেন হজরত বিলাল। তিনি ২.২, ২.৩ ও ২.৪ ওভারে পরপর শেহজাদ সায়েদ, আহমেদ সামির ও মহম্মদ ফহীমকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ঠিক পরের বলে (২.৫) তিনি আউট করেন মহসিন রাজাকে।

হজরত বিলালের পরপর চার বলে চারটি উইকেট নেওয়ার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://fancode.com/video/26788?utm_source=fancode&utm_medium=share&utm_campaign=share&utm_content=WWWW!+Hazrat+Bilal+steals+the+show&contentDataType=DEFAULT

বিলাল শেষমেশ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। এমন দুরন্ত বোলিং করেও দলকে ম্যাচ জেতাতে পারেননি হজরত। রেহান খান ইভেন্টস ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান তুলে নেয়। তারা ১ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে। ক্যাপ্টেন রেহান খান ৫৯ রান করে অপরাজিত থাকেন। ২৮ রান করেন বিনোদ রাঘবন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন